প্ল্যাটফর্মে ইকর্মাস ফিচার চালু করতে যাচ্ছে TikTok

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে TikTok শীগ্রই তাদের প্ল্যাটফর্মে ইকর্মাস ফিচার চালু করতে যাচ্ছে। মুল ধরার সোশ্যাল মিডিয়া গুলোর পর একই পথে হাঁটছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শর্টফর্ম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

TikTok মনোযোগী হচ্ছে ই-কমার্সের দিকে। প্ল্যাটফর্মটি এমন কিছু টুল রিলিজের পরিকল্পনা করেছে যা ক্রিয়েটরদের বিভিন্ন এফিলিয়েট লিংক তাদের কন্টেন্টে এবং লাইভ স্ট্রিমিং এ শেয়ার করতে পারবে। ক্রিয়েটররা তাদের প্রোডাক্ট লিংক তাদের ভিডিও তে শেয়ার করতে পারবে এবং কমিশন পাবে।

The Financial Times এর এক প্রতিবেদন বলছে TikTok তার ক্রিয়েটরদের বাড়তি আয়ের ব্যবস্থা করে দিতে চাচ্ছে। ক্রিয়েটররা পেতে যাচ্ছে প্রফিক করার নতুন পথ। জানা গেছে শর্টফর্ম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি ২০২১ সালের যেকোনো সময় এই ফিচারটি লঞ্চ করতে পারে।

TikTok ইউজাররা খুব শীগ্রই তাদের ভিডিও তে লিংক শেয়ার করতে পারবে। এখানে ক্রিয়েটর এবং ব্র‍্যান্ডের মধ্যে সম্পর্ক বাধ্যতামূলক নয়। যখন অডিয়েন্সরা লিংককে ক্লিক করে নির্দিষ্ট পণ্য ক্রয় করবে তখন ক্রিয়েটররা একটা কমিশন পাবে। তাছাড়া একই সাথে লাইভ স্ট্রিমিং এ শপিং ফিচার নিয়ে আসার কথাও ভাবছে প্ল্যাটফর্মটি। যা ইতিমধ্যে ইন্সটাগ্রাম, Reels নামে নিয়ে এসেছে।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে TeeSpring এর সাথে একটি পার্টনারশিপ ঘোষণা করেছিল TikTok। যেখানে বলা হয়েছিল, এখন থেকে ক্রিয়েটররা নিজেদের পণ্য TikTok এর মাধ্যমে বিক্রয় করতে পারবে। একই সাথে Shopify এর সাথেও এমনই একটি চুক্তির কথাও শুনা গিয়েছিল।

The Financial Times তাদের রিপোর্টে অদ্ভুত একটি তথ্য দিয়েছে সেটি হল, ৪০% এমন TikTok ইউজার রয়েছে তাদের কোন ফেসবুক একাউন্ট নেই, আবার এমন ৬৩% ইউজার রয়েছে যাদের টুইটার একাউন্ট নেই। সুতরাং বলা যায় TikTok ফ্রেশ কিছু গ্রাহক পাচ্ছে যারা ইতিমধ্যে কোন ফেসবুক বা টুইটারের বিজ্ঞাপণ দেখে নি।

সামাজিক যোগাযোগ রক্ষায় সহায়তা করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া গুলো ক্রমশ অর্থ উপার্জনকে গুরুত্ব দিচ্ছে। সোশ্যাল মিডিয়া গুলো আজকাল বিজ্ঞাপণের পাশাপাশি অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, WhatsApp তাদের প্ল্যাটফর্ম জুড়ে এনেছে শপিং ফিচার। ওইদিকে TikTok এর মত প্ল্যাটফর্ম গুলোও এই সুযোগটি কাজে লাগাচ্ছে।

এটা বলার অপেক্ষা রাখে না এখন সোশ্যাল মিডিয়া গুলো, একই সাথে ক্রিয়েটর, বিজ্ঞাপনদাতা, এবং অন্যান্য পক্ষের ব্যবসায়িক ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে।

-
টেকটিউনস টেকবুম - ১০ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস