মাইক্রোসফট ঘোষণা করেছে Microsoft Viva নামে নতুন প্ল্যাটফর্ম

সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা করেছে Microsoft Viva নামে নতুন Employee Experience প্ল্যাটফর্ম। কর্মীদের শিখতে, বিকাশ ঘটাতে এবং সাফল্য বয়ে আনতে সাহায্য করবে এই Microsoft Viva।

Microsoft Viva হতে চলেছে বিভিন্ন কোম্পানি প্রথম কর্মচারী অভিজ্ঞতা প্রোগ্রাম, যা পরিচালনা করা হবে Microsoft Teams এবং Microsoft 365 এর মাধ্যমে। এই টুলটি, নিয়োগকারীদের ভাল কর্মক্ষেত্র তৈরি করার জন্য কর্মচারীর অভিজ্ঞতা এবং ফিডব্যাক পেতে সাহায্য করবে।

মাইক্রোসফট বলছে Microsoft Viva একটি নতুন কর্মচারী প্ল্যাটফর্ম যা "কর্মীদের শিখতে, জানতে এবং নিজেদের উন্নত করতে সহায়তা করবে। "

Microsoft Viva এর থাকবে চারটি মডিউল,

Viva Connections: একটি পারসোনাল গেটওয়ে যেখানে কর্মীরা কোম্পানির বিভিন্ন রিসোর্স, এবং কমিউনিটি এর এক্সেস পাবে।

Viva Insights: ওয়ার্ক-প্লেস সম্পর্কে ম্যানেজার, লিডার, এবং কর্মীরা ইনসাইট পাবে। LinkedIn Glint, Zoom, Slack, Workday, এবং SAP SuccessFactors এর মত থার্ডপার্টি সার্ভিস গুলো ইনসাইট তৈরি করতে সহায়তা করবে।

Viva Learning: এটি এমন একটি মডিউল যা কোম্পানিকে এবং কর্মীদের বিভিন্ন বিষয় শিখতে সাহায্য করবে। কর্মীদের দক্ষতা বাড়াতে কাজ করবে।

Viva Topics: কোম্পানি ইনফরমেশন এবং এক্সপার্টদের সাথে কানেক্ট হতে সাহায্য করবে।

Image result for Microsoft Announces Microsoft Viva: A New Employee Experience Platform

মাইক্রোসফট CEO, Satya Nadella জানিয়েছেন, "আমরা বিশ্বের বৃহত্তম রিমোট ওয়ার্কে অংশ নিয়েছি এবং এটি কর্মীর অভিজ্ঞতার উপর প্রভাব ফেলেছে। প্রতিটি কোম্পানির কর্মীদের শেখা প্রয়োজন, জানা প্রয়োজন। Viva প্রথম দিন থেকে কর্মীদের সফল হতে যা যা প্রয়োজন সব কিছু একসাথে নিয়ে আসবে"।

Viva প্ল্যাটফর্মটি একটি ওপেন এবং এক্সটেনসিবল প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করা হয়েছে, যাতে সংস্থাগুলি নতুন পোর্টালে বিদ্যমান কর্মচারীদের অভিজ্ঞতা হাব গুলোও আমদানি করতে পারে। এখানে দেয়া হয়েছে অসংখ্য থার্ডপার্টি ইন্টেগ্রেশন।

মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট Jared Spataro এর Post অনুযায়ী এই প্ল্যাটফর্মটি গত ৪ ফেব্রুয়ারী থেকে এভেইলেবল হবার কথা ছিল। বিস্তারিত জানতে আগ্রহীরা Microsoft Viva ওয়েবপেজে ঘুরে আসতে পারে।

রিমোট ওয়ার্কিং কে আরও ফলপ্রসূ করতে মাইক্রোসফট নিয়ে যাচ্ছে নতুন নতুন পদক্ষেপ। Microsoft Teams এ একের পর এক আপডেট আনার পর, মাইক্রোসফটের নতুন এই পদক্ষেপটি আসলেই দারুণ।

আশা করা যায় Microsoft Viva ব্যবহার করে কর্মীরা তাদের দক্ষতা বাড়িয়ে কোম্পানিতে অবদান রাখতে পারবে এবং ম্যানেজাররাও কর্মীদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবে।

-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস