জুন মাস চলছে Apple এর Autumn কনফারেন্স এর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে iPhone 14 নিয়ে বেশ কিছু খবর গণমাধ্যম গুলোতে প্রকাশিত হয়েছে। জানা গেছে iPhone 14 series এ চারটি মডেল আসতে যাচ্ছে, মডেল গুলো হল, iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, এবং iPhone 14 Pro Max। ইতিমধ্যে নতুন আইফোনের লুক ও প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে iPhone 14 Pro সিরিজে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যাতে রেগুলার Pin Punch Hole এর সাথে Pill-Shape Punch Hole এর কম্বিনেশন আনা হয়েছে। এই ডিজাইনকে বলা হচ্ছে “Exclamation Mark” পাঞ্চ হোল ডিসপ্লে।
আইফোনের এই সিরিজে প্রথম বারের মত যুক্ত হচ্ছে Max মডেল। তবে রিপোর্ট বলছে Max মডেলের মাস প্রোডাক্টশন আগস্টের আগে হবে না। তাছাড়া সেপ্টেম্বর কনফারেন্সে বিস্তারিত লাইনআপ নিয়ে আসছে অ্যাপল।
বিশ্লেষক Ming-Chi Kuo বলছে সাপ্লাই চেইন ইনফরমেশন অনুযায়ী অ্যাপল iPhone 14 রিলিজের প্ল্যান পরিবর্তন করবে না। যদিও iPhone 14 Max এর প্রোডাকশন পিছিয়ে তারপরেও তা নিয়ন্ত্রণে আছে। শিডিউল ধরার জন্য কর্মীরা ওভারটাইম করতেও প্রস্তুত। তবে ডিমান্ড হাই হলে ঘাটতি দেখা দিতে পারে৷
ইতিমধ্যে নতুন এই সিরিজের কয়েকটি লিক প্রকাশিত হয়েছে। দেখা গেছে iPhone 14 Pro সিরিজের দুটি মডেল দেখতে একই রকম। ফোনটিতে Single Pin Punch Hole এ থাকবে ক্যামেরা অন্যদিকে Pill-Shape Punch Hole এ থাকবে Face ID এর যন্ত্রাংশ।
রিপোর্ট বলতে iPhone 14 Max এ থাকবে 5G চিপ এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ। ফোনটিতে 5G radio frequency চিপ হিসেবে TSMC এর 6nm Process ব্যবহার করা হবে। চিপটি সাইজে যেমন ছোট তেমনি এর পাওয়ার কনজামপশন ও কম। 6nm RF Process চিপকে sub-6GHz এবং mmWave 5G ব্যান্ডে কম পাওয়ার ব্যবহার করতে সাহায্য করবে একই সাথে এটা হাই পারফরম্যান্সও নিশ্চিত করবে।
Apple Pay ইতিমধ্যে iPhone 14 series ডিজাইন কনফার্ম করেছে। Apple Pay এর একটা বিজ্ঞাপণে এটা নিশ্চিত হয়েছে। iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এ ব্যবহার করা হয়েছে 6.1-inch এবং 6.7-inch স্ক্রিন। থাকবে 120Hz ProMotion Adaptive High Refresh রেট।
iPhone 14 Pro সিরিজে ব্যবহার করা হয়েছে একটি 48 মেগাপিক্সেল লেন্স। যা আগের 12-megapixel এর আপগ্রেড। ক্যামেরা দিয়ে ধারণ করা যাবে 8K ভিডিও। প্রসেসর হিসেবে থাকবে ল্যাটেস্ট জেনারেশন A16 Bionic প্রসেসর।
iPhone 14 সিরিজের দুটি মডেল এখনো Notch Design ব্যবহার করবে থাকবে Face ID ফেসিয়াল রিকুগনেশন। স্ক্রিন সাইজ হবে সাত ইঞ্চি, রেজুলেশন 2778 x 1284, 458PPI, এবং রিফ্রেশ রেট 90Hz। iPhone 14 Max এর মধ্যেও A15 Bionic ব্যবহার করা হবে। মেমোরি 6GB LPDDR4X পর্যন্ত আপগ্রেডের সুযোগ থাকবে রয়েছে 128GB এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। Ming-Chi Kuo দাবী করেছে সকল iPhone 14 মডেলে 6GB মেমোরি, এবং iPhone 14 Pro এবং Pro Max এ LPDDR 5 মেমোরি থাকবে। যা 1.5 টাইম ফাস্টার এবং ৩০% পাওয়ার সাশ্রয়ী। আগের ভার্সন গুলোর মতই iPhone 14 Max মডেলেও 12MP ক্যামেরা থাকছে।
প্রাইজ সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া গেছে। 6.1-inch iPhone 14 এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে, iPhone 14 Max এর দাম শুরু হবে ৮৯৯ ডলার থেকে। অন্যদিকে iPhone 14 Pro, ১০৯৯ ডলারে এবং iPhone 14 Pro Max বাজারে আসতে পারে ১১৯৯ ডলারে।
যেহেতু নতুন এই আইফোন সিরিজের দামও বেড়েছে এবং লুকেও পরিবর্তন এসেছে এখন দেখার বিষয় এটা কাস্টমারদের কতটা আকৃষ্ট করতে পারে। তারপরেও সব কিছু এখনো আনঅফিসিয়াল, পরিষ্কার তথ্য পেতে আইফোন লাভারদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর কনফারেন্স পর্যন্ত।
-
টেকটিউনস টেকবুম -১১ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।