হ্যালো টেকটিউনাারস,
সম্প্রতি ৮০% টিউনারদের দেখা যায় ভিডিও করতে, প্রথম দিকে টিউনের মান স্ট্যানডার্ড থাকলেও সম্প্রতি টিউন গুলোতে অল্প কিছু কথা টিউনে লিখে ইউটিউব চ্যানেলের ভিডিওর লিংক দেওয়া হয় এবং পূর্বের টিউনের কথা নতুন টিউনে যোগ করে টিউন পাবলিশ করে। যা কিনা নিন্ম মানের টিউনে রূপ নেয়। টেকটিউনস এখন থেকে এধরনের টিউনার এবং টিউনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
টিউনের পূর্ণ বর্ণনা না দিয়ে অল্প কিছু কথা লিখে নিজ ইউটিউব চ্যানেলের টিউনে ভিডিও টিউনে যোগ করে টিউন পাবলিশ করা হলে টিউনটি টেকটিউনস হতে মুছে ফেলা হবে এবং টিউনারকে টিউমেন্ট বক্সে ম্যাসেজ দিয়ে টিউনার আইডি ব্লক করে দেওয়া হবে। সুতরাং সকল টিউনারকে এধরনের টিউন করা হতে বিরত থাকার জন্য আনুরোধ করা হল। এধরনে টিউনারের বিরুদ্বে একবার ব্যবস্থা নেওয়া হলে সে সকল টিউনারের টিউনার আইডি আর কখনো ফেরত দেওয়া হবে না।
টেকটিউনসে ভিডিও টিউন করতে হলে আপনাকে অবশ্যই টিউনে বিষয় বস্তু সম্পর্কে পরিপূর্ণভাবে লিখতে হবে, এবং টিউনটিকে সহজ করে বোঝানোর জন্য টিউনের সহায়ক হিসেবে টিউনে ভিডিও যোগ করা যাবে। কিন্তু ইউটিউব ভিডিও এম্বেড অবস্থায় থাকতে হবে, এবং ইউটিউব ভিডিও প্লে লিস্টের লিংক দেওয়া যাবে না। অন্যথায় টিউনটি মুছে ফেলা হবে এবং টিউনারশীপ ক্যানসেল করা হবে।
টিউনের বিষয় বস্তুুর সাথে মিল রেখে নিজের তৈরী ভিডিও টিউনে এড করা যাবে। অন্যের তৈরী ভিডিও নিজ টিউনে এড করা যাবে না। পূর্ন বণর্না দিয়ে আপনার টিউনে ভিডিও যোগ করুন, এবং আপনার টিউনকে আরো এক্সক্লুসিভ করে তুলুন, টেকটিউনস হতে এধরনের টিউন মুছে ফেলা হবে না।
টেকটিউনসে টিউনে ভিডিও এম্বেড করতে হলে টিউনের text মুডে গিয়ে শুধু মাত্র আপনার ভিডিও লিংকটি পেস্ট করুন, কিন্তু লক্ষ্য রাখবেন যাতে করে ভিডিও লিংকটি আগে পরে অন্য কোনো শব্দ, স্পেস, বা কোন কোড না থাকে। ভিডিও লিংকটি টিউন পাবলিশ করার পর এম্বেড অবস্থায় দেখাবে।
পূর্ণ বণর্না দিয়ে টিউনে ভিডিও যোগ করুন আপনার টিউনকে আগের চেয়ে আরো বেশি এক্সক্লুসিভ করে তুলুন। বিজ্ঞান ও প্রযুক্তির কনটেন্ট বাংলা ভাষাতে পড়তে টেকটিউনসের সাথে থাকুন। এবং নিজে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির কনটেন্ট তৈরী করুন আর বাংলা ভাষাকে আরো সমৃদ্ব করে তুলুন। প্রযুক্তির সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে টিউনের টিউমেন্ট বক্সে জানান। হ্যাপি টেকটিউনিং
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
Nice