সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের ঘুমোতে যাওয়ার আগে প্রিয়জনের সাথে চ্যাট করা – সবকিছুই যেন স্মার্টফোন ছোট্ট ডিভাইসটির ওপর নির্ভরশীল। আর স্মার্টফোনের বাজারে Apple-এর iPhone মানেই নতুন কিছু চমক, নতুন ডিজাইন আর অত্যাধুনিক সব ফিচার। কিন্তু এবারের আলোচনাটা একটু ভিন্ন। কোনো নতুন মডেল নয়, বরং iPhone-এর ভবিষ্যৎ ডিজাইন এবং চার্জিং পদ্ধতি নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে!
বছর কয়েক ধরে শোনা যাচ্ছে, Apple নাকি Port-less Device, অর্থাৎ তারবিহীন ফোন আনার কথা ভাবছে। কিন্তু প্রশ্ন ছিল একটাই – EU (European Union)-এর কড়া নিয়ম-কানুন কি সেই পথে বাঁধা হয়ে দাঁড়াবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল! EU-এর পক্ষ থেকে সবুজ সংকেত আসার পরে, Apple-এর তারবিহীন ফোন তৈরির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
জনপ্রিয় টেকনোলজি বিশ্লেষক Bloomberg-এর Mark Gurman সম্প্রতি জানিয়েছেন, Apple তাদের iPhone 17 Air মডেলটিকে প্রথম Port-less Device হিসেবে পরীক্ষা করতে পারে। যদিও এই খবর একেবারে নতুন নয়। সেই ২০১৯ সাল থেকে আমরা Wireless-only iPhone নিয়ে নানা Rumor শুনে আসছি। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, Apple হয়তো প্রথমে USB-C Port রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ তাদের আশঙ্কা ছিল, Port-less Phone EU Regulation-এর সঙ্গে সংঘাত ঘটাতে পারে।
কিন্তু গল্পের আসল টুইস্টটা তো এখানেই!
European Commission-এর Press Officer Federica Miccoli সম্প্রতি 9to5Mac-কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি নিশ্চিত করে বলেছেন, যদি কোনো Device শুধুমাত্র Wireless Charging সমর্থন করে, তাহলে EU-এর Rules অনুযায়ী সেই ফোন তৈরি করতে কোনো বাধা নেই। তার মানে, USB-C Port থাকাটা বাধ্যতামূলক নয়! বিষয়টি অনেকটা "যা চাই, তা ভুল করে চাই" –এর মতো। Apple হয়তো চেয়েছিল তারবিহীন ফোন তৈরি করতে, কিন্তু EU-এর নিয়ম-কানুন নিয়ে সংশয়ে ছিল।
বিষয়টি আরও সহজভাবে বুঝিয়ে তিনি বলেন:
"যেহেতু এই ধরনের Radio Equipment Wired Charging-এর মাধ্যমে Recharge করা যায় না, তাই এতে Harmonised (Wired) Charging Solution অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই। "
অর্থাৎ, USB-C Port শুধুমাত্র সেই Portable Battery-powered Device-গুলোর জন্য জরুরি, যেগুলোতে Wired Charging-এর সুবিধা আছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল বাজারে বিভিন্ন ধরনের Wired Charging Standard-এর ব্যবহার কমিয়ে আনা। ধরুন, আপনার ঘরে পুরনো দিনের চার্জিং পোর্টের স্তূপ জমে আছে। EU চাইছে সেই জঞ্জাল সরিয়ে একটা সার্বজনীন নিয়ম চালু করতে। যদি Wireless Charging-ই হয় কোনো Device Charge করার একমাত্র উপায়, তাহলে USB-C Port-এর কোনো দরকার নেই।
Apple iPhone 17 Air (Speculative Renders) ভবিষ্যতের iPhone দেখতে কেমন হতে পারে, তার একটা ঝলক!
এখানে আরও একটি মজার বিষয় রয়েছে। যে Law USB-C-কে Wired Charging Port-এর শেষ কথা হিসেবে প্রতিষ্ঠা করেছে, সেই একই Law EU-কে Wireless Charging Standard-এর ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নেওয়ার কথা বলছে। European Commission চাইছে Internal Market-এর মধ্যে Fragmentation বন্ধ করতে এবং Consumer ও Environment-এর উপর খারাপ প্রভাব কমাতে Wireless Charging-এর Harmonisation নিশ্চিত করতে।
তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো হল:
"Commission সকল ধরনের Wireless Charging Technology-র (শুধু Inductive নয়) Evolution Monitor করবে, বিশেষ করে Market Development, Market Penetration, Market Fragmentation, Technological Performance, Interoperability, Energy Efficiency এবং Charging Performance."
আশার কথা হল, এই পথে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। বর্তমানে Original Qi হল Lowest Common Denominator, এবং Qi2 হল Backwards-compatible Upgrade। হয়ত অনেকেই জানেন, Qi2 আসলে Apple-এর MagSafe Technology-র একটি উন্নত সংস্করণ। Wireless Power Consortium কেবল Magnet-গুলোকে Optional করে দিয়েছে। তার মানে, চুম্বক থাকুক বা না থাকুক, চার্জিং কিন্তু চলবেই! অনেকটা যেন "ইচ্ছা থাকলে উপায় হয়" –এর মতো।
সব মিলিয়ে দেখলে, iPhone 17 Air মডেলে USB-C Port থাকার সম্ভাবনাই বেশি। তবে iPhone 18 Air-এর ক্ষেত্রে সবকিছুই পরিবর্তন হতে পারে। কে বলতে পারে, হয়তো সেটাই হবে Apple-এর প্রথম Port-less Device!
তবে একটা বিষয় নিশ্চিত, Apple যদি তারবিহীন ফোনের পথে হাঁটে, তবে অন্যান্য কোম্পানিগুলোও সেই পথে পা বাড়াতে বাধ্য হবে। স্মার্টফোনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তা হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারব। চার্জিং পোর্টের বিদায় ঘণ্টা কি তবে বেজে গেল? নাকি এটা কেবলই সময়ের অপেক্ষা? আপনার কী মনে হয়, টিউমেন্ট করে জানান!
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 802 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।