সম্প্রতি লিক হয়েছে Xiaomi Mi 11 Ultra। ফোনটি কতটা দুর্দান্ত হতে যাচ্ছে তা এই লিকের মাধ্যমে আন্দাজ করছে Xiaomi ভক্তরা৷ দেখা গেছে ফোনটির পেছনে থাকছে আলাদা একটি সেলফি স্ক্রিন।
Xiaomi Mi 11 স্মার্টফোনটি ছিল Xiaomi এর সেরা ফোন গুলোর মধ্যে একটি। তবুও, দেখে মনে হচ্ছে Xiaomi তার Snapdragon 888 ফ্ল্যাগশিপটির সাফল্যে সন্তুষ্ট নয়। যেমন নতুন লিকটি বলছে, Xiaomi Mi 11 Ultra নিয়ে কাজ করছে কোম্পানিটি।
যদি Tech Buff ইউটিউবারের এই লিকটি সঠিক হয় তাহলে ধারণা করা যাচ্ছে Xiaomi ভক্তরা পেতে যাচ্ছে দারুণ কিছু।
ছবিতে দেখা যাচ্ছে ফোনটিতে দেয়া হয়েছে চমৎকার একটি ক্যামেরা সেটআপ, যেখানে তিনটি ক্যামেরা থাকার পাশাপাশি থাকবে একটি ছোট স্ক্রিন। যে স্ক্রিনটি হাই কোয়ালিটি সেলফি তুলতে ব্যবহৃত হবে। এটি ছাড়াও ফোনটিতে থাকে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ফাঁস ডিভাইসের পিছনে "120X" লিখা দেখায়, যার অর্থ এই হতে পারে যে এটি 120 এক্স জুম নিয়ে আসবে। শাওমি এমআই 10 আল্ট্রাতেও একই স্তরের জুম ছিল। লিকটি আরও বলেছে যে ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর, এবং পিছনে একটি 48 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকবে।
স্পষ্টতই, এখানে রয়েছে একটি শক্তিশালী 5, 000mAh ব্যাটারি। এটিতে 67W ওয়্যার্ড চার্জিং, 67W ওয়্যারলেস চার্জিং এবং 10 ডাবল রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকবে।
তাছাড়াও, ইউটিউবার বলছে ফোনটিতে IP68 Water Resistance ফিচার থাকবে। বলা যায় প্রথমবারের মত কোন শাউমি ডিভাইসে এই ফিচার থাকছে। শুনা যাচ্ছে, Xiaomi Mi 11, এর মতই Ultra তেও থাকবে Snapdragon 888 প্রসেসর। ফোনটিতে দেয়া হবে 6.67-inch WQHD+ OLED ডিসপ্লে, সাথে থাকবে 120Hz Refresh Rate।
তবে এখনো নিশ্চিত নয় যে এই লিকটি কতটা সঠিক। দুর্ভাগ্যবশত অফিসিয়াল কোন ঘোষণাও আসে নি। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এর দাম ১০০০ ডলারের উপরে হতে পারে। তবে সব কিছু নিশ্চিত ভাবে জানতে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে।
বিশ্বব্যাপী স্মার্টফোন মার্কেটের অন্যতম প্রতিযোগী Xiaomi। বাজারে আসার পর থেকে ইতিমধ্যে একাধিক জনপ্রিয় ফোন নিয়ে আলোচনায় এসেছে কোম্পানিটি। ভারতের পর বাংলাদেশেও এই স্মার্টফোন কোম্পানিটি সমান ভাবে জনপ্রিয়। আশা করা হয় আসছে দিন গুলোতেও এই স্মার্টফোন কোম্পানিটি একই ভাবে ইউজারদের জন্য চমৎকার সব ফোন নিয়ে আসতে থাকবে।
-
টেকটিউনস টেকবুম - ১৪ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ ভাই