Smartphone নিয়ে যাদের রাতের ঘুম হারাম, নতুন কী আসছে বাজারে সেই খবর পেতে যারা সবসময় উন্মুখ, তাদের জন্য REALME ঝড় তুলতে আসছে তাদের নতুন 14 PRO সিরিজ নিয়ে। শুধু তাই না, এই সিরিজে থাকছে এমন কিছু ফিচার যা আগে দেখেননি! আর সবথেকে বড় চমক – একটা MEGA POWERFUL ULTRA ফোন! ভাবছেন, এ আবার কী? দাঁড়ান, সব বলছি, খুলে বলছি!
এবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) বসতে চলেছে স্পেনের বার্সেলোনায়। এই মেলা টেকনোলজির দুনিয়ায় একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের তাবড় তাবড় Company গুলো তাদের নতুন নতুন আবিষ্কার নিয়ে হাজির হয়। আর সেখানেই REALME তাদের 14 PRO সিরিজ বিশ্ববাসীর সামনে উন্মোচন করবে। শুধু তাই নয়, Company রীতিমতো বোমা ফাটিয়েছে একটা প্রেস রিলিজের মাধ্যমে। সেখানে তারা লিখেছে, তারা এমন একটা DEVICE নিয়ে আসছে যেখানে থাকছে "Ultra-Large Sensor এবং Optical Telephoto Lens Engineered করা হয়েছে Smartphone Photography রিডিফাইন (Redefine) করার জন্য"!
এবার একটু সহজ করে বলি। DSLR ক্যামেরার কথা তো সবাই জানেন, তাই না? REALME বলছে, তাদের নতুন ফোনের ক্যামেরা এতটাই শক্তিশালী হবে যে, DSLR-কেও হার মানাবে! বিশেষ করে যারা মোবাইল দিয়ে ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এটা একটা স্বপ্নের মতো।
এই প্রথম আমরা Realme-এর কাছ থেকে এমন একটা ফোনের আভাস পাওয়া গেলো। এখন পর্যন্ত যা খবর, তাতে মনে হচ্ছে MWC-তে শুধুমাত্র এই ফোনের একটা ঝলক দেখানো হবে, মানে টিজার আর কি! তবে ধারণা করা হচ্ছে, এই ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা যাবে এই বছরের শেষ দিকে। Realme তাদের প্রেস রিলিজে জোর দিয়ে বলেছে যে, এই "Ultra-Tier Device টি ফ্ল্যাগশিপ Model গুলোর চেয়ে বড় Sensor ব্যবহার করবে"। তার মানে বুঝতেই পারছেন, ক্যামেরার কোয়ালিটি নিয়ে তারা কোনো আপোষ করতে রাজি নয়।
এখন প্রশ্ন হলো, Realme কাদের সাথে পাল্লা দিচ্ছে? টেক বিশেষজ্ঞরা মনে করছেন, তারা সম্ভবত Galaxy S25 Ultra অথবা iPhone 17 Pro Max -এর মতো Model গুলোর সাথে নিজেদের তুলনা করছে। তবে একটা কিন্তু থেকেই যাচ্ছে। Xiaomi 14 Ultra অথবা Xperia 1 VI -এর মতো ফোনে অলরেডি 1"-Type Sensor রয়েছে। Realme কি এর থেকেও বড় কিছু নিয়ে আসতে পারবে? সেটাই এখন দেখার বিষয়!
Realme 14 Pro Series-এর Pro এবং Pro+ Model দুটি ইতিমধ্যেই India এবং China-তে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর কারণ কী? ডিজাইন, পারফর্মেন্স, ক্যামেরা – সবকিছু মিলিয়ে এই ফোনগুলো ইউজারদের মন জয় করেছে। আমরা Pro+ Model টির রিভিউ করে দেখা গিয়েছে, এর Screen যেমন উজ্জ্বল, তেমনি এর Performance-ও যথেষ্ট স্মুথ। যারা গেমিং করতে ভালোবাসেন বা মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এই ফোনগুলো খুবই কাজের হতে পারে।
ফোন কিনতে গেলে সবার আগে মাথায় আসে দামের কথা। REALME তাদের নতুন ফোনগুলোর দাম কেমন রাখতে পারে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, PRO+ MODEL-টির দাম প্রায় €589 (ইউরো) হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৫, ০০০ টাকার কাছাকাছি। আর রেগুলার PRO MODEL-টির দাম €435 (ইউরো) এর কাছাকাছি থাকতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৬, ০০০ টাকার কাছাকাছি। তবে এগুলো শুধুমাত্র ধারণা, আসল দাম জানতে আমাদের REALME-এর অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
আশাকরি, REALME তাদের ফোনগুলোর দাম এমন রাখবে যাতে বেশিরভাগ মানুষই ফোনগুলো কিনতে পারে। কারণ বাজেট ফ্রেন্ডলি ফোন তৈরি করার জন্য REALME-এর একটা আলাদা পরিচিতি রয়েছে।
REALME-এর নতুন এই ফোনগুলো নিয়ে আপনাদের কী মতামত? ফোনগুলোর ডিজাইন, ফিচার, ক্যামেরা – কোন জিনিসটা আপনাদের সবথেকে বেশি আকৃষ্ট করেছে? টিউমেন্ট করে জানাতে ভুলবেন না! আর এই ধরনের আরও নতুন নতুন টেকনোলজি এবং Smartphone-এর টিউন পেতে টেকটিউনসের সাথেই থাকুন। আজকের মতো বিদায়, খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো টিউন নিয়ে। আল্লাহ হাফেজ! 😊
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 645 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।