হ্যালো টেকটিউনসারস,
কেমন আছেন সবাই? আসলে টেকটিউনসারসদের এ প্রশ্ন বার বার করা দরকার হয় না কারণ টেকটিউনসের সাথে যারা থাকে তারা সবসময় ভালোই থাকে।
কিছু দিন যাবত টিউনারদের ভিডিও টিউন নিয়ে বেশ আলোচনা চলছে। আজকেও আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিডিও টিউন। টিউনে ভিডিও যোগ করার সময় অনেক টিউনার তার ভিডিও মান সম্পর্কে স্পষ্ট ধারনা রাখে না।
এবং অনেকদিন ধরে দেখা যাচ্ছে বেশ কিছু টিউনার তাদের টিউনে মানহীন ভিডিও যোগ করছে। যা টিউনের কোয়ালিটিকে নষ্ট করে দিচ্ছে, এবং অন্যান্য টিউজিটরও টিউন পড়তে বিরক্ত হয়।
ভিডিও ক্রিয়েটের সময় সর্তকতার সাথে মৌলিক এবং মানসম্মত ভিডিও টিউন করুন। ভিডিও টিউন করার আগে আপনার ভিডিও তৈরির সময় আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিকে কাজে লাগান। এবং অন্যদের থেকে ইউনিক এবং এক্সক্লুসিভ আইডিয়া কাজে লাগান।
শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে আর নিজের কিছু কথা রেকর্ড করেলেই ভিডিও হয় না। এ ছাড়া বেশির ভাগ ভিডিও টিউনার এর অশুদ্ধ বাংলা উচ্চারণ, অশুদ্ধ আঞ্চলিক উচ্চারণ ভিডিও টিউনকে আর মানহীন করে তোলে।
সেই সাথে টিউনের থাম্বনেইলে যুক্ত করছে হিজিবিজি করে যুক্ত করা গ্রাফিক্স বা অশ্লীল ছবি। যা ভিডিও টিউনের মানকে কমিয়ে দিচ্ছে বহুগুণে
টেকটিউনসে অবশ্যই কোয়ালিটি ভিডিও টিউন তৈরি করতে হবে।
টেকটিউনসে মানসম্মত ভিডিও টিউন করুন। আপনাকে বুঝতে হবে যে নিন্মমানের ভিডিও টিউন টিউজিটররা পুরোটা ধৈর্য্য সহকারে দেখেনা। ভিডিও তৈরীর সময় যেসব বিষয় খেয়াল রাখবেন:
এতে করে আপনার ভিডিওটি একটি কোয়ালিটি ভিডিও হবে।
এ চ্যানেলের প্রতিটি ভিডিও কোয়ালিটি ভিডিও তৈরীতে আপনাকে সহায়তা করবে
হাই কোয়ালিটি ও হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের টিউন থাম্বনেইল তৈরি করতে আপনাকে দক্ষ গ্রাফিক্স ডিজাইনার কোর্স করা বা শেখার কোন প্রয়োজন নেই। অনলাইনে হাজারও টুল রয়েছে যার মাধ্যমে আপনি অল্প সময় ব্যয় করেই অসাধারণ সব টিউন থাম্বনেইল যোগ করতে পারবেন। নিচে কিছু টুল দেওয়া হলো যেগুলো ব্যবহার করে আপনি দারুন আকর্ষণীয় মানের টিউন থাম্বনেইল তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডেই।
আজ থেকেই এ টুল গুলো ব্যবহার করুন এবং নিম্মমানের, হিজিবিজি, অসাঞ্জস্যপূর্ণ টিউন থাম্বনেইল যোগ করা থেকে বিরত থাকুন। এবং ভালো মানের সুন্দর আকর্ষণীয় প্রফেশনাল থাম্বনেইল তৈরি করে টিউন থাম্বনেইলে যোগ করুন।
শুধু মাত্র স্ক্রিন-রেকর্ড করে, মানহীন ভাবে তৈরি করে ভিডিও টিউনে যোগ করা কে ভিডিও টিউন বলা হয় না। টিউনে ভিডিও যোগ করতে হলে টিউনে মানসম্মত ভিডিও যোগ করুন।
টেকটিউনসে সৃজনশীল কন্টেট পাবলিশ করার মাধ্যমে বাংলা ভাষাকে প্রযুক্তি সমৃদ্ধ করুন এবং সবসময় টেকটিউনসের সাথেই থাকুন এবং মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
Thank You. It’s most important for newcomer Tuners.