Samsung সম্প্রতি কোন কোন ডিভাইসে One UI 7 এর Latest Software Update পাওয়া যাবে, তার একটা List প্রকাশ করেছে। শুধু নতুন ফোন নয়, বেশ কিছু পুরনো ফোনও এই তালিকায় স্থান পেয়েছে। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক আপনার প্রিয় ডিভাইসটি এই Update এর দৌড়ে আছে কিনা, আর কী কী চমক থাকতে পারে One UI 7 এ!
Samsung বরাবরই User Experience এর উপর জোর দেয়। আর সেই ধারাবাহিকতায় Android 15 ভিত্তিক One UI 7 Update নিয়ে আসছে নতুন সব Feature আর Improvement। এই Update এর মাধ্যমে User Interface আরও Smooth হবে, Performance বাড়বে, এবং Security Feature গুলোও Updated হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই Update এর সুবিধা কারা পাবে? চলুন দেখে নিই Eligible Devices এর List:
যাদের হাতে Galaxy S23, S22, এবং S21 Series (Standard, Plus, এবং Ultra Models) এর ফোন আছে, তারা One UI 7 এর স্বাদ নিতে পারবেন। তার মানে আপনার ফোন যদি একটু পুরনোও হয়ে থাকে, তাহলেও Latest Experience from বঞ্চিত হচ্ছেন না।
Galaxy S23 FE এবং Galaxy S21 FE ও এই আপডেটের List এ রয়েছে। S22 FE না থাকলেও, S21 FE কিন্তু পাচ্ছে আপডেট!
Foldable Phone ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! Galaxy Z Fold 3 এবং Z Flip 3 (যেগুলো কিনা ২০২১ সালে Launch হয়েছিল) from শুরু করে Galaxy Z Fold 4, Z Flip 4, Z Fold 5, এবং Z Flip 5 – এই সবগুলো ডিভাইসই One UI 7 এ Updated হবে। তার মানে ফোল্ডেবল ফোন ব্যবহারকারীরাও নতুনত্বের ছোঁয়া পাবেন।
Samsung Galaxy Tab S10, Tab S9, এবং Tab S8 Series ও One UI 7 এর জন্য Eligible। শুধু তাই নয়, Galaxy Tab S9 FE এবং S9 FE+ Models ও এই Updates পাবে। বড় স্ক্রিনে আরও Improved User Experience, Tablet ব্যবহারের মজাটাই বদলে দেবে।
এখানে একটু ধোঁয়াশা আছে। Press Release এ Galaxy Tab S6 Lite এর কথা বলা হলেও, Model Year উল্লেখ করা নেই। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের Model টি পাবে, তবে ২০২২ সালের Variant এর Update পাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। Samsung এর Official Announcement এর জন্য অপেক্ষা করাই ভালো।
এখন আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে – Update টা হাতে পাবো কবে? Samsung জানিয়েছে, One UI 7 এর Rollout শুরু হবে April মাসের ৭ তারিখ থেকে। তবে, প্রথমে Galaxy S24 Series, Galaxy Z Fold 6, এবং Z Flip 6 এই আপডেটটি পাবে। অন্যান্য Eligible Devices এ One UI 7 Update কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়ে Samsung নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। তবে খুব শীঘ্রই এই বিষয়ে Announcement আসতে পারে। Tipster দের মতে, অঞ্চলভেদে Rollout Date ভিন্ন হতে পারে। তাই Update এর Notification এর জন্য চোখ রাখুন, আর আমাদের Website নিয়মিত Follow করুন।
এখানে একটা খারাপ খবর আছে। Samsung এখনও তাদের Budget এবং Mid-Range Galaxy Devices এর One UI 7 Update এর ব্যাপারে কিছু জানায়নি। সাধারণত Flagship Devices গুলোর Update এর পরেই Budget Phone গুলোর Rollout শুরু হয়। তাই আপনার হাতে যদি Budget Device থাকে, তবে Update এর জন্য আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে।
যদিও Samsung এখনও One UI 7 এর Feature গুলো নিয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে Android 15 এর উপর ভিত্তি করে তৈরি হওয়াতে কিছু নতুন Feature আশা করা যায়:
Samsung এর One UI 7 Update নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই। আশাকরি টিউনটি টি আপনাদের ভালো লেগেছে এবং Update সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। Samsung এর Latest Announcement গুলোর জন্য টেকটিউনস এ চোখ রাখুন। আর হ্যাঁ, One UI 7 হাতে পাওয়ার পরে কেমন Experience হলো, সেটা জানাতে ভুলবেন না!
ধন্যবাদ!
-
ছবি - GSM Arena
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 767 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।