Speedtest এখন পরিমাপ করতে পারবে আপনার নেটওয়ার্ক কতটা দ্রুত ভিডিও স্ট্রিম করতে পারবে। এখন থেকে ভিডিও দেখার আগে যাচাই করে নিতে পারবেন আপনার জন্য কোন রেজুলেশনটি উপযুক্ত হবে।
আমরা সবাই ইন্টারনেটের গতি পরিমাপ করতে হয়তো Speedtest এর নাম শুনেছি। ইন্টারনেট স্পিড টেস্ট করতে Ookla এর দারুণ একটি প্রোডাক্ট হচ্ছে Speedtest। ২০০৬ সালে চালু হবার পর থেকে মিলিয়নের বেশি মানুষ তাদের নেটওয়ার্কের আপলোড এবং ডাউনলোড স্পীড যাচাই করছে এই টুলটির মাধ্যমে৷
এখন থেকে Speedtest এর iOS এর ভার্সনের মাধ্যমে মাধ্যমে ইউজাররা বের করতে পারবে, তার নেটওয়ার্ক কত রেজুলেশনের ভিডিও স্ট্রিম কররা জন্য উপযুক্ত।
Speedtest blog এ সম্প্রতি Ookla ঘোষণা করেছে, Speedtest এর iOS এর ভার্সনের মাধ্যমে এখন থেকে ভিডিও রেজুলেশন, বাফারিং টাইম, লোডিং টাইম পরিমাপ করা যাবে। ভিডিও টেস্ট ফিচারটি একদম ফ্রি এবং অন্য প্ল্যাটফর্ম গুলোতেও এই ফিচারটি আসবে।
Ookla জানিয়েছে নেটওয়ার্ক প্রোভাইডাররা সব সময় সব কন্টেন্টে একই ট্রাফিক দেয় না, কখনো নেটওয়ার্ক গুলো ভিডিও স্ট্রিমিং এর জন্য বেশি ট্রাফিক দিতে পারে। নেটওয়ার্ক গুলো কখন ভিডিওর জন্য বেশি ট্রাফিক দেবে এটি পরিমাপ করতে সহায়তা করবে Speedtest।
অ্যাপটি ব্যবহার করতে প্রথমে অ্যাপটি Speedtest for iOS লিংক থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল দিয়ে ওপেন করুন। ওপেন করার পর নিচের ন্যাভিগেশন মেনু থেকে Video সিলেক্ট করুন৷ এবার Start বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। অ্যাপটি বিভিন্ন রেজুলেশনের ভিডিও টেস্ট করবে এবং আপনাকে সঠিক ফলাফল দেবে।
আপনি কি জানতে চান আপনার নেটফ্লিক্স সিরিজ বর্তমানে কোন ডিভাইসে ভাল ভাবে প্লে হবে? সেক্ষেত্রেও আপনাকে সাহায্য করতে পারে Speedtest। রেজাল্ট আপনাকে বলে দেবে কোন ডিভাইসে ভিডিও সবচেয়ে ভাল পারফরম্যান্স করবে।
Speedtest আমাদের প্রয়োজনের সময় দারুণ ভাবে সাহায্য করতে পারে, যেমন নেটওয়ার্ক বাফারিং বা স্লো কাজ করলে এর মাধ্যমে আপনার আসল স্পীড পরিমাপ করতে পারি। আমরা বুঝতে পারি সমস্যা ওয়েবসাইটে নাকি আমাদের নেটওয়ার্কে। তাছাড়া সার্ভিস প্রোভাইডাররা মিথ্যে কথা বললেও সেটার প্রমাণ পাওয়া যায়।
আশা করছি Ookla খুব তারাতাড়ি অ্যান্ড্রয়েড এবং পিসি ইউজারদের জন্যও Speedtest এর ভিডিও পারফরম্যান্স টেস্ট ফিচারটি নিয়ে আসবে।
-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।