দেশ ও বিদেশের আইটি ও টেক নিউজ নিয়মিত কভারেজ এর জন্য টেকটিউনস রিমোট কন্টেন্ট রাইটার টিমে বেশ কিছু সংখ্যক রিমোট কন্টেন্ট Hire করা হচ্ছে।
- প্রার্থীকে অবশ্যই বিভিন্ন ইন্টারন্যাশনাল আইটি, টেক ও সাইন্স নিউজ সাইট, ব্লগ, চ্যানেল সম্বন্ধে জানা ও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে। ইংরেজি বিভিন্ন টেক নিউজ সাইট ও ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে বাংলায় টিউন আকারে প্রকাশের দক্ষতা থাকতে হবে।
- প্রার্থীর নিজ থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদের দক্ষতা থাকতে হবে। গুগল ট্রান্সটেল করে বাংলা অনুবাদ করলে রিমোট কন্টেন্ট রাইটারশীপ সাথে সাথে বাতিল হবে।
- নিজের DSLR ক্যামেরাধারিরা অগ্রাধীকার পাবে।
- নিজের DSLR ক্যামেরা দিয়ে শুট করে ভিডিও এডিট করে ভিডিও টিউন আকারে টেক নিউজ প্রকাশ করতে পারলে অগ্রাধীকার দেওয়া হবে।
- নিজের ভয়েস রেকর্ড করে ও এডিট করে অডিও টিউন আকারে আইটি, টেক ও সাইন্স নিউজ তৈরি করতে পারলে অগ্রাধীকার দেওয়া হবে।
- যোগ্য প্রার্থী পৃথীবীর যে কোন প্রান্ত ও যে কোন দেশ থেকে আবেদন করতে পারবে ও টেকটিউনস রিমোট টিউনার টিমে কাজ করতে পারবে।
- ভারত / ইন্ডিয়ান থেকেও যে কোন প্রার্থী আবেদন করতে পারবে।
➡ আগ্রহীরা আবেদন করুন এখানে => http://techtun.es/2hiEvwb
আমাকে রিমোট টেক নিউজ রাইটার হিসাবে আপনাদের সাথে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল।
কিন্তু আমার নিচের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে সময়ের অভাবে বেশ কিছু দিন অনলাইনে আসতে পারিনি।
এখন যদি আমি চাই। তাহলে কি আমার আবার এই সুযোগ দেওয়া হবে?