হ্যালো টেকটিউনসারস,
সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদের মাঝে কিছু সুসংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন টেকটিউনস তার নিজস্ব অফিসিয়াল অ্যাপ রিলিজ করার কথা জনিয়ে ছিল এ বছরই। আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, টেকটিউনস ইতি মধ্যেই টেকটিউনস অফিসিয়াল স্মার্ট ডিভাইস/মোবাইল অ্যাপ রিলিজ করেছে Google Play Store এ। আপনারা চাইলে এখনি ডাউলোড করে আপনার Android ফোনে ইন্সটল করতে পারেন টেকটিউনসের অফিসিয়াল মোবাইল অ্যাপটি।
টেকটিউনস অফিসিয়াল মোবাইল অ্যাপটি ডাওনলোড করতে এখনি ক্লিক করুন প্লে-স্টোর লিংক এ:
এছাড়াও আপনি সবকিছুই করতে পারবেন যা কিনা আপনি সচরাচর ডেক্সটপ বা মোবাইল ভার্সনে করেন।
টেকটিউনসের এ অফিসিয়াল স্মার্ট মোবাইল অ্যাপটি শুধুমাত্র Google Play Store এ রিলিজ করা হয়েছে। আপনারা চাইলে এখনি https://play.google.com/store/apps/details?id=com.techtunes.app থেকে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। খুব শীঘ্রই iOS ও Windows মার্কেট প্লেসে টেকটিউনসের এ অফিসিয়াল স্মার্ট মোবাইল অ্যাপটি আসছে। কিছুদিনের মাঝেই iOS ও Windows ডিভাইস ব্যবহারকারীরা অ্যাপটি ডাওনলোড করতে পারবেন।
টেকটিউনস সবসময়ই চেষ্টা করে আপনাদের মাঝে নতুন নতুন চমক নিয়ে আসার জন্য। টেকটিউনসের এ অফিসিয়াল স্মার্ট ফোন অ্যাপটিও আপনাদের জন্য টেকটিউনসের একটি উপহার। সবসময় টেকটিউনসের সাথে থেকে প্রযুক্তির বিপ্লব ঘটান। আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি যখন ছবি টিউনের থাম্বাই ছবি আপলোড করতে যাই তথন, আপলোড ফুল হয়
কিন্তু আপলোড Successful হয় না??