অফিসিয়াল ভাবে বিশ্ববাজারে এভেইলেবল হচ্ছে Xiaomi Mi 11। Xiaomi এর অন্যতম বেস্ট ভ্যালু ফ্ল্যাগ-শিপ স্মার্টফোনটি বিশ্ববাজারে পাওয়া যাবে।
হাই এন্ড ডিভাইস কিনতে ইউজাররা বাজারের হাতে গুনা কয়েকটি ব্র্যান্ডকে বিবেচনা করলেও এখন Xiaomi কেও বিবেচনা করতে হবে। Xiaomi Mi 11 ফোনটিতে ইউজাররা পাবে হাই-এন্ড ফ্যাগশিপ অভিজ্ঞতা।
Qualcomm Snapdragon 888 প্রসেসরের Xiaomi Mi 11 ফোনটি রিলিজের প্রথম দিকে শুধুমাত্র চীনা বাজারেই এভেইলেবল ছিল। কিন্তু Xiaomi ডিভাইসটিকে এখন গ্লোবালি রিলিজ করেছে। দুর্দান্ত হাই-এন্ড যন্ত্রাংশসহ ডিভাইসটি আসলেই রাখা হয়েছে সাশ্রয়ী মূল্য।
Snapdragon 888 প্রসেসরের জন্য Xiaomi Mi 11 ডিভাইসটি লক্ষণীয় হলেও এতে রয়েছে দুর্দান্ত কনফিগারেশন। ডিভাইসটিতে দেয়া হয়েছে 6.81 ইঞ্চি WQHD+ 120Hz AMOLED স্ক্রিন, যাতে পাওয়া যাবে 1, 500-nit Peak Brightness। আরও থাকবে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, সাথে আরও থাকবে 13 মেগাপিক্সেল Ultrawide লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের Telephoto লেন্স। ডিভাইসটি সেলফি ক্যামেরা হবে ২০ মেগাপিক্সেলের।
দীর্ঘ সময় ফোনটি ব্যবহারের জন্য রাখা হয়েছে 4, 600 mAh ব্যাটারি। অন্যান্য ফ্ল্যাগ-শিপ ফোন গুলোর মতই এই ফোনটিতেও থাকবে 55W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জার, এতে আরও আছে রিভার্স চার্জিং প্রযুক্তি।
স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকবে 8GB RAM এবং 128GB স্টোরেজের একটি ভার্সন এবং 8GB RAM এবং 256GB স্টোরেজের আরেকটি ভার্সন।
এখন পর্যন্ত ফোনটি ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বাজারে লঞ্চ করা হবে হবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪৯ ডলার। জানা গেছে ইউরোপের বাজারে ডিভাইসটি Midnight Gray এবং Horizon Blue কালারে আসবে।
ফোনটি কবে নাগাত মার্কেট গুলোতে শিপিং করা হবে সে বিষয়ে কোম্পানি এখনো পরিষ্কার তথ্য দেয় নি। তবে আসছে কয়েক দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায়, রিলিজ করার মত আরও কিছু দেশের নাম প্রকাশ করবে তারা।
বিশ্বব্যাপী স্মার্টফোন মার্কেটের অন্যতম প্রতিযোগী Xiaomi। বাজারে আসার পর থেকে ইতিমধ্যে একাধিক জনপ্রিয় ফোন নিয়ে আলোচনায় এসেছে কোম্পানিটি। ভারতের পর বাংলাদেশেও এই স্মার্টফোন কোম্পানিটি সমান ভাবে জনপ্রিয়। আশা করা হয় আসছে দিন গুলোতেও এই স্মার্টফোন কোম্পানিটি একই ভাবে ইউজারদের জন্য চমৎকার সব ফোন নিয়ে আসতে থাকবে।
যাই হোক বাজারে আসার পর Xiaomi Mi 11 ফোনটি ইউজারদের হাই-এন্ড চাহিদা পূরণ করতে পারে কিনা এটাই এখন দেখার অপেক্ষা।
-
টেকটিউনস টেকবুম - ১০ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।