সম্প্রতি জানা গেছে এবছর Shuffle Play ফিচার আনতে যাচ্ছে Netflix। ভবিষ্যতে আপনি কি দেখবেন সেটা পছন্দ করে দেবে Netflix।
আপনি এত এত সিনেমার মধ্যে বা ওয়েব সিরিজের মধ্যে কোনটি দেখবেন সেটা ঠিক করতে পারছেন না? ঘণ্টার পর ঘণ্টা স্ক্রুল করে চলেছেন? আপনার জন্য আসতে চলেছে দারুণ ফিচার। Shuffle Play ফিচারের মধ্যমে আপনি পাবেন এমন সমস্যার সমাধান।
গত মাসে নেটফ্লিক্স তাদের Shuffle Play ফিচারটি পরীক্ষা করে দেখেছে। নেটফ্লিক্স এর এই ফিচারটি এমন একটি ব্যবস্থা যেখানে তারা আপনার পছন্দ অনুযায়ী সাজেশন প্রদান করবে। আপনি কোন সিনেমা গুলো র্যাটিং দিচ্ছেন, কেমন সিনেমা পছন্দ করছেন, পূর্বে কি সিনেমা দেখেছেন এই বিষয় গুলো ডিটেক্ট করবে নেটফ্লিক্সের এলগোরিদম।
যদিও অফিসিয়াল ভাবে এখনো এই ফিচারটির নাম দেয়া হয় নি তবুও জানা গেছে এ বছরের মাঝামাঝির দিকে আসতে পারে এটি। ইতিমধ্যে যেহেতু ফিচারটি ইন্টারনালি এবং এক্সটার্নালি চেক করা হয়েছে সুতরাং বলা যায় খুব তারাতাড়িই আসতে যাচ্ছে এটি।
শেয়ারহোল্ডারদের কাছে চতুর্থ কোয়ার্টারের উপার্জন রিপোর্টে ফিচারটি ঘোষণা করা হয়। নেটফ্লিক্স জানায়, "আমরা একটি নতুন ফিচার পরীক্ষা করেছি যা সদস্যদের তৎক্ষণাৎ ব্রাউজ করার বদলে তাদের জন্য বেছে নেওয়ার ক্ষমতা প্রদান করে। ফিডব্যাক ইতিবাচক হয়েছে এবং আমরা ২০২১ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী এটি রোল আউট করার পরিকল্পনা করেছি"।
Netflix সর্বদা কন্টেন্ট উপভোগ করার উপায়টিকে উন্নত করার চেষ্টা করে আর তারই ধারাবাহিকতায় আসছে নতুন ফিচারটি।
TechCrunch এর রিপোর্ট অনুসারে, Shuffle Play ফিচারটি বর্তমানে কেবল টিভি ডিভাইসে পরীক্ষা করা হচ্ছে ওয়েব বা মোবাইল নয়। জানা গেছে ইউজারদের প্রোফাইল আইকনের নিচে Shuffle Play বাটনটি উপস্থিত হতে পারে। অথবা এটি সাইটবারেও নিয়ে যাওয়া হতে পারে।
২০২১ সালের প্রথমার্ধে আসলেও কত তারিখ আসবে এটি এখনো জানা যায় নি। নেটফ্লিক্স তাদের এই ফিচারটি কি শুধু মাত্র টিভির জন্যই এভেইলেবল করবে নাকি সব ডিভাইসে পাওয়া যাবে এটা নিশ্চিত নয়।
এদিকে সম্প্রতি জানা গেছে Netflix এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২০০ মিলিয়নেরও বেশি। স্ট্রিমিং জায়ান্ট Netflix ঘোষণা করেছে, বর্তমানে এটির ২০০ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। একই সাথে তারা স্বীকার করেছে, এই গ্রাহকদের বেশিরভাগ অংশ এসেছে করোনা মহামারীর পর।
-
টেকটিউনস টেকবুম - ০৯ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।