টেকটিউনস ফিচার হাইলাইট নিজেই হোন টিউমেন্ট মডারেটর! নিজের টিউনের টিউমেন্ট ম্যানেজমেন্ট আরও সহজ! নিজের টিউনের সকল টিউমেন্ট ম্যানেজ নিজেস্ব টিউনার প্যানেল থেকেই! নিজের টিউনের সকল টিউমেন্টের দ্বায়িত্ব এখন টিউনারের!

টিউন বিভাগ টেকটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

সুপ্রিয় টিউনার, টিউমেন্টর, টিউডার (টেকটিউনস ভিজিটর) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) টেকটিউনসের সকল শুভাকাঙ্ক্ষী গন, সবাইকে সালাম ও শুভেচ্ছা।

২০০৮ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে টেকটিউনস বাংলাদেশে বাংলা ভাষায় প্রযুক্তি প্রেমীদের প্রযুক্তির ক্ষুধা মিটিয়ে আসছে। টেকটিউনস সবসময়ই টিউনার, টিউমেন্টর ও টিউজিটর দের নতুন নতুন সব ফিচার উপহার দিয়ে আসছে।

বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার, ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। টেকটিউনস বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিস্বস্ত কমিউনিটির নাম টেকটিউনস।

ছবি - Shutter Stock

অভিনবত্য আর প্রযুক্তির নতুনত্ব এর ব্যবহার টেকটিউনস প্রতিটি ক্ষেত্রে করে থাকে। টেকটিউনস সবসময়ই সকল টিউনার, টিউমেন্টর এবং টিউজিটর দের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে থাকে এবং টিউজিটরদের ফিডব্যাক অনুযায়ী টেকটিউনস কে ডেভেলোপ করা হয়। টেকটিউনস এর সকল টিউনার, টিউমেন্টর, টিউজিটর ই টেকটিউনস এর প্রাণ। তাই তাদের সুবিধা অসুবিধাই সবার আগে প্রাধান্য দেয়া হয়ে থাকে।

টেকটিউনসের শুরু থেকে একজন টিউনার তার টিউনে করা সকল টিউমেন্ট ম্যানেজ করতে পারে। তবে টিউনার প্যানেলে সাইটের সকল টিউমেন্ট এক সাথে দেখাতো বলে অনেক টিউনারই নিজের টিউনের টিউমেন্ট সঠিক ভাবে ব্যবহার করতে পারতেন না।

ছবি - Shutter Stock

বেশ কয়েক মাস আগে থেকেই টেকটিউনসে নিজের টিউনে করা টিউমেন্ট আরও সহজ ভাবে ম্যানেজ করার ফিচারটি চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে টিউনার তার নিজেস্ব টিউনার প্যানেলে লগইন করে টিউমেন্ট মেনুর অধিনে শুধু মাত্র নিজের টিউনে করা সকল টিউমেন্ট দেখতে পারে

এই ফিচারের ফলে টিউনার নিজের টিউনের করা টিউমেন্ট অ্যাপ্রুভ করতে, আনঅ্যাপ্রুভ করতে, রিপ্লাই করতে ও মুছে ফেলতে পারবে নিজেস্ব টিউনার প্যানেল থেকেই।

টিউমেন্ট ম্যানেজমেন্ট

  • আপনার টিউনার প্যানেল এ লগিন করে টিউনার টিউনারবোর্ড এ যান। সেখানে টিউমেন্টস নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করুন।

  • এখানে উপরে আপনি দেখতে পারবেন আপনার টিউনে এখন পর্যন্ত মোট কতটি টিউমেন্ট হয়েছে, কতটি পেন্ডিং আছে, কতটি ডিলিট করা হয়েছে ইত্যাদি।

  • Pending এ ক্লিক করে দেখতে পারবেন আপনার টিউনের কোন টিউমেন্ট গুলো পেন্ডিং হয়ে আছে। যেগুলো সাধারন টিউমেন্ট সেগুলো এপ্রুভ করবেন, যেগুলো স্প্যাম বা অপ্রীতিকর টিউমেন্ট সেগুলো আনএপ্রুভ করে রাখবেন। প্রয়োজনে ট্র্যাশ করে রাখতে পারেন।

  • টেকটিউনসে অটোমেটিক ভাবে স্প্যাম টিউমেন্ট গুলোকে পেন্ডিং হয়ে যায়। আপনি টিউনার ডেশবোর্ড এ লগিন করলে "টিউমেন্ট" এর পাশে কিছু সংখ্যা দেখতে পারবেন। এটা দিয়ে বোঝানো হয় কয়টি টিউমেন্ট পেন্ডিং করা আছে। আপনি তখন টিউমেন্ট এ ঢুকে টিউমেন্ট গুলো রিভিউ করে সাধারন টিউমেন্ট এপ্রুভ, স্প্যাম টিউমেন্ট ট্র্যাশ করতে পারবেন।

  • মনে রাখবেন, আপনার টিউনার ডেশবোর্ড এ শুধু মাত্র আপনার টিউনে করা টিউমেন্ট গুলো দেখতে পারবেন। সুতরাং নিজ দায়িত্তে নিয়মিত টিউমেন্ট গুলো রিভিউ করে এপ্রুভ করবেন।

নির্দিষ্ট টিউনের টিউমেন্ট ম্যানেজমেন্ট

  • আপনি চাইলে শুধু একটি নির্দিষ্ট টিউনের টিউমেন্ট ও ম্যানেজ করতে পারবেন। এজন্য আপনার টিউনার প্যানেল এর সকল টিউন ট্যাব এ যান।

  • এখানে আপনার টিউনের নামের পাশে দেখবেন একটি বাবল এ বিভিন্ন সংখ্যা দেখা যাচ্ছে। আপনি যেই টিউনের বাবল এ ক্লিক করবেন সেই টিউনের সবগুলো টিউমেন্ট আপনি দেখতে পারবেন ও ম্যানেজ করতে পারবেন।

আসছে টেকটিউনস এর Make Over ভার্সন টেকটিউনস ট্রিনিটি বা টেকটিউনস থ্রি পয়েন্ট ও

তুমুল বেগে এগিয়ে চলছে টেকটিউনস এর নতুন ভার্সন। একগাদা ফিচার আর টেক সৌশাল নেটওয়ার্কিং অভিনব Experience নিয়ে আসছে টেকটিউনস ট্রিনিটি Techtunes Trinity বা টেকটিউনস থ্রি পয়েন্ট ও Techtunes Three Point O.


-

-

-

টেকটিউনস বিশ্বের #১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক! দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও ৩ কোটিরও অধিক এক সুবিশাল কমিউনিটি!

টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায়  ৯ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+।  শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ৩ কোটি+

আমরা নিশ্চয়ই চাই আমাদের সবার প্রানের প্রিয় এই টেকটিউনসকে অন্তত বাংলাদেশের মধ্যে ১ নাম্বারে? আর এর জন্য অবশ্যই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। শুধু মাত্র আপনার কিছু সময় ব্যয় করে টেকটিউনসে সাপোর্ট করুন, প্রোমট করুন।

টেকটিউনসের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন ৫ মিনিট সময় ব্যয় করে

ছবি - Shutter Stock

টেকটিউনস থেকে অনেক কিছু পেয়েছেন শিখেছেন অনেক। আজকে টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর জন্য মাত্র ৫ মিনিট সময় বের করুন। আপনার মাত্র ৫ মিনিট টেকটিউনসের প্রতি হাজার কৃতজ্ঞতা প্রকাশ করবে।

প্রথমে এই টিউনটি অনলাইনে তিনটি জায়গায় শেয়ার করুন

➡ ১. প্রথমেই এইখানে ক্লিক করে এই টিউনটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

➡ ২. এরপর এই লিংকে ক্লিক করে প্লাস করুন আপনার গুগল প্লাসে।

➡ ৩. এরপর এখানে ক্লিক করে টুইট করুন।

পরিপূর্ণ ভাবে সাপোর্ট করুন আর প্রমোট করুন টেকটিউনসকে

আপনি নিশ্চইয় চান টেকটিউনসের সাথে যুক্ত হোক আরও প্রযুক্তিপ্রেমি. আর তাই নিচের কাজ গুলো ধাপে ধাপে করুন আর সাপোর্ট ও প্রোমট করুন টেকটিউনসকে। মনে রাখবেন আপনার ছোট একটু সাপোর্ট তৈরি করতে পারে নতুন ও দারুন টেকটিউনার।

➡ ৪. প্রথমেই টেকটিউনসকে সাপোর্ট করার জন্য পরিধান করুন Techtunes ব্যাজ : http://go.techtunes.io/picbadges

➡ ৫. Like করুন Techtunes Facebook Page: http://go.techtunes.io/fbpage

➡ ৬. Join করুন Techtunes এর Facebook Group এ : http://go.techtunes.io/fbgroup

➡ ৭. যুক্ত  করুন Techtunes এর Google Plus এ : http://plus.google.com/+techtunes

➡ ৮. Follow করুন Techtunes কে Twitter: এ : http://go.techtunes.io/twitter

➡ ৯. Subscribe করুন Techtunes এর RSS এ: http://go.techtunes.io/rssfeed আর নতুন নতুন টিউনের আপডেট পেয়ে যান আপনার RSS রিডারে।

➡ ১০. Subscribe করুন Techtunes এর Email RSS এ : http://go.techtunes.io/rssemail নতুন টিউন গুলোে আপডেট সাথে সাথে পেয়ে যান আপনার মেইল বক্সে।

টেকটিউনসের প্রতি আপনার ভালবাসার বহিঃপ্রকাশ করুন মাত্র ৫ মিনিটেই। মনে রাখবেন বিন্দু বিন্দু জল একদিন সিন্ধু অতল তৈরি করে।

সাপোর্ট ও প্রোমোটের ১০ টি কাজ করে টিউমেন্ট করে জানান

আপনার সাপোর্ট আর প্রোমট এ উৎসাহীত হবে আরেক জন। আর তাই সাপোর্ট আর প্রোমটের ১০ টি কাজ করে নিচে টিউমেন্ট করুন "আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো?" আপনাদের সাপোর্ট আর প্রোমটই টেকটিউনসের মূল চালিকা শক্তি।

টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন। সাপোর্ট করুন আর প্রমোট করুন টেকটিউনসকে

আপনার প্রাণ প্রিয় টেকটিউনসকে সাপোর্ট ও প্রমোট করুন। টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই।

শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে

মেতে থাকুন প্রযুক্তির সুরে

জানুন টেকটিউনসকে

নিয়মিত অংশগ্রহণ নিন টেকটিউনসের রিয়েল কমিউনিটিতে

টেকটিউনস দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রযুক্তির সোসিয়াল মিডিয়া হলেও এটি শুধু মাত্র ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়।  যেখানে টেকটিউনস কমিউনিটি একে অন্যর সাথে সরাসরি মত এ কুশল বিনিময় করতে পারে।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনস কে সাপোর্ট করেছি ১০ টা স্টেপ দিয়ে আপনি করেছেন তো?

“আসছে টেকটিউনস এর Make Over ভার্সন টেকটিউনস ট্রিনিটি বা টেকটিউনস থ্রি পয়েন্ট” এটা বুজলাম না 🙁

    @আশিকুর রহমান: টেকটিউনসের নতুন ভার্সন

    @আশিকুর রহমান: উইন্ডোজ ৭ এর চেয়ে যেমন ৮ এ আরও বেশি সুবিধা পান। এন্ড্রোয়েডের লেটেস্ট ভার্সনে যেমন এক্সট্রা অনেক ফিচারড পান, ঠিক তেমনি টেকটিউনস ট্রিনিটি বা টেকটিউনস থ্রি পয়েন্ট ও নতুন নতুন আপডেট সুবিধা এবং ফিচারড নিয়ে নতুন ভার্সন। 🙂
    যা নতুন করে ব্লগিং লাইফকে সুন্দর করার মহা অভিপ্রায়।
    খুব দ্রুত আসুক এটাই টেকটিউনসের কাছে চাওয়া।

      হা হা হা । ঠিক বলেছেন ভাই । ভাই আমি একটা সমস্যায় আছি । সাহায্য দরকার ।

Level New

এর খারাপ দিকও আছে। যারা ভুয়া, কপি-পেস্ট বা স্পাম টিউন করেন। তাদের টিউনে কমেন্ট করলে মুছে দিতে বা মডিফাই করতে পারবেন। যা স্পামারদের জন্য বড় ধরণের সুযোগ।

    @Razu: এটি রোধ করার জন্য টেকটিউনসে ফ্ল্যাগিং অপশন আসছে।

টিউনারবোর্ডে বাল্ক অপশন মেনু চাই।
একই বিষয় নিয়ে করা প্রথম পোস্ট বাদ দিয়ে বাকিগুলা মুছে ফেলা এবং টিউমেন্টে লাইক / ডিসলাইক দেওয়ার সুবিধা চাই Make Over Version এ।

এছাড়া একটা এন্ড্রয়েড এপস বা পিসি সফট নিয়ে অনেকে টিউন করে। যেমন আইডিএম এর প্রতিটা বিল্ড নিয়েই টিউন হয়। এগুলা শুধু পরিবেশই নস্ট করে। এবিষয়ে মডুদের হস্তক্ষেপ ও নতুন নীতিমালা আবশ্যক।

হুম সিস্টেমটির কথা জেনে খুব ভাল লাগছে এবং নিত্য নতুন আপডেট ফিচার সংযুক্ত করার জন্য টিটি কর্তৃপক্ষকে অজস্র ধন্যবাদ। বাট, এক দিক দিয়ে সমস্যা দেখছি যারা স্প্যাম টিউন বা টিউমেন্ট করছেন তাদের জন্য একটু হলেও ফাক রয়ে গেল। যেমন: আমি বেশ কয়েকদিন ধরে স্পন্সর টিউনসহ অন্য কিছু বিষয়ে টিউমেন্ট করে ছিলাম জানার উদ্দেশ্য। কিন্তু দেখছি আমার টিউমেন্টগুলোই অথার ডিলেট করে দিয়েছেন!!

টেকটিউনস ট্রিনিটির জন্য অপেক্ষায় 🙂

টেকটিউন্সকে মনেপ্রানে সাপোর্ট করি বিধায়ই ‘চরম দূর্দিন’ এও একে ছেড়ে যাইনি।
টেকি জগতে প্রবেশ টেকটিউন্সের হাত ধরে, একে ফেলে কিভাবে যাই।
টেকটিউন্স আবার পূর্বরুপে ফিরে আসছে দেখে ভাল লাগছে।

নতুন ভার্ষনে টিউনারবোর্ডে Bulk Menu অপশন চাই। 😈

ভালো পদক্ষেপ

টেকটিউনসের মোবাইল ভার্সন দেখা যাচ্ছে না কেন ? কী সমস্যা ? কবে ঠিক হবে ?

দীর্ঘ প্রতিক্ষার টেকটিউনস ট্রিনিটি অনেক সুন্দর হবে আশা করি।

খুব সুন্দর পদক্ষেপ

খুবই ভালো উদ্দেগ

টিউনারদের হাতে কমেন্ট রিপোর্ট করার পরিবর্তে ডিলেট করার অধিকার দেয়াটা যুক্তিসঙ্গত নয়। টিউনারদের তাদের টিউনের কমেন্ট রিপোর্ট করার ব্যবস্থা থাকা উচিৎ আর মডারেটরদের হাতে কমেন্ট ডিলেট বা কমেন্টারের একাউন্ট ব্যান বা কমেন্টের অধিকার ব্যান করার ব্যবস্থা থাকা উচিৎ। একাউন্ট খোলায় বাধ্যতামূলক মোবাইল নাম্বার/ খোলার কিছুদিন পরে কমেন্টের অধিকার প্রদানসহ বিভিন্ন প্রকিয়ায় স্প্যমিং একাউন্ট খোলা কঠিন করা যেতে পারে। টেকটিউনে টিউনারদের সাথে কমেন্ট ছাড়া সরাসরি যোগাযোগের কোন ব্যবস্থা নাই। মেসেজ আদান প্রদানের ব্যাবস্থা থাকা উচিৎ। আর কমেন্টারের কমেন্ট এডিট/ডিলেট করার ব্যবস্থাও থাকা উচিৎ।

Opekhai Roilam Techtunes Er Nutun Version Er Jonno.

Live প্রশ্ন ও উত্তর দেবার মত একটা ব্যবস্থা যুক্ত করলে সবচেয়ে ভালো হবে । এতে যে কোন বিষয়ে যে কেউ ছোটখাটো বা কমন প্রশ্ন/উত্তর করতে পারে, হেল্প চেয়ে আলাদা টিউন করতে হবে না । অনেক কমন জিনিষ অনেকেই জানে না বা সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন থেকে যায়। টপ বা কমন প্রশ্নের/উত্তরের ব্যবস্থা থাকবে, এতে একই প্রশ্ন বারবার কেউ করবে না । এখানে গেষ্টরাও যাতে লগিন করে প্রশ্ন করতে পারে ব্যবস্থা থাকবে । “টেকটিউনস ট্রিনিটি” তে আশা করি এমন ব্যবস্থা থাকবে ।

ভাল উদ্যোগ… তবে, android এর যে app টা বর্তমানে আছে ওটা bug fix করে update করা উচিৎ…. কারণ, refresh দিলেই blank page চলে আসে… techtunes trinity এর অপেক্ষায় রইলাম ।।

টেকটিউনস ট্রিনিটির জন্য অপেক্ষায়, ভাল উদ্যোগ

আমি টিউনার হতে চাই। আর আমি Android মোবাইল দিয়ে কিভাবে পোষ্ট করব?

এখন ভালো টিউন খুব কমই দেখা যায়

সব আমরাই করলে আপনারা কি করবেন? আজ আবারও প্রথম পাতায় এই টিউন দেখে বলতে ইচ্ছা হলো।

ব্যাজ সার্ভার ওভারলোডেড, ফেসবুক পেজ আর গ্রুপে আপডেট নাই গত বছর থেকে। বিজ্ঞাপনে ভর্তি সাইট। বাহ

টেকটিউনস থেকে আমাকে কমিউনিটি ম্যানেজার পদে আগহী থাকলে একটি CV পাঠাতে বলে হয়েছিলো । আমি পাঠিয়েছি, অনেক দিন হয়ে গেলো কোনো উত্তর পাই নি । এ বিষয়ে টেকটিউনস এর সুদৃষ্টি আশা করছি ।
ধন্যবাদ ।

টেকটিউনস ট্রিনিটি তে….. যদি online chat. process অপশন। থাকে তবে আরো সুন্দর হবে।।। ।।।।

নিজেই টিউমেন্ট মডারেটর হইলে এ ধরনের টিউনের সংখ্যাই শুধু বাড়বে। কারণ টিউমেন্ট পছন্দ না হইলেই “Your comment is awaiting moderation”

লিংক: https://www.techtunes.io/web-development/tune-id/452050