রিলিজ পেল টেকটিউনস এর অফিসিয়াল স্মার্ট মোবাইল App Android iOS ও Windows ডিভাইসের জন্য

টিউন বিভাগ টেকটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনসারস,

সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদের মাঝে কিছু সুসংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন টেকটিউনস তার নিজস্ব অফিসিয়াল অ্যাপ রিলিজ করার কথা জনিয়ে ছিল এ বছরই। আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, টেকটিউনস ইতি মধ্যেই টেকটিউনস অফিসিয়াল স্মার্ট ডিভাইস/মোবাইল অ্যাপ রিলিজ করেছে Google Play Store এ। আপনারা চাইলে এখনি ডাউলোড করে আপনার Android ফোনে ইন্সটল করতে পারেন টেকটিউনসের অফিসিয়াল মোবাইল অ্যাপটি।

টেকটিউনস অফিসিয়াল মোবাইল অ্যাপটি ডাওনলোড করতে এখনি ক্লিক করুন প্লে-স্টোর লিংক এ: 

টেকটিউনস এর অফিসিয়াল মোবাইল অ্যাপ

টেকটিউনস এর অফিসিয়াল Android App এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেন:

  • টেকটিউনসে টিউনার রেজিস্টার করতে পারবেন।
  • টেকটিউনস অফিসিয়াল Android App এর ডিসকভার অপশন থেকে নতুন সব টিউন আবিষ্কার করে পড়তে পারবেন।
  • নতুন টিউন প্রকাশ ও পড়ার সুবিধা পাবেন।
  • যেকোনো টিউনারদের টিউনারর পাতা থেকে তার সকল টিউন পড়তে পারবেন।
  • আপনার টিউনার ফটো আপলোড ও চেঞ্জ করতে পারবেন নিমিষেই।

এছাড়াও আপনি সবকিছুই করতে পারবেন যা কিনা আপনি সচরাচর ডেক্সটপ বা মোবাইল ভার্সনে করেন।

টেকটিউনস এর অফিসিয়াল মোবাইল অ্যাপের কিছু সুবিধা :

  • খুব সহজেই যখনতখন প্লে স্টোর থেকে Android ফোনে নামিয়ে নিতে পারেন।
  • খুব ছোট্ট লাইট একটি অ্যাপ।
  • আপনার Android ফোনে টেকটিউনস অফিসিয়াল মোবাইল অ্যাপ থাকলে কোন ঝামেলা ছাড়া যখন ইচ্ছা টেকটিউনসে চলে আসতে পারবেন।
  • এবং এ অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো কোনা থেকে টেকটিউনসের সাথে কানেক্টেড থাকতে পারবেন।

আপনাদের সুবিধার্থে নিচে কিছু স্ক্রিনশট দেখানো হল:

টেকটিউনসের এ অফিসিয়াল স্মার্ট মোবাইল অ্যাপটি শুধুমাত্র Google Play Store এ রিলিজ করা হয়েছে। আপনারা চাইলে এখনি https://play.google.com/store/apps/details?id=com.techtunes.app থেকে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। খুব শীঘ্রই iOS ও Windows মার্কেট প্লেসে টেকটিউনসের এ অফিসিয়াল স্মার্ট মোবাইল অ্যাপটি আসছে। কিছুদিনের মাঝেই iOS ও Windows ডিভাইস ব্যবহারকারীরা অ্যাপটি ডাওনলোড করতে পারবেন।

টেকটিউনস সবসময়ই চেষ্টা করে আপনাদের মাঝে নতুন নতুন চমক নিয়ে আসার জন্য। টেকটিউনসের এ অফিসিয়াল স্মার্ট ফোন অ্যাপটিও আপনাদের জন্য টেকটিউনসের একটি উপহার। সবসময় টেকটিউনসের সাথে থেকে প্রযুক্তির বিপ্লব ঘটান। আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আল্লাহ হাফেজ।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যখন ছবি টিউনের থাম্বাই ছবি আপলোড করতে যাই তথন, আপলোড ফুল হয়
কিন্তু আপলোড Successful হয় না??

অ্যাপটি আমার ভাল লেগেছে।কিন্তু লোডিং টাইম বেশি নিয়েছে আমার ক্ষেত্রে

Techtunes apps থেকে কোন কিছু ডাউনলোড হয় না কেন?

আমার ফোনে প্লে স্টোর delete কইরা দিছি।কেউ কি টেকটিউনস এর mirror link দিতে পারবেন?

রিলিজ পেল টেকটিউনস এর অফিসিয়াল স্মার্ট মোবাইল App. Android, iOS ও Windows ডিভাইসের জন্য। এটা আপনাদের টাইটেল।
অথচ, টিউনের কোথাও iOS ও Windows অ্যাপ নাই।
শেষে লিখছেন, খুব শীঘ্রই iOS ও Windows মার্কেট প্লেসে টেকটিউনসের এ অফিসিয়াল স্মার্ট মোবাইল অ্যাপটি আসছে। টিউনের টাইটেল ই ভুল। আপনারা নিজেরাই যদি এমন টাইটেল লিখুন, তাহলে সাধারন মানুষ কি লিখবে?

লোডিং টাইম অনেক বেশী। প্রোফাইল পিক আপলোড করতে পারছিনা এখনো।

আসা করি খুব তারাতারি আপডেট পাবো।

খুব স্লো কাজ করছে, আর লোডিং টাইম অনেক বেশি নিচ্ছে। প্রোফাইল ছবি সেট করতে পারছি না।

very necessary apps for all. by http://www.sondhan24.com

ios a release pabe kobe?

Android দিয়েছেন ভালো কথা IOS লিখে মানুষকে বোকা বানাচ্ছেন কেন?

এইমাত্র ডাউনলোড করলাম। ভালই লাগছে। অনেক ধন্যবাদ।

আমিও এইমাত্র ডাউনলোড করলাম। ভালই লাগছে। অনেক ধন্যবাদ।