সুপ্রিয় টিউনার, টিউমেন্টর, টিউডার (টেকটিউনস ভিজিটর) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) টেকটিউনসের সকল শুভাকাঙ্ক্ষী গন, সবাইকে সালাম ও শুভেচ্ছা।
২০০৮ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে টেকটিউনস বাংলাদেশে বাংলা ভাষায় প্রযুক্তি প্রেমীদের প্রযুক্তির ক্ষুধা মিটিয়ে আসছে। টেকটিউনস সবসময়ই টিউনার, টিউমেন্টর ও টিউজিটর দের নতুন নতুন সব ফিচার উপহার দিয়ে আসছে।
বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার, ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। টেকটিউনস বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিস্বস্ত কমিউনিটির নাম টেকটিউনস।
অভিনবত্য আর প্রযুক্তির নতুনত্ব এর ব্যবহার টেকটিউনস প্রতিটি ক্ষেত্রে করে থাকে। টেকটিউনস সবসময়ই সকল টিউনার, টিউমেন্টর এবং টিউজিটর দের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে থাকে এবং টিউজিটরদের ফিডব্যাক অনুযায়ী টেকটিউনস কে ডেভেলোপ করা হয়। টেকটিউনস এর সকল টিউনার, টিউমেন্টর, টিউজিটর ই টেকটিউনস এর প্রাণ। তাই তাদের সুবিধা অসুবিধাই সবার আগে প্রাধান্য দেয়া হয়ে থাকে।
টেকটিউনসের শুরু থেকে একজন টিউনার তার টিউনে করা সকল টিউমেন্ট ম্যানেজ করতে পারে। তবে টিউনার প্যানেলে সাইটের সকল টিউমেন্ট এক সাথে দেখাতো বলে অনেক টিউনারই নিজের টিউনের টিউমেন্ট সঠিক ভাবে ব্যবহার করতে পারতেন না।
বেশ কয়েক মাস আগে থেকেই টেকটিউনসে নিজের টিউনে করা টিউমেন্ট আরও সহজ ভাবে ম্যানেজ করার ফিচারটি চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে টিউনার তার নিজেস্ব টিউনার প্যানেলে লগইন করে টিউমেন্ট মেনুর অধিনে শুধু মাত্র নিজের টিউনে করা সকল টিউমেন্ট দেখতে পারে।
এই ফিচারের ফলে টিউনার নিজের টিউনের করা টিউমেন্ট অ্যাপ্রুভ করতে, আনঅ্যাপ্রুভ করতে, রিপ্লাই করতে ও মুছে ফেলতে পারবে নিজেস্ব টিউনার প্যানেল থেকেই।
তুমুল বেগে এগিয়ে চলছে টেকটিউনস এর নতুন ভার্সন। একগাদা ফিচার আর টেক সৌশাল নেটওয়ার্কিং অভিনব Experience নিয়ে আসছে টেকটিউনস ট্রিনিটি Techtunes Trinity বা টেকটিউনস থ্রি পয়েন্ট ও Techtunes Three Point O.
-
-
-
টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায় ৯ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ৩ কোটি+
আমরা নিশ্চয়ই চাই আমাদের সবার প্রানের প্রিয় এই টেকটিউনসকে অন্তত বাংলাদেশের মধ্যে ১ নাম্বারে? আর এর জন্য অবশ্যই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। শুধু মাত্র আপনার কিছু সময় ব্যয় করে টেকটিউনসে সাপোর্ট করুন, প্রোমট করুন।
টেকটিউনস থেকে অনেক কিছু পেয়েছেন শিখেছেন অনেক। আজকে টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর জন্য মাত্র ৫ মিনিট সময় বের করুন। আপনার মাত্র ৫ মিনিট টেকটিউনসের প্রতি হাজার কৃতজ্ঞতা প্রকাশ করবে।
➡ ১. প্রথমেই এইখানে ক্লিক করে এই টিউনটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
➡ ২. এরপর এই লিংকে ক্লিক করে প্লাস করুন আপনার গুগল প্লাসে।
➡ ৩. এরপর এখানে ক্লিক করে টুইট করুন।
আপনি নিশ্চইয় চান টেকটিউনসের সাথে যুক্ত হোক আরও প্রযুক্তিপ্রেমি. আর তাই নিচের কাজ গুলো ধাপে ধাপে করুন আর সাপোর্ট ও প্রোমট করুন টেকটিউনসকে। মনে রাখবেন আপনার ছোট একটু সাপোর্ট তৈরি করতে পারে নতুন ও দারুন টেকটিউনার।
➡ ৪. প্রথমেই টেকটিউনসকে সাপোর্ট করার জন্য পরিধান করুন Techtunes ব্যাজ : http://go.techtunes.io/picbadges
➡ ৫. Like করুন Techtunes Facebook Page: http://go.techtunes.io/fbpage
➡ ৬. Join করুন Techtunes এর Facebook Group এ : http://go.techtunes.io/fbgroup
➡ ৭. যুক্ত করুন Techtunes এর Google Plus এ : http://plus.google.com/+techtunes
➡ ৮. Follow করুন Techtunes কে Twitter: এ : http://go.techtunes.io/twitter
➡ ৯. Subscribe করুন Techtunes এর RSS এ: http://go.techtunes.io/rssfeed আর নতুন নতুন টিউনের আপডেট পেয়ে যান আপনার RSS রিডারে।
➡ ১০. Subscribe করুন Techtunes এর Email RSS এ : http://go.techtunes.io/rssemail নতুন টিউন গুলোে আপডেট সাথে সাথে পেয়ে যান আপনার মেইল বক্সে।
টেকটিউনসের প্রতি আপনার ভালবাসার বহিঃপ্রকাশ করুন মাত্র ৫ মিনিটেই। মনে রাখবেন বিন্দু বিন্দু জল একদিন সিন্ধু অতল তৈরি করে।
আপনার সাপোর্ট আর প্রোমট এ উৎসাহীত হবে আরেক জন। আর তাই সাপোর্ট আর প্রোমটের ১০ টি কাজ করে নিচে টিউমেন্ট করুন "আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো?" আপনাদের সাপোর্ট আর প্রোমটই টেকটিউনসের মূল চালিকা শক্তি।
আপনার প্রাণ প্রিয় টেকটিউনসকে সাপোর্ট ও প্রমোট করুন। টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই।
শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে
টেকটিউনস দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রযুক্তির সোসিয়াল মিডিয়া হলেও এটি শুধু মাত্র ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়। যেখানে টেকটিউনস কমিউনিটি একে অন্যর সাথে সরাসরি মত এ কুশল বিনিময় করতে পারে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনস কে সাপোর্ট করেছি ১০ টা স্টেপ দিয়ে আপনি করেছেন তো?