একদম টাটকা খবর! iQOO তাদের প্রথম এন্ট্রি-লেভেল 5G ফোন নিয়ে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন! iQOO Z9 Lite, যা জুলাই মাসের মাঝামাঝি আমাদের হাতে পেতে যাচ্ছি। চলুন, দেখে নিই এই ফোনটি সম্পর্কে আরও কিছু দারুণ তথ্য।
iQOO Z9 Lite নিয়ে আসছে দুইটি দারুণ কালার ভ্যারিয়েন্টে - ব্রাউন এবং ব্লু। নিজের স্টাইল অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারেন।
iQOO এর মজার বিষয় হচ্ছে, তারা কখনোই Low-end Budget ফোন বাজারে আনেনি। তারা সবসময় Mid-Range এবং Premium Flagship Segment এর উপর ফোকাস করেছে। কিন্তু এবার তারা আমাদের জন্য বড় চমক নিয়ে আসছে। রিউমার অনুযায়ী, iQOO এই নতুন iQOO Z9 Lite Affordable 5G ফোন নিয়ে কাজ করছে।
iQOO Z9 Lite 5G প্রায় মিড-জুলাইতে, সম্ভবত ভারতে লঞ্চ হবে।
যদিও iQOO Z9 Lite 5G ফোনের অন্যান্য কোনো Specification এই মুহূর্তে জানা যায়নি, তবে কিছু রিউমার রয়েছে যে iQOO Z9 Lite, Vivo T3 Lite এর একটি রিব্র্যান্ড হতে পারে।
Vivo T3 Lite ৪ জুলাই ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে এবং Vivo কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন হিসেবে টিজ করা হয়েছে। যদি iQOO Z9 Lite, Vivo T3 Lite এর রিব্র্যান্ড হয়, তাহলে রিউমার অনুযায়ী ফোনটির কিছু স্পেসিফিকেশন জানা গিয়েছে।
iQOO Z9 Lite MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত হবে এবং পিছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এছাড়া, iQOO 13 2K Flat Display, 50MP 3x Periscope Camera এবং 6000mAh Battery নিয়ে আসতে পারে বলে রিউমার রয়েছে।
Vivo T3 Lite ইতোমধ্যেই একটি Affordable 5G অফার করছে হিসেবে যা iQOO Z9 Lite এর দাম কেমন হবে তার একটি ধারণা পাওয়া যায়।
বর্তমানে, iQOO এর লাইনআপ
বন্ধুরা, iQOO Z9 Lite আমাদের জন্য কতটা চমক নিয়ে আসতে চলেছে তা জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রস্তুত থাকুন, কারণ শীঘ্রই আমরা আরও বিস্তারিত জানতে পারব! তাই আপডেট থাকুন এবং জানিয়ে দিন আপনার মতামত।
-
টেকটিউনস টেকবুম - ০৯ জুলাই ২০২৪
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 488 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।