২০০৮ সালের ২১ শে ফেব্রুয়ারিতে পথ চলা শুরু হয় টেকটিউনস এর। বাঙ্গালীদের রক্তের ভাষা, বাংলায় প্রতিষ্ঠিত হয় এটি। বাঙ্গালীদেরকে তাদের প্রাণের ভাষায় প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়া এবং বাংলা ভাষায় প্রযুক্তি চর্চার একটি তীর্থস্হান তৈরি করাই টেকটিউনস এর মূল উদ্দেশ্য। অনেক বাধা বিপত্তি সত্যেও দেশের সবচেয়ে দ্রুতবর্ধমান ও সবচেয়ে দ্রুত জনপ্রিয় সাইটের মধ্যে প্রথম স্থান টেকটিউনসের।
টেকটিউনসের এখন সাড়ে ৪ বছর পেরিয়ে গিয়েছে। গত চারটি বছরে টেকটিউনস দেশের মিডিয়াগুলিতে কোন রকমের প্রচারণা ছাড়াই আজ বিশ্বের সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে টেকটিউনস প্রযুক্তিপ্রেমীদের এক বিশাল মিলনমেলার সৃষ্টি করেছে। বর্তমানে টেকটিউনস দেশের তৃতীয় জনপ্রিয় সাইট হওয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ প্রযুক্তিপ্রেমীদের সুরে মুখরিত হয় টেকটিউনস।
নিত্যনতুন ফিচার আর অভিনবত্য দিয়ে টেকটিউনস তৈরি করে চলেছে বাংলা ভাষার প্রযুক্তি প্রেমীদের জন্য এক অভিনব সোসিয়াল নেটওয়ার্ক। সেই সাথে টেকটিউনস তৈরি করে চলছে একঝাঁক তরুন, উদ্যমী আর প্রযুক্তি প্রেমী মেধাবী টিউনার। টেকটিউনসের মান, পরিচালনার ধারা, বন্ধুত্বপূর্ণ কমিউনিটি, বিচক্ষণ মডারেশন দেশের বাংলা সোসিয়াল কমিউনিটিতে একটি ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে।
তবে গত বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু টিউনার টেকটিউনস এর বন্ধুত্বপূর্ণ পরিবেশ নষ্ট করার লক্ষ্যে টিউনারদের টিউনে অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য করে যাচ্ছে। যা টেকটিউনস এর কাম্য নয় এবং নীতিমালা বিরোধী। টেকটিউনস এই অসাধু টিউনারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছে। তবে টেকটিউনস একটি উন্মুক্ত ব্লগিং প্লাটফর্ম হওয়ায় এখানে যেকেউ যেকোন সময় রেজিষ্ট্রেশন করে টিউন প্রকাশ করতে পারে। তাই কোন টিউনারকে ব্যান করা হলেও তারা নতুন ইমেইল এড্রেস তৈরী করে পুণরায় রেজিস্ট্রেশন করতে পারে।
টেকটিউনস পরিবার সব সময়ই টেকটিউনস এর একটি সুন্দর পরিবেশ কামনা করে। এখানে প্রতিটি টিউনার, টিউমেন্টার, টিউজিটর সকলের মতামত গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে। তাই কেউ কেউ বাজে মন্তব্য কিংবা ভূয়া আইডি দিয়ে বিভ্রান্ত করার মধ্য দিয়ে টেকটিউনস এর পরিবেশ নষ্ট করবে সেটা কখনই কাম্য নয়। এই সকল অসাধু টিউনারদের মন্তব্যে বিভ্রান্ত না হতে টেকটিউনস পরিবারের সবাইকে সর্তক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
|
|
আমি টেকটিউনস মডারেটর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে !
Bhaia, thanks for you tune. Bangla amader mayer vasha. ai vasa te amra shob kishue dekhte chai.
Bhaia, I wanted to be a Web Designer. are you help me?
[email protected]