হ্যালো টেকটিউনারস,
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আরো একটি সুখবর নিয়ে ফিরলাম আজ, আপনারা জেনে খুশি হবেন টেকটিউনস খুব শীঘ্রই ৩০ জন টিউনারকে পদবি প্রদান করবে। এ পদবির আওতাভুক্ত টিউনার টেকটিউনস থেকে বিশেষ সুবিধা পাবেন। উদাহরণস্বরূপ যদি বলা হয় পদবির আওতাভুক্ত টিউনাদের টেকটিউনসে আগের থেকে অনেক বেশি সুবিধা প্রদান করা হবে।
প্রথম ৩০ টিউনারকে টেকটিউনস থেকে বাছাই করে পদবি অনুযায়ী ব্যাজ দেওয়া হবে। এবং ব্যাজের মাধ্যমে তাদেরকে সহজেই যে কোন টিউনার চিহ্নিত করতে পারবে। এবং একজন টিউনার একাধিক ব্যাজ এচিভ করতে পারবে। এবং টেকটিউনস থেকে আরও অনেক গুলো সুবিধা প্রদান করা হবে। যা আপনাদের চমকে দেবার জন্য এখন প্রকাশ করা হচ্ছে না।
১. রয়েল টিউনার।
২. কোয়ালিটির টিউনার।
৩. ভেরিফাইড টিউনার।
এ ৩ টি ব্যাজের যেকোনো ১ টি ব্যাজ ধারী টিউনার টেকটিউনসে মানিটাইজেশন অন করার ব্যাপারে অগ্রাধিকার পাবে। এবং তারা চাইলে টেকটিউনসে মানিটাইজেশন অন হওয়ার সাথে সাথে যেকোনো কোয়ালিটি টিউন মানিটাইজেশন অন এর ব্যাপারে আবেদন করতে পারবে।
এবং একজন নতুন টিউনার এ ব্যাজ এচিভ করতে চাইলে তাকে অবশ্যই টেকটিউনসে মৌলিক এবং ট্রেন্ডি, এবং মানসম্মত ১০ টির বেশি টিউন করতে হবে। তার টিউন যদি টেকটিউনস থেকে এপ্রুভ হয় তাহলে সে পদবির জন্য আবেদন করতে হবে। তো আর দেরী কেন? আপনি প্রস্তুত তো ব্যাজ এচিভ করার জন্য ? আপনার যদি ব্যাজের বা পদবির ব্যাপারে কোন থাকে প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের টিউনে টিউমেন্ট করে জনান। টেকটিউনস আপনাদের মতামতকে সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। আর হ্যাঁ সবসময় মৌলিক টিউন করুন, অন্যকে মৌলিক টিউন করতে উৎসাহ প্রদান করুন। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2933 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
টিউনারদেরকে উতসাহ অার অনুপ্রেরনা সহ এই ধরনের কিছু সুবিধি দেয়ার জন্য টেকটিউনসকে ধন্যবাদ। অার অাশা করি সামনে টেকটিউনস ভালো ভালো টিউনারদের মূল্যায়ন করবেন এই ধরনের কিছু অনুপ্রেরনা অার উতসাহ দিয়ে। অারর টিউনারদের কাছ থেকেও ভালো ভালো টিউন অাশা যারা অামার মত টেকটিউনস ভিজিটর অাছেন তারা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে।