ফাইনালি রিলিজ হয়েছে Windows 10 2004

ফাইনালি রিলিজ হয়েছে Windows 10 এর মে ২০২০ আপডেট।

প্রাথমিক ভাবে গত বছর এই আপডেটটি আসার পর ব্যাপক ভাবে সমালোচনার শিকার হয়। আপডেটটি পিসিতে ইন্সটল করার পর থেকে দেখা দেয় বিভিন্ন সমস্যা। ইন্টারনেটে ব্যাপক নেগেটিভ রিভিউ আসার পর মাইক্রোসফট সেই আপডেটটি উঠিয়ে নিয়েছিল। বিভিন্ন সমস্যা সমাধান করে মাইক্রোসফট আবার নিয়ে এসেছে তাদের ১ বছর আগের সেই আপটেড।

Windows 10 2004 আপডেটটি আগে সবার জন্য এভেইলেবল ছিল না, এখন সবার জন্য এভেইলেবল করা হয়েছে এটি। মাইক্রোসফট কিছু দিন আগে নির্দিষ্ট কিছু ইউজারদের এই আপডেট দিয়ে যাচাই বাছাই করেছে। এই প্রক্রিয়াটি ছিল অনেকটা Microsoft Teams এর মতই, যেখানে প্রথম দিকে সবাইকে আপডেট ফিচার দেয়া হয় না।

সর্বশেষ অনেক যাচাই বাছাইয়ের পর মাইক্রোসফট নিশ্চিত হয়েছে এখন সবাই Windows 10 এর এই ভার্সনটি ব্যবহার করতে পারে।

জানা গেছে দুর্দান্ত সব ফিচার নিয়ে এসেছে এই ভার্সনটি। Windows 10 2004 এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে Windows Hello এর Fast Identity Online 2 (FIDO2) সাপোর্ট৷ একই সাথে Windows Defender এ দেয়া হয়েছে Firmware Protection ব্যবস্থা।

এই আপডেটে Cortana কে আরও অপটিমাইজ করা হয়েছে। এখন Cortana আপনাকে Microsoft 365 অ্যাপের মধ্যেও সাপোর্ট দেবে৷ এখন থেকে আপনি Cortana উইন্ডোটি ইচ্ছে মত ড্রাগ করতে পারবেন। একই সাথে আপডেট এসেছে ব্লুটুথ ডিভাইসে, ট্যাবলেট মুডে, এবং Touch keyboard এর Emoji ফিচারে৷

তাছাড়া Windows 10 version 2004 এর পাসওয়ার্ড বাগ ফিক্স করতে এসেছে আরেকটি অপশনাল আপডেট। জানা গেছে সম্প্রতি মাইক্রোসফট, Windows 10 version 2004 এর বেশ কিছু বাগ এর সমাধান নিয়ে এসেছে অপশনাল আপডেটে। Windows 10 KB4598291 cumulative আপডেট ইন্সটলে ইউজাররা পাবে সমাধান। আপডেটটি এসেছে গত ৩ ফেব্রুয়ারী। যে সমস্ত ইউজার তাদের Windows 10 মেশিনে 2004 ভার্সনটি আপডেট দিয়েছিল তারা এখন নতুন আপডেটটিও পাবে।

Windows 10 KB4598291 Cumulative আপডেট একটি অপশনাল আপডেট, এর মানে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পিসিতে ইন্সটল হবে না, আপনাকে ইন্সটল করে নিতে হবে। আপনিও যদি Windows 10 version 2004 ইন্সটল দেবার পর কোন সমস্যা ফেস করেন তাহলে এখনি আপডেট করে ফেলতে পারেন আপনার পিসিটি। প্রথমে Settings > Update & Security, যান এবং Check for Updates এ ক্লিক করুন। আপডেটটি অপশনাল আপডেট সেকশনে শো করবে, Download and install ক্লিক করুন। আপডেট প্রক্রিয়া সম্পাদন হয়ে গেলে পিসি রিস্টার্ট দিন।

আপনার ডিভাইসটিও আপডেট দিতে, চলে যান Settings > Update & Security > Windows Update সেকশনে। আপডেট পাওয়ার সাথে সাথে আপডেট দিয়ে নি।

-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস