টেকটিউনস ঘোষণা :: টেকটিউনস এর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়তা করুন

২০০৮ সালের ২১ শে ফেব্রুয়ারিতে পথ চলা শুরু হয় টেকটিউনস এর। বাঙ্গালীদের রক্তের ভাষা, বাংলায় প্রতিষ্ঠিত হয় এটি। বাঙ্গালীদেরকে তাদের প্রাণের ভাষায় প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়া এবং বাংলা ভাষায় প্রযুক্তি চর্চার একটি তীর্থস্হান তৈরি করাই টেকটিউনস এর মূল উদ্দেশ্য। অনেক বাধা বিপত্তি সত্যেও দেশের সবচেয়ে দ্রুতবর্ধমান ও সবচেয়ে দ্রুত জনপ্রিয় সাইটের মধ্যে প্রথম স্থান টেকটিউনসের।

টেকটিউনসের এখন সাড়ে ৪ বছর পেরিয়ে গিয়েছে। গত চারটি বছরে টেকটিউনস দেশের মিডিয়াগুলিতে কোন রকমের প্রচারণা ছাড়াই আজ বিশ্বের সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে টেকটিউনস প্রযুক্তিপ্রেমীদের এক বিশাল মিলনমেলার সৃষ্টি করেছে। বর্তমানে টেকটিউনস দেশের তৃতীয় জনপ্রিয় সাইট হওয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ প্রযুক্তিপ্রেমীদের সুরে মুখরিত হয় টেকটিউনস।

নিত্যনতুন ফিচার আর অভিনবত্য দিয়ে টেকটিউনস তৈরি করে চলেছে বাংলা ভাষার প্রযুক্তি প্রেমীদের জন্য এক অভিনব সোসিয়াল নেটওয়ার্ক। সেই সাথে টেকটিউনস তৈরি করে চলছে একঝাঁক তরুন, উদ্যমী আর প্রযুক্তি প্রেমী মেধাবী টিউনার। টেকটিউনসের মান, পরিচালনার ধারা, বন্ধুত্বপূর্ণ কমিউনিটি, বিচক্ষণ মডারেশন দেশের বাংলা সোসিয়াল কমিউনিটিতে একটি ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে।

তবে গত বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু টিউনার টেকটিউনস এর বন্ধুত্বপূর্ণ পরিবেশ নষ্ট করার লক্ষ্যে টিউনারদের টিউনে অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য করে যাচ্ছে। যা টেকটিউনস এর কাম্য নয় এবং নীতিমালা বিরোধী। টেকটিউনস এই অসাধু টিউনারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছে। তবে টেকটিউনস একটি উন্মুক্ত ব্লগিং প্লাটফর্ম হওয়ায় এখানে যেকেউ যেকোন সময় রেজিষ্ট্রেশন করে টিউন প্রকাশ করতে পারে। তাই কোন টিউনারকে ব্যান করা হলেও তারা নতুন ইমেইল এড্রেস তৈরী করে পুণরায় রেজিস্ট্রেশন করতে পারে।

টেকটিউনস পরিবার সব সময়ই টেকটিউনস এর একটি সুন্দর পরিবেশ কামনা করে। এখানে প্রতিটি টিউনার, টিউমেন্টার, টিউজিটর সকলের মতামত গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে। তাই কেউ কেউ বাজে মন্তব্য কিংবা ভূয়া আইডি দিয়ে বিভ্রান্ত করার মধ্য দিয়ে টেকটিউনস এর পরিবেশ নষ্ট করবে সেটা কখনই কাম্য নয়। এই সকল অসাধু টিউনারদের মন্তব্যে বিভ্রান্ত না হতে টেকটিউনস পরিবারের সবাইকে সর্তক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

কোন টিউমেন্টার টিউনে খারাপ মন্তব্য করলে অথবা কোন টিউনার সম্পর্কে কোন অভিযোগ থাকলে সেটি অবশ্যই টেকটিউনস ডেস্ক এ জানান।

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

মাহবুব আলম
মডারেটর
টেকটিউনস

Level 0

আমি টেকটিউনস মডারেটর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhaia, thanks for you tune. Bangla amader mayer vasha. ai vasa te amra shob kishue dekhte chai.
Bhaia, I wanted to be a Web Designer. are you help me?

[email protected]

Level New

dorkar hoi kono commet e korlam na .kintu baje vasa amr muk deya kokono ber hobe na inshallah

অনেক ধন্যবাদ ।।
আমরাও তাই চাই…

শুভকামনা

প্রথম টিউনের শুভেচ্ছা 😛

যথার্থ উদ্যোগ

মডারেটর ভাইরা যদি সচেতন থাকেন তাহলে কেউ খারাপ মন্তব্য করার সাহস পাবে না। ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে।

Level 0

ভাললাগল 😀

ঐ আইসক্রিম নামের ভদ্রলোক তো এইমাত্র আবাও ডিস্ট্রাব করলো।

Level 0

ত্যালা বাদর রে খুজি।

Level 0

😀

মটারেটর ভাইরা যদি সচেতন থাকেন তাহলে কেউ খারাপ মন্তব্য করার সাহস পাবে না। ধন্যবাদ !!! 😉 😉

Level 0

সেহরী ,রোজা,ইফতার x ৩০ = ঈদ

আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই নেটে বসি। আর বসা মানেই টেকটিউনসে প্রবেশ সবার আগে। তাই টেকটিউনস যে সর্বদা সক্ষম থাকে সেটা আমার আন্তরিক কাম্য। মনে হয় সবাই যদি আন্তরিকভাবে টেকটিউনস এর কথা ভাবি তাহলে কোন অপশক্তি আমাদের প্রিয় টেকটিউনস এর কোন ক্ষতি করতে পারবে না।

মডারেটদের ধন্যবাদ উনারা সব সময় নজর রাখছেন বিভিন্ন টিউনের ও কমেন্টের প্রতি কিন্তু একটা জিনিস বুঝতে হবে এখানে চাকরী করেনা যে ২৪ ঘন্টাই বসে বসে এই সব দেখা শুনা করবেন সবারই নিজস্ব কাজ থাকে।তার পরও উনাদের আন্তরিকতাকে সাধুবাদ না জানিয়ে কোন উপায় নাই উনারা যথা সাধ্য চেষ্টা করতেছেন।
কিন্তু আমার প্রশ্ন যেই সব ভাই জানেরা এই সব অশালিন মন্তব্য করে থাকেন তাদের বিবেকে বলতে কি কিছু নাই?আপনি অন্যকে খারাপ ভাষায় কিছু একটা বলছেন ঠিক এই ঘটনাটা যদি আপনার বেলায়ও কেউ ঘটায় তবে কি আপনার ভাল লাগবে?ভাল লাগার কথা না আর যদি ভাল লাগে তা হইলে আপনার বোধ শক্তি নিয়ে প্রশ্ন করাই যায়।তাই বলি আসুন আমরা সবাই শহনশীল হই ভাল ভাবে প্রিয় টেকটিউন্সকে এগিয়ে নিয়ে যাই।অযথা অশালীন কথা বলে নিজের আসল পরিচয়টা সবার কাছে প্রকাশ না করি।
পরিশেষে বলব যারা এই সব করে বেড়ান তাদের যেন আল্লাহ হেদায়েত দান করেন এবং তারা যেন নিজেদের একজন ভাল মানুষ হিসাবে নিজেকে প্রকাশ করতে আনন্দ বোধ করেন।

good

Level 0

ধন্যবাদ সাইফুল ভাই, আপনি সাথে না থাকলে techtunes চলবে না 🙂

মেহেদী ভায়ের প্রতি শ্রোদ্ধা রেখে বলছি……..
অতিতে যে সকল মডারেটর ছিল তাদের নিয়ে কাউকে কখনও প্রশ্ন তোলা দেখিনি ! যেমন ডিজে আরিফমিঠুভাই ইত্যাদী কাউকে নিয়েই কারো প্রশ্ন উঠতে দেখিনি 🙁 (বর্তমানে সাইফুল ভাই সহ অন্যদের নামেও প্রশ্ন নেই ) কিন্তু মাহবুব কে নিয়ে প্রশ্নের শেষ নেয় ,

নিয়ম ভঙ্গের বিশাল ১টা তালিকা চাইলে প্রমান সহ দিতে পারবো , তবে উনার কাছে আমি মাত্র ১ প্রশ্ন রাখতে চাই । কেন আপনাকে নিয়ে অন্যব্লগে বারবার সমালচনার ঝড় উঠছে ??

    @স্পষ্টভাষী: আচ্ছা এই “মাহবুব” টিটিতে কোন আইডিতে আছেন??!!! আমি টিটির মডারেটরদের ঠিকমত চিনিনা, তাই জানতে চাইলাম।

    @স্পষ্টভাষী: থাক ভাই, আর বলতে হবেনা। নিজেই খুজে নিয়েছি!!! এই মাহবুব ভাইকে নিয়ে যা বলার আপনি তা বলেই দিয়েছেন। আমার দৃষ্টিতে- “উনার মাঝে আমি স্বৈরাচারী মনোভাব দেখতে পাই।” তবে পরীমডু সাইফুল ভাইকে আমার যথেষ্ঠ ভালো লাগে!! সাইফুল ভাইয়ের জন্য রইল শুভকামনা।

      😛 আসলে এমন আচরন কখনই একজন মড এর হতে পারেনা , ধন্যবাদ বুঝে নেওয়ার জন্যে ।

Level 0

jara gaali partese tara kara janen keo?ektu vablei bujhben tara onno r ekta siter dalal tara nijeder site e visitor na paie bivinno kotha bole r lekha paoar asai……….. r o techtunes er moderator ke gali dei….tara ke hoito cinchen sobai.

Level 0

right solutions

খুব ভাল লাগল।সত্যি কথা বলতে কি আমার প্রতি মাসে নেট ইউজ করার একমাত্র প্রধান কারণ হল টেকটিউনস।প্রায় বছর খানিক আগে google মামার মাধ্যমে আমার টেকটিউনসের সাথে প্রথম পরিচয়।এরপর একটা দিনও টেকটিউনসকে ছেড়ে থাকিনি।একমাত্র কলেজ টাইম ছাড়া সবসময় টেকটিউনস এর সাথে থাকি।হয়ত নিয়মিত টিউন করা হয়না,কিন্তু প্রতিদিন কোন না কোন টিউনে টিউমেন্টকারী হিসাবে থাকি।যাহোক,দোয়াকরি টেকটিউনসের সাফল্য অটুট থাকুক।

আর যারা টেকটিউনস এর সাফল্য সহ্য করতে পারছেন না,প্রতিনিয়ত চেষ্টা করছেন টেকটিউনসকে ধংসের মুখে ফেলা দেবার তাদেরকে বলি,এক মিনিটের জন্য হলেও নিজের সুপ্ত বিবেককে জাগ্রত করুন।টেকটিউনস তো আপনার কোন ক্ষতি করছেনা!

Level New

darun 1ta uddog niyesen arokom 1ta notish aro age deowa ochit silo thanks

খুবই ভাল উদ্যেগ

Level 0

আমার ঐ একই দাবী ।

একটা ছোট্ট সাজেশন…

কুরুচিসম্পন্ন কিছু মানুষের টিউমেন্টের কারনে পরিবেশ নষ্ট হওয়ার আগেই যদি ব্যবস্থা নেয়া যায় তাহলে ভাল হয়। এক্ষেত্রে একটা Report Abuse বাটন থাকলে আমরা সেটাকে ব্যবহার করে সহজেই/শীঘ্রই মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতে পারি।

বিবেচনা করে দেখবেন আশা করি।

আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই ইংলিশ দিয়ে লিখে। এটাও এই পেজে কাম্য না আর অনেক টিউনার এই সাইটের মান কমাতেই অতি মানহীন টিউন করে এটার কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমাদের সবার ভেবে দেখা দরকার।

আজকে ফেসবুকে দেখালাম টিটিকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটা কু-চক্রি মহল।যা সত্যি দুঃখ্য জনক তবে হতাশ হবার কিছু নাই কু-চক্রি মহল যতই শক্তি শালি হউক সেটা ক্ষণস্থায়ী এবং সাময়িক আর যা ভাল এবং সত্য তাহা চিরস্থায়ী।
মডারেটদের নিকট আবেদন থাকবে এই সব ষরযন্ত্রকারিদের মুখোশ উম্মোচন করে সবার নিকট প্রকাশ করার চেষ্টা করুন।

Level 0

টিটির বিরুদ্ধে অনেক আগেও ষড়যন্ত্র হয়েছিল কিন্ত সফল হয়নি। এবারও সফল হবে না ইনশাআল্লাহ।
তবে ইদানিং মেহেদী ভাইয়ের কোন কমেন্ট দেখিনা কেন???
ষড়যন্ত্রকারীরা যেন টিটির কোন ক্ষতি করতে না পারে এ জন্য টিটির টপ টিউনার,টিউনমেন্টের, সবার এগিয়ে আশা উচিত।

Level 0

আর মাহবুব ভাই আপনি এগিয়ে যান আপানার পথে। টিটিতে আপনার অনেক অনেক শুভাকাংখী আছে, তবে আপনাকে অপছন্দ করে এরকমও কিছু লোক আছে। কারোও পছন্দ অপছন্দের ধার না ধরে আপনার সেই বিখ্যাত ফ্রলেন্সীং এর উপর টিউন করতে থাকুন।
আর আমাদের এঞ্জেল মডারেটর সাহেভের তো কোন শত্রু নাই বললেই তো চলে।:P

Level 0

vi kaw ki bolben ami techtunes a tune korta chi but parchi na .ki baba korbo aktu bolben?

টিটির সাথে যতই লাগুক কিস্যু করতে পারবে না তারা।আর যারা মাহবুব ভাইয়ের নামে নানান অভিযোগ তুলেই যাচ্ছেন তাদের প্রতি বলছি আপনারা যেসকল অভিযোগ তুলবেন সেগুলো খন্ডানো কোন ব্যাপার না আমার মতো নব্য টেকটিউন পরিবারের সদস্য দ্বারা।তারপরেও বলছি মাহবুব ভাই কিনবা সাইফুল ভাই এরা বিনা পারিশ্রমিকে যা করছেন তা অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো,আর আশা করি এটাও জানেন টিটি ব্লগ একটি টেকি ব্লগ সুতরাং এখানে পোস্ট বা মন্তব্য করার সময় সেগুলো মাথায় রাখা দরকার।টিটির নীতিমালা মেনে টিউন করুন এরপরেও যদি কিছু হয় সেটা তুলে ধরুন।
আবার দয়া করে কেউ এখানে পাইরেসি নীতিমালা তুলে আনবেন না,কেননা সেই পাইরেসি যদি নাই করে তাহলে আমি/আপনারা সেই সফট ব্যবহার করতে পারতাম না।আশা করি আপনারা বুঝতেই পারছেন।আর যারা এখানে এসে ত্যানাইতে পছন্দ করে কিনবা বাজে মন্তব্য করে তাদের জন্য কিছুই বলার নেই কেননা তারা যে পরিবেশে বড় হয়েছে সেটা অন্যরকম সুতরাং তাদের সাথে আমি কথায় তেমন বাহাজ করি না (হাত থাকতে মুখে কথা কিসের)।
সবার কাছেই একটা অনুরোধ দয়া করে টিটির পরিবেশ এবং মান এটি বজায় রাখতে সহযোগিতা করবেন।

Level 2

I haved Joined Techtunes About a Year Ago , I have Learned Meny Things .
আমি টেকটিউনস মডারেটর এর এই পোস্ট এর প্রতি একমত
মানুষ এর ভুল করতেই পারে , অনেক সাহস করে একটি পোস্ট করেছিলাম , কিন্তু কমেন্ট এ শুধ গালি ছাড়া আর কিছুই পাই নাই ,
মানুষ এর ভুল এর জন্য আমাদের তাকে ভাল করার উৎসাহ দেওয়া উচিত , তাহলেই সে ভাল করবে ।
ধন্যবাদ Techtunes কে ।

Level 0

dhonnobad

vai, amak akta help korben ?? plss
amar laptop a jar or jad file run korbo kivabe ?? pls, help me..