ভিডিও টিউনের জন্য টেকটিউনসের নতুন নীতিমালা

টিউন বিভাগ টেকটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনাারস,

সম্প্রতি ৮০% টিউনারদের দেখা যায় ভিডিও করতে, প্রথম দিকে টিউনের মান স্ট্যানডার্ড থাকলেও সম্প্রতি টিউন গুলোতে অল্প কিছু কথা টিউনে লিখে ইউটিউব চ্যানেলের ভিডিওর লিংক দেওয়া হয় এবং পূর্বের টিউনের কথা নতুন টিউনে যোগ করে টিউন পাবলিশ করে। যা কিনা নিন্ম মানের টিউনে রূপ নেয়। টেকটিউনস   এখন থেকে এধরনের টিউনার এবং টিউনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

এধরনের টিউন দেখা গেলে টেকটিউনস হতে যে ধরনের ব্যবস্থা  গ্রহন করা হবে :

টিউনের পূর্ণ বর্ণনা না দিয়ে অল্প কিছু কথা লিখে নিজ ইউটিউব চ্যানেলের টিউনে ভিডিও টিউনে যোগ করে টিউন পাবলিশ করা হলে টিউনটি টেকটিউনস হতে মুছে ফেলা হবে এবং টিউনারকে টিউমেন্ট বক্সে ম্যাসেজ দিয়ে টিউনার আইডি ব্লক করে দেওয়া হবে। সুতরাং সকল টিউনারকে এধরনের টিউন করা হতে বিরত থাকার জন্য আনুরোধ করা হল। এধরনে টিউনারের বিরুদ্বে একবার ব্যবস্থা নেওয়া হলে সে সকল টিউনারের টিউনার আইডি আর কখনো ফেরত দেওয়া হবে না।

টেকটিউনসে আপনি যেভাবে ভিডিও টিউন করতে পারবেন:

টেকটিউনসে ভিডিও টিউন করতে হলে আপনাকে অবশ্যই টিউনে বিষয় বস্তু সম্পর্কে পরিপূর্ণভাবে লিখতে হবে, এবং টিউনটিকে সহজ করে  বোঝানোর জন্য টিউনের সহায়ক হিসেবে টিউনে ভিডিও যোগ করা যাবে। কিন্তু ইউটিউব ভিডিও এম্বেড অবস্থায় থাকতে হবে, এবং ইউটিউব ভিডিও প্লে লিস্টের লিংক দেওয়া যাবে না। অন্যথায় টিউনটি মুছে ফেলা হবে এবং টিউনারশীপ ক্যানসেল করা হবে।

যেধরনের ভিডিও টিউনে যোগ করতে হবে:

টিউনের বিষয় বস্তুুর সাথে মিল রেখে নিজের তৈরী ভিডিও টিউনে এড করা যাবে। অন্যের তৈরী ভিডিও নিজ টিউনে এড করা যাবে না। পূর্ন বণর্না দিয়ে আপনার টিউনে ভিডিও যোগ করুন, এবং আপনার টিউনকে আরো এক্সক্লুসিভ করে তুলুন, টেকটিউনস হতে এধরনের টিউন মুছে ফেলা হবে না।

টেকটিউনসে টিউনে ভিডিও এম্বেড করবেন যেভাবে:

টেকটিউনসে টিউনে ভিডিও এম্বেড করতে হলে টিউনের text মুডে গিয়ে শুধু মাত্র আপনার ভিডিও লিংকটি পেস্ট করুন, কিন্তু লক্ষ্য রাখবেন যাতে করে ভিডিও লিংকটি আগে পরে অন্য কোনো শব্দ, স্পেস, বা কোন কোড না থাকে। ভিডিও লিংকটি টিউন পাবলিশ করার পর এম্বেড অবস্থায় দেখাবে।

পূর্ণ বণর্না দিয়ে টিউনে ভিডিও যোগ করুন আপনার টিউনকে আগের চেয়ে আরো বেশি এক্সক্লুসিভ করে তুলুন। বিজ্ঞান ও প্রযুক্তির কনটেন্ট বাংলা ভাষাতে পড়তে টেকটিউনসের সাথে থাকুন। এবং নিজে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির কনটেন্ট তৈরী করুন আর বাংলা ভাষাকে আরো সমৃদ্ব করে তুলুন। প্রযুক্তির সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে টিউনের টিউমেন্ট বক্সে জানান। হ্যাপি টেকটিউনিং

Level 13

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 17 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2937 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 531 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর এক টি চিন্তা ভাবনা নেয়া হয়েছে টেকটিউনস এর পক্ষ থেকে এই চিন্তা ভাবনা কে স্বাগত জানাই.

Level 0

এতদিন পরে যেন মনের কথা খুজে পেলাম।সত্যিই আপনাদের নীতিমালা প্রশংসাযোগ্য। আমিও অনেকদিন থেকে এ বিষয়টি মেনে নিতে পারছিলাম না যে, দু’এক লাইন লিখে নিচে ভিডিও যোগ করা। শুধু তাই নয় অনেকেই আবার কপি পেষ্ট করার ওস্তাদ ।
ধন্যবাদ।ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ টেকটউনস কর্তৃপক্ষকে। অনেক দিন পরের হলেও সময়উপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য। অনেকে তো রীতিমত এখানে নিজেদের চ্যানেলের প্রচার করতে আসে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্যকে কিছু দেবার মানসিকতা নেই বললেই চলে। আবারো অসংখ্য ধন্যবাদ। টেকটউনস এর নীতিমালার ব্যাপারে আরো কঠোর হওয়ার আহ্ববান জানাচ্ছি। সেই সাথে যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য এহেন কাজ করে বেড়ায় তাদের এ মহান বিদ্যাপিঠ থেকে বিতারণের ব্যবস্থা করার জন্য জোরে আবেদন করছি। ধন্যবাদ

অভিনন্দন টেকটিউন ।
দেরিতে হলেও যে এই পদক্ষেপ নেওয়া হল, তা যথেষ্ট উপযুক্ত।

একজন টিউনার হিসাবে আমি মনে করি, যারা বা সেই সব মহান টিউনার যারা টেকটিউনকে নিজের অ্যাড-বোর্ড বা প্রচার মাধ্যম বলে মনে করে তাদের সবাইকেই ব্লক করুন।

বর্তমানে টেকটিউনে একটি চেন-টিউন চলছে যার, পুরো টিউনের আসল বিষয় বস্তু হয়ত , ১ টি বা ২ টি বাক্য আর বাকি ভিডিও , আর টেকটিউনকে ধন্যবাদ আর আমার চ্যানেল ……………… স্যার ( সেই মহান টিউনারকে উদ্দেশ্য করেই বলছি ) এইগুলো বন্ধ করুন দয়া করে । আরো কিছু লিখুন, আপনি লিখতে এসেছেন, শেখাতে এসেছেন, না কি নিজের ভিডিও এর প্রচার করতে।
সব টিউনারদেরকে অনুরোধ দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।

আর তা না হলে টেকটিউনের ভাষাতে —” অন্যথায় টিউনটি মুছে ফেলা হবে এবং টিউনারশীপ ক্যানসেল করা হবে। ”

ভালো থাকবেন, ভালো রাখবেন। আর টেকটিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।

খুব সুন্দর । স্বাগত জানাই এটাকে। এই জাতীয় পোস্টের কারনে আজকাল অস্থির হয়ে পড়েছিলাম। ভিডিও দেখার চেয়ে ও টেক্সট পড়াটা ই ভাল।ধন্যবাদ, কর্তৃপক্ষ কে।

ধন্যবাদ
আমি সব সময় চেষ্টা করি বিস্তারিত লিখে বুঝানোর।

দেরিতে হলেও যে এই পদক্ষেপ নেওয়া হল, তা যথেষ্ট উপযুক্ত।

Tnx bro….

new rules ta onek vlo laglo

কিছুদিন আগে আমি একজনের একটি টিউনে ইউটিউব ভিডিওতে ভিউ পাওয়ার উদ্দেশ্যে ভিডিও দিয়েছে,এই কথা উল্লেখ করে টিউমেন্ট করেছিলাম।
আমার মনে হচ্ছে আমার সেই টিউমেন্টটি টেকটিউনস কর্তৃপক্ষের নজর কেড়েছে বলেই এত সুন্দর একটি উদ্যোগ তারা নিয়েছে।
নতুন নিয়মের জন্য আমি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি।
ধন্যবাদ।

প্রব্লেমটা মারাত্বক আকার ধারন করছিল……ধন্যবাদ টেকটিউনস কর্তৃপক্ষকে এমন উদ্ব্যোগ নেওয়ার জন্য।।

ধন্যবাদ টেকটিউনস কর্তৃপক্ষকে এমন উদ্ব্যোগ নেওয়ার জন্য।।

Level 0

নতুন নিয়মটির জন্য TT কে অনেক ধন্যবাদ । আমার মনে হয় বেশির ভাগ টিউনে ভিডিও থাকায় viewers TT তে আগের চেয়ে অনেক কমে গেছে । যাইহোক, TT এর আবার এই নতুন নিয়মটির জন্য viewers বেশি হবে বলে মনে হচ্ছে!

ধন্যবাদ টিউনটা দেখে কমেন্ট না করে পারলাম না। দেরিতে হলেও আমাদের মনের কথার বুঝার জন্য ধন্যবাদ

ধন্যবাদ ।

Ok . ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ। এটা ভাল উদ্যোগ। ভিডিও আপলোড করলেও বিস্তারিত লিখতে হবে বডিতে। তা না হলে শুধু একটা ভিডিও লিংক এনে পেস্ট করে দিলাম, আর একটা টিউন হয়ে গেল, এমনটা হলে হয় না। তবে এ ব্যবস্থা করলে ভাল হয়ে, যে একজন ব্যক্তি টিউন করার পর সেটি টেকটিউনস কর্তৃপক্ষ কিছুক্ষণ হোল্ডে রাখবেন। এটা কে যাচাই বাছাই করবেন। তারপর নীতিমালা অ্নুযায়ী ঠিক থাকতে টিউন টি পাবলিশ হবে। আর নীতিমালা অনুযায়ী না হলে তা পাবলিশ করা হবে না। আর এই কাজটা যদি সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হয়, তাহলে খুব ভাল হবে। কেউ কেউ হয়তো ভুল করে ভিডিও টিউন করে ফেলবে। এতে তার আইডি ব্লক হয়ে যাবে। সে হতে পারে একজন ভাল মানের লেখক। তাকে হারালে আমাদের ক্ষতি হবে। তাই হোল্ড সিস্টেম থাকলে আর কখনো কারও আইডি ব্লক হবে না। আশা করি সকলকে বিষয়টি বুঝাতে পেরেছি।