পৃথিবীর ৪র্থ জনপ্রিয় ভাষা বাংলা হলেও বাংলা কনটেন্ট তৈরিতে আমরা বরাবরই পিছিয়ে। তা হোক সে টিভি, নিউজ মুভি, রেডিও বা ওয়েব। বাংলা নিয়ে আমরা শুধু গর্বই করি কিন্তু বাংলার জন্য কিছু করি না। গুগলে একবার বাংলা কোন কীওয়ার্ড সার্চ দিলেই বোঝা যায় জাতি হিসেবে প্রযুক্তিতে বাংলা ব্যবহারে আমারা কতটা পিছিয়ে।
টেকটিউনসের মতো বিজ্ঞান ও প্রযুক্তির বিশাল সৌশল প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও আমরা বিজ্ঞান ও প্রযুক্তির হাই কোয়ালিটি কোন কনটেন্ট তৈরি করতে পারি না এবং আমরা বিজ্ঞান ও প্রযুক্তির কোন উন্নতমানের কনটেন্ট নিজ থেকে তৈরি করে শেয়ার করি না। জাতি হিসেবে নলেজ শেয়ারিং এর প্রবোণতা এখনও আমাদের খুবই ক্ষীণ। বেশির ভাগ ক্ষেত্রে সারাক্ষণই আমরা ফেসবুক, টুইটার, ইউটিউবে Time Killing ও Time Waster ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি।
টেকটিউনস পৃথিবীর অন্যতম একটি সৌশল নেটওয়ার্ক। যেখানে যে কেউ তার একটি একাউন্ট খুলে তার নিজের মত করে উন্মুক্ত সৌশল নেটওয়ার্কের মাধ্যমে নলেজ শেয়ার করতে পারে।
অন্য যেকোনো সৌশল নেটওর্য়াকের সাথে টেকটিউনসের পার্থক্য হচ্ছে, টেকটিউনস হচ্ছে একটি উন্মুক্ত নলেজ শেয়ারিং সৌশল নেটওয়ার্ক।
তবে খুবই দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রযুক্তির বাংলা সৌশল নেটওয়ার্ক বাংলাদেশে থাকা সত্ত্বেও আমরা হাই কোয়ালিটি ও উন্নতমানের কনটেন্ট তৈরি করতে পারি না এবং বেশীর ভাগ ক্ষেত্রেই আমরা ফেসবুকে অন্যের ছবি দেখা নিয়ে ব্যস্ত থাকি, অন্যের ভিডিও, টিউন, ও টুইটারে অন্যের ফিড দেখা নিয়ে ব্যস্ত থাকি অথবা ইউটিউবে ইরিলিভেন্ট ভিডিও দেখা নিয়ে ব্যস্ত থাকি। যার ফলে আমরা নিজ থেকে করা এবং নতুন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে চর্চা করার স্পৃহা বা আগ্রহ আমাদের থাকে না এবং এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চায় আমরা বরাবরই পিছিয়ে পরছি।
টেকটিউনসের যে বিশাল সৌশল নেটওয়ার্ক রয়েছে তাতে আমরা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন নলেজ, ভাবনা, চিন্তা সবকিছু শেয়ার করতে পারি এবং এতে একদিকে আমাদের নলেজ শেয়ারিংয়ের ক্যাপাবিলিটি বাড়ে অন্যদিকে আমাদের নতুন বিষয় সম্পর্কে জানা হয় এবং টেকটিউনস কমিউনিটি যেহেতু বিশাল বড় কমিউনিটি, এখানে নলেজ শেয়ারিং করার মাধ্যমে আমরা নিজেদের নলেজকে আরো বৃদ্ধি করতে পারি। একদিকে যারা টেকটিউনসের সাথে কানেক্টেড তারা এ নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে নতুন নতুন তথ্য ও টিউমেন্টের মাধ্যমে নতুন নতুন বিষয় আপনাকে জানায়, যেটি হয়তো আগে আপনি নিজেও জানতেন না।
ফেসবুক টুইটার এগুলোতে অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলো আমরা জানতে পারি, তবে এগুলোতে অযথা সময় নষ্ট না করে আমরা বাংলায় উন্নত মানের কনটেন্ট তৈরির চেষ্টা করি এবং বাংলায় উন্নত মানের আরও কনটেন্ট তৈরি করি এবং আমাদের প্রযুক্তির নলেজ গুলো শেয়ারের চেষ্টা করি। যার মাধ্যমে আমরা বাংলায় তথ্য প্রযুক্তিকে নিয়ে কনটেন্ট তৈরি করাতে অবদান রাখতে পারি।
তাই টেকটিউনসের সাথেই থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2931 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
সুন্দর টিউন