বাংলাদেশের সবচেয়ে বড় ও সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক হল টেকটিউনস। এ সুবিশাল সৌশল নেটওয়ার্ককে নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনাদের কাছে, আপনারা সবাই এ বিষয়ে অবগত রয়েছেন অনেক আগে থেকেই। বাংলা ভাষাভাষীদের কাছে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দেওয়াই টেকটিউনসের মূল লক্ষ্য। টেকটিউনস শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবী জুড়ে সকল জনগণের কাছেই বিজ্ঞার প্রযুক্তির বাংলা কনটেন্ট পৌঁছে দিচ্ছে। তাই প্রযুক্তির নতুন নতুন সব খবর বাংলায় পেতে টেকটিউনসের সাথেই থাকুন।
টেকটিউনসের টিউনিং সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। টেকটিউনস টিউনিং সিস্টেমে AdHoc টিউন সিস্টেম আনা হয়েছে।যার বদৌলতে এখন আর টেকটিউনসে পেন্ডিং বলে কোন শব্দ থাকছে না। এখন আপনি আপনার ইচ্ছামত যতো খুশি তত প্রযুক্তি নির্ভর টিউন করতে পারবেন টেকটিউনসে। তাই আগের মত কোন বাধা ধরা কোন নিয়ম (৯০ মিনিট পর পর টিউন করার নিয়ম) থাকছে না এখন। আগে টেকটিউনসে টিউনিং সিস্টেমে টিউনার কষ্ট করে টিউন করার পর কোন নীতিমালা ভঙ্গের কারণে টিউন স্থগিত করা হত এতে করে টিউনারের সাথে টেকটিউনসের দূরত্ব বেড়ে যাচ্ছিল। এ দূরত্ব কমিয়ে আনার জন্য টেকটিউনসে AdHoc টিউন সিস্টেম আনা হয়েছে।এখন থেকে কোন টিউনারের টিউন টেকটিউনস থেকে মুঝে ফেলা হবে না। টিউনারদের টিউন গুলো স্থায়ীভাবে টেকটিউনসে রয়ে যাবে।
টিউন পেন্ডিং বা টিউন স্থগিত বলে আর কোন শব্দ নেই টেকটিউনসে। যত ইচ্ছা টিউন করুন এখন টেকটিউনসে। আগে টেকটিউনসে নীতিমালা ভঙ্গের কারণে টিউন পেন্ডিং বা স্থগিত করা হতো যার ফলে টেকটিউনসে টিউনটি আর খুঁজে পাওয়া যেত না। এখন থেকে আপনাদের টিউন টেকটিউনস হতে স্থগিত করা হচ্ছে না। তো আর দেরী কেন এখনি পাবলিশ করুন আপনার টিউন টেকটিউনসে, আর জানান ৪ কোটি কমিউনিটির ইউজারকে আপনি প্রযুক্তির যে বিষয়ে এক্সপার্ট। আপনার শেয়ারকৃত টিউন পৌঁছে যাবে কমিউনিটির সকল টিউনারের কাছে।
আগে টেকটিউনসে ৯০ মিনিট পর পর টিউন প্রকাশ করতে হত এবং ২৪ ঘণ্টায় একজন টিউনার সবর্চ্চো ৫ টিউন পাবলিশ করতে হতো কিন্তু এখন থেকে টিউনারদের এ ধরনের টাইম লিমিট বা রেসটিকশন আর নেই। একজন টিউনার ১ দিনে যত খুশি তত টিউন টেকটিউনসে পাবলিশ করতে পারবে যখন ইচ্ছা তখন। তাই আর দেরী না করে টেকটিউনসে এখনি লেখা শুরু করুন আপনার টিউন।
আগে অনেকেরই টেকটিউনসে রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হতো। সে সমস্যা দিন এখন শেষ এখন যে কেউ টেকটিউনসে রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজ কিছু স্টেপ পার করেই। আগের সে বিশাল ফর্ম পূরণ করতে হবে না আপনাকে, এখন যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে তা চাইলেই খুব সহজে ২০ সেকেন্ডে পূরণ করে আপনিও হয়ে যেতে পারেন টেকটিউনারস। নতুন রেজিস্ট্রেশন ফর্মের ছবি নিচে দেওয়া রয়েছে, ছবিটি দেখলেই বুঝতে পারবেন এখন টেকটিউনসে রেজিস্ট্রেশন করা কত সোজা। আপনি কি এখনো টেকটিউনারস না? আর দেরী করবেন না ছোট্ট ফর্মটি পূরণ করে এখনি হয়ে যান টেকটিউনারস।
টেকটিউনসে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনি চাইলে টেকটিউনসে টিউন করতে পারবেন।চাইলে যেকোনো টিউনে টিউমেন্ট করতে পারবেন।টেকটিউনারস হওয়ার সাথে সাথেই আপনার আর কোন বাধা থাকছে না। যখনি রেজিস্ট্রেশন কমপ্লিট, তখন থেকেই টিউন হবে টেকটিউনসে। আপনি যখন খুশি টেকটিউনসে টিউন করতে পারবেন। টেকটিউনসে বেশি বেশি টিউন করুন আর আপনি হয়ে উঠুন টপ টিউনার।
টেকটিউনসে টিউন করুন খুশি ততো। নতুন AdHoc টিউনিং সিস্টেমে এতে আর কোন বাধা নেই। আগের নিয়ম অনুযায়ী টেকটিউনসে ২৪ ঘণ্টায় ৫ টির বেশী টিউন প্রকাশ করা যেত না। কিন্তু এখন চাইলে আপনি যত ইচ্ছা টিউন টেকটিউনসে পাবলিশ করতে পাবেন। টিউন করুন টেকটিউনসে আর মাতৃভাষাকে সমৃদ্ধ করুন প্রযুক্তিতে।
টেকটিউনস চায় পুরো বিশ্ব জুড়ে প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে। এ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে টেকটিউনসে বাংলা ভাষায় টিউন করে বাংলা ভাষাকে আরো বেশি পরিপূর্ণ করে তুলুন সবাই। টেকটিউনস সবসময় নতুন নতুন চমক নিয়ে আসে আপনাদের জন্য, সে চমকের ধারাবাহিকতায় চলে এলো AdHoc টিউন সিস্টেম। টেকটিউনস আরও নতুন নতুন চমক নিয়ে ফিরছে আপনাদের মাঝে কিছুদিনের মধ্যেই। নতুন নতুন চমক পেতে টেকটিউনসের সাথেই থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2933 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
অনেক অনেক ধন্যবাদ। এতে করে টেকটিউনস এর চাহিদা আরও বেড়ে যাবে। সেই সাথে বিশ্বের বুকে বাংলা ভাষা আরও জনপ্রিয় হয়ে উঠবে। বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে টেকটিউনস। আবারো অসংখ্য ধন্যবাদ টেকটিউনস কে।