Apple কেন iPhone 16e-তে Magsafe রাখেনি? জানালো অ্যাপেল নিজেই! ইউজাররা রেগে মেগে হট!

Apple, Smart Phone-এর জগতে এক বিশাল নাম। নতুন Phone আনা মানেই Technology বিশ্বে ঝড়। তবে, রিসেন্টলি Apple তাদের নতুন iPhone 16e নিয়ে যা বলেছে, তা শুনে Apple ফ্যানরাও হয়তো কিছুটা হতাশ হবেন। কেন বলছি? কারণ এই ফোনে Magsafe এর সুবিধা থাকছে না! 😱

যেখানে ওয়্যারলেস চার্জিংয়ের চাহিদা বাড়ছে, সেখানে Apple কেন তাদের নতুন ফোন iPhone 16e এ এই Feature টি বাদ দিল? কারণটা শুনলে Apple ভক্ত হিসেবে আপনারও খারাপ লাগতে পারে। চলুন, জেনেনি এর পেছনের আসল রহস্য।

Magsafe বাদ দেওয়ার কারণ, Apple এর সেই পুরনো অজুহাত!

আসলে Apple বলছে, iPhone 16 E এর Target Audience নাকি তারযুক্ত চার্জিং Cable ব্যবহার করতেই বেশি পছন্দ করে। তাদের নাকি Inductive Charging এর প্রতি তেমন কোনো আগ্রহই নেই! 🤔 বিশ্বাস হচ্ছে?

Company-এর ভাষ্যমতে, এই বিশেষ শ্রেণির ব্যবহারকারীরা নাকি ওয়্যারলেস চার্জিং ব্যবহার করতেই চান না। Apple এর কিছু Representatives নাকি Daring Fireball এর John Gruber কে এই তথ্য জানিয়েছেন। তবে Apple কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালো, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দেয়নি। এমনকি এই Target Audience আসলে কারা, সে বিষয়েও কিছু জানা যায়নি।

আসল রহস্য, Cost-Cutting নাকি গ্রাহকদের প্রতি অবজ্ঞা?

এখানেই আসল টুইস্ট! অনেকেই মনে করছেন, Apple এর এই যুক্তির আড়ালে অন্য কিছু লুকানো আছে। যেহেতু iPhone 16e খুব একটা সস্তা Phone নয়, তাই Magsafe এর মতো একটা প্রয়োজনীয় Feature বাদ দেওয়াটা আসলে Cost-Cutting Measure ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে Apple তাদের Bottom Line আরও শক্তিশালী করতে চাইছে। 💰 একদিকে গ্রাহকদের পকেট কাটবে, অন্যদিকে নিজেদের লাভ বাড়াবে।

বিষয়টা এমন দাঁড়িয়েছে যে, Apple হয়তো মনে করছে, "Magsafe তো তোমরা ব্যবহার করবেই না, তাহলে দিয়ে লাভ কী? বাদ দিয়ে দাও!" 😒 এটা অনেকটা জোর করে চাপিয়ে দেওয়ার মতো, যেখানে Apple নিজেই ঠিক করে দিচ্ছে একজন ব্যবহারকারীর জন্য কোনটা ভালো। গ্রাহকদের ইচ্ছার কোনো দাম নেই, এমন একটা ভাব!

Apple এর এই সিদ্ধান্তে ইউজাররা কতটা হতাশ?

সত্যি কথা বলতে কী, Apple এর এই যুক্তিতে ইউজাররা মোটেও সন্তুষ্ট নয়। একজন সাধারণ ব্যবহারকারী সবসময় চায় তাদের হাতে যেন একাধিক অপশন থাকে। Magsafe থাকলে যাদের প্রয়োজন, তারা ব্যবহার করত, যাদের দরকার নেই, তারা Cable দিয়ে চার্জ করত। কিন্তু কোনো অপশন না দিয়ে একেবারে Feature টি বাদ দিয়ে দেওয়াটা Apple এর এক ধরনের স্বৈরাচারী মনোভাবের পরিচয় দেয়। 😠

Apple এর উচিত গ্রাহকদের পছন্দকে সম্মান করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী ফিচার দেওয়া। শুধু নিজেদের লাভ দেখলেই তো আর হয় না, তাই না? গ্রাহকদের সন্তুষ্টিও তো একটা বড় ব্যাপার!

আপনাদের মতামত কী?

বন্ধুরা, Apple এর এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কী মতামত? আপনারা কি মনে করেন Magsafe এর মতো Feature iPhone 16e এ থাকা উচিত ছিল? নাকি Apple এর Cost-Cutting এর সিদ্ধান্তটি সঠিক?

টিউমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না! 👇 Apple এর এই পদক্ষেপের কারণে আপনারা কতটা হতাশ, সেটাও জানাতে পারেন। আলোচনা চলুক, আর আমরা সবাই মিলে Apple এর ভুলগুলো ধরিয়ে দেই, যাতে তারা ভবিষ্যতে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত নেয়।

-

টেকটিউনস টেকবুম

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 657 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস