পুরো দমে চালু হয়ে গেলো ‘টেকটিউনস ডেস্ক’!! ২৪ ঘন্টার মধ্যে সাপোর্ট রেজুলেশন!! তবে নিয়ম মেনে সঠিক ভাবে ডেস্কে লিখলে, তবেই পাওয়া যাবে প্রয়োজনীয় সাপোর্ট

হ্যালো টেকটিউনারস,

আপনাদের জন্য চলে এলো আরো একটি সুখবর!!! টেকটিউনস ডেস্ক এর কাযকর্ম আবারো নতুন করে পুরো দমে শুরু হয়ে গেছে। এখন থেকে নিয়মিত ভাবে আপনারা টেকটিউনস ডেস্ক থেকে আগের মত করে সাপোর্ট পাবেন। টেকটিউনস ডেস্ক  এর Activity কিছু অনিবার্য কারণে বন্ধ ছিল, টেকটিউনারসগণ তাদের সমস্যা বা পরামর্শের কথা টেকটিউনসকে জানিয়ে কোন প্রকার রিপ্লাই পাননি।

তবে আশার বাণী হচ্ছে, এখন আর আপনাকে টেকটিউনস ডেস্ক এ সমস্যা, পরামর্শ, বা তথ্য জানিয়ে অপেক্ষা করতে হবে না, টেকটিউনস থেকে আপনি এখন সাপোর্ট রিপ্লাই পাচ্ছেন নিয়মিত।

টেকটিউনস ডেস্ক এর নিয়ম মেনে সঠিক ভাবে ডেস্কে লিখলেই নিয়মিত পেয়ে যাবেন সাপোর্ট।

নিয়ম মেনে সঠিক ভাবে টেকটিউনস ডেস্কে লিখলে তবেই পাওয়া যাবে প্রয়োজনীয় সাপোর্ট

অনেকেই দেখা যায় টেকটিউনস ডেস্ক এর সঠিক নিয়ম না মেনে নিজের ব্যক্তিগত সমস্যা, বা নিজ সাইটের সমস্যার কথা টেকটিউনসকে জানান। আবার অনেকে নিজের সাইট বা পণ্যের প্রমোশন করার চেষ্টা করেন। যার কারণে তারা টেকটিউনস ডেস্ক থেকে কোন প্রকার সাপোর্ট পান না।

ব্যক্তিগত কোন সমস্যার সমাধান টেকটিউনস ডেস্ক থেকে দেওয়া হয় না।

শুধুমাত্র আপনার টেকটিউনস সংক্রান্ত সমস্যা, টিউমেন্টকারী সম্বন্ধে অভিযোগ, অনুসন্ধান টিউনার, কোন টিউন কোন ধরনের সাহায্যের ও অনুরোধ জন্য টেকটিউনস ডেস্কে জানান।

আশা করি টেকটিউনস ডেস্ক থেকে আপনারা উপকৃত হবেন। টেকটিউনস সম্বন্ধে আপনার জিজ্ঞাসা থাকলে টেকটিউনস হেল্প ডেস্কে জানান। টেকটিউনসকে নিত্য নতুন আইডিয়া দিন এবং আপনার ভালো লাগা, মন্দ লাগা জানান টেকটিউনসকে।

টেকটিউনস ডেস্ক থেকে সাপোর্ট পেতে হলে আপনাকে অবশ্যই গঠনমূলক, এবং জিজ্ঞাসামূলক কথা বলতে হবে।

তাই টেকটিউনস ডেস্কে কিছু বলার পূর্বে আপনি টেকটিউনসের নীতিমালা, দিকনির্দেশনা জেনে বুঝে টেকটিউনস ডেস্কে বলুন।

টেকটিউনস ডেস্কে যেভাবে আপনার আবেদন এপ্রুভ বলে গণ্য হবে

  • টেকটিউনস ডেস্কে টপিকের শিরোনাম ও বিষয়বস্তু অবশ্যই বাংলায় হতে হবে। বাংলা ছাড়া অন্য যেকোন ভাষা ইংরেজি বা বাংলিশ বা ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখলে (যেমন ami valo asi) আবেদন সাথে সাথে বাতিল হবে ও কোন সাপোর্ট পাওয়া যাবে না।
  • টেকটিউনস ডেস্কে আপনার আবেদন অবশ্যই বাংলা ভাষায় করতে হবে।
  • আপনার আবেদনে টিউনার আইডি এবং টিউনের লিংক অবশ্যই থাকতে হবে।
  • শুধুমাত্র  উপরোক্ত শর্ত পূরণ করে আপনি যদি টেকটিউনস ডেস্কে আবেদন করেন তাহলেই আপনার আবেদন এপ্রুভ বলে গণ্য হবে।

টেকটিউনস ডেস্ক ব্যবহারের পূর্বে টেকটিউনস ডেস্ক এর এই টিউনটি দেখে দিন।

টেকটিউনসকে ডেস্ক এ যেভাবে আপনাকে আবেদন করতে হবে তা নিচে ছবির মাধ্যমে দেখানো হলো:

টেকটিউনস ডেস্কে বলার আগে আপনি টেকটিউনস সজিপ্র এবং  টেকটিউনস নীতিমালা জেনে, বুঝে এবং ভালো মতো পড়ে নিন। এবং টেকটিউনস ব্যবহার করার পূর্বে টেকটিউনস সম্পর্কে জানার জন্য টেকটিউনস রিসোর্সে দেখুন।

পরিশেষে

টেকটিউনস থেকে আপনাদের সাপোর্ট দেওয়া জন্যই টেকটিউনস ডেস্ক। টেকটিউনস আশা করছে আপনাদের মাধ্যমে টেকটিউনস ডেস্ক আবারো প্রাণবন্ত হয়ে উঠবে। টেকটিউনস আইডিয়া, প্রেরণা দিন এবং আপনাদের ভালা লাগার বিষয়, খারাপ লাগার বিষয় জানান, আমরা সে বিষয় গুলোকে আরও উন্নত করার চেষ্টা করবো।

টেকটিউনসের সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 11

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2933 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস