২য় কোয়ার্টার থেকে বন্ধ হতে পারে iPhone 12 Mini উৎপাদন

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

জানা গেছে ২য় কোয়ার্টার থেকে অ্যাপল, iPhone 12 Mini উৎপাদন বন্ধ করতে পারে।

আইফোন 12 মিনি অ্যাপল এর সাম্প্রতিক প্রজন্মের সকল আইফোনগুলির মধ্যে সবচেয়ে ছোট এবং এটি বিক্রয়ের ক্ষেত্রেও সত্য বলে প্রমাণিত হয়েছে। প্রথম দিন থেকেই এটি প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না, বড় ভার্সন গুলোর তুলনায় এর বিক্রয় সব সময় ছিল নিচের দিকে।

Apple Insider, এ শেয়ার করা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাপল ২০২১ সালের দ্বিতীয় ক্যালেন্ডার কোয়ার্টারের সাথে সাথেই আইফোন 12 মিনির ইউনিট উত্পাদন বন্ধ করতে পারে। এর অর্থ উৎপাদন বন্ধ হবার আগে ফোনটির হাতে সম্ভবত কয়েক মাস রয়েছে।

JP Morgan এর সাপ্লাই চেইন বিশ্লেষক উইলিয়াম ইয়াং জানিয়েছে, ২য় কোয়ার্টারে আইফোন ১২ লাইন আপে বেশ কিছু পরিবর্তন এসেছে। ইয়াং দাবি করেছে যে অ্যাপল, iPhone 12 Pro Max উৎপাদন ১১ মিলিয়ন, iPhone 12 Pro অতিরিক্ত ২ মিলিয়ন এবং iPhone 11 মিলিয়ন বৃদ্ধি করবে।

এদিকে, iPhone 12 এর উৎপাদন ৯ মিলিয়ন এবং iPhone 12 Mini এর উৎপাদন ১১ মিলিয়ন বাদ দেয়া হবে। মূলত iPhone 12 Mini এর উৎপাদন হ্রাস করেই iPhone 12 Pro Max এর অতিরিক্ত ১১ মিলিয়ন উৎপাদন নিশ্চিত করা হবে।

তবে প্রথম বারের মত iPhone 12 Mini এর উৎপাদন কমানো হচ্ছে না, ২০২১ সালের প্রথম কোয়ার্টারেও উৎপাদন কিছু বাদ দেয়া হয়েছি আর এর প্রধান কারণ ছিল ফোনটি আশানুরূপ বিক্রি না হওয়া।

তবে আইফোন 12 মিনি এর এই ধরনের লড়াইটি বেশ আশ্চর্যজনক। কারণ ফোনটিতে ছিল প্রিমিয়াম সব ফিচার এবং ইন্টারনেটে এর ছিল বেশ পজিটিভ রিভিউ। তাছাড়া বড় ভার্সন গুলোর মতই এটিতে ছিল ফুল-স্ক্রিন OLED ডিসপ্লে, Face ID, A14 Bionic প্রসেসর এবং, 5G কানেক্টিভিটি।

জানা গেছে iPhone 12 Pro প্রত্যাশার চেয়ে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। iPhone 12 Pro এর দাম শুরু হয়েছিল ৯৯৯ ডলার থেকে যা উল্লেখযোগ্যভাবে উচ্চতর ফটোগ্রাফি অভিজ্ঞতা দেয়। তবে ক্যামেরাতে আরও আধুনিক প্রযুক্তি দেয়া যেতো৷ যাই হোক তারপরেও ইউজাররা দারুণ ভাবে গ্রহণ করেছে ডিভাইসটি।

মজার বিষয় হচ্ছে, জেপি মরগান রিপোর্ট এ জানা গেছে এই বছরও অ্যাপলের চারটি আইফোন প্রকাশের পরিকল্পনা রয়েছে। এতে বুঝায় যায় এখনি তারা মিনি আইফোনকে বাদ দিচ্ছে না। তবে কি হয় এটা দেখার জন্য অবশ্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

-
টেকটিউনস টেকবুম - ১০ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস