সম্প্রতি Epic Games দাবি করেছে Apple কৃত্রিম ভাবে তাদের অ্যাপ এর দাম বাড়িয়ে চলেছে। অন্যতম জনপ্রিয় গেম Fortnite এর নির্মাতা কোম্পানি বলছে অ্যাপল এর App Store কমিশন তুলনামূলক বেশি আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা।
Apple এর সাথে Epic Games এর লড়াই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত অনেকটা প্রসারিত হয়েছে। Epic Games সম্প্রতি Australian Competition and Consumer Commission এর কাছে অভিযোগ করেছে, অ্যাপল অনিয়ন্ত্রিত মার্কেট পাওয়ারের অপব্যবহার করছে, তারা জোরপূর্বক তাদের App Store এর অ্যাপ গুলোর দাম বাড়িয়ে রেখেছে।
Epic Games তাদের অভিযোগে বলেছে, অ্যাপল প্রতিটি অ্যাপের জন্য ডেভেলপারদের কমিশন নির্ধারণ করেছে ৩০% যা অনেক বেশি, যদিও গত বছরের শেষ দিকে অনেক ঘটনার প্রেক্ষিতে কিছু কিছু ডেভেলপারদের কমিশন হাফ কমিয়ে ১৫% এ আনা হয়েছে, তারপরেও এটি বেশি। Epic Games দাবী করে ডেভেলপারদের কমিশন সিঙ্গেল ডিজিটে আনা হোক কারণ এই কমিশনের জন্য ভোক্তাদের জন্য অ্যাপ অনেক ব্যয়বহুল হয়ে যায়। তারা আরও জানায় এই ধরনের আচরণে অস্ট্রেলিয়ার ইউজাররা ক্ষতিগ্রস্ত হতে পারে।
Apple এর সাথে Epic Games এর দ্বন্দ্ব নতুন কিছু না। গত বছর থেকে দুটি কোম্পানির মধ্যে ঝামেলা লেগেই আছে। এর মধ্যে একাধিক বার অ্যাপলের বিরুদ্ধে মামলাও করেছে Epic Games। Epic Games এর অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল কে বেশ কয়েকবার তদন্তও করেছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। তাদের মধ্যকার দ্বন্ধের কারণটি জানতে আপনাকে একটু পেছনে যেতে হবে।
স্বাভাবিকভাবেই অ্যাপল App Store এ যত অ্যাপ আছে সকল অ্যাপ ক্রয় থেকে অ্যাপল ৩০% কমিশন পায়। Epic Games বরাবরই তাদের এই কমিশনের বিরুদ্ধে ছিল, তো তারা Fortnite গেমসটি এমন ভাবে ডিজাইন করে যাতে অ্যাপল তাদের ৩০% কমিশন না পায়। আর নতুন পেমেন্ট মেথড যোগ করায় অ্যাপ তাদের স্টোর থেকে Fortnite রিমুভ করে দেয়। সাথে সাথে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে Epic Games। আর তখন থেকেই দুই কোম্পানির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
দুই কোম্পানির মধ্যে দ্বন্দ্ব তো আগেই ছিল এবার নতুন করে যুক্ত হল, অস্ট্রেলিয়ার ইউজারদের ক্ষতিগ্রস্ত হবার বিষয়টা।
যুক্তরাষ্ট্রে মে মাসে কোর্টে Apple এবং Epic Games এর সাক্ষাতের কথা আছে। অ্যাপলের সিইও টিম কুকও মামলার জবানবন্দিতে অংশ নেবেন।
এদিকে Epic Games এর অভিযোগের প্রেক্ষিতে Australian Competition and Consumer Commission অ্যাপলের উপর এবং App Store এ তাদের নিয়ন্ত্রণের উপর তদন্ত চালাচ্ছে। এই পর্যন্ত অ্যাপলে করা অনেক গুলো অ্যান্টিট্রাস্ট তদন্তের মধ্যে এটিও একটি।
-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।