গুগলের ক্রোমের, 88 ভার্সন চলে এসেছে। Chrome এর সর্বশেষ সংস্করণে রয়েছে একটি ক্রিটিক্যাল ফিক্স যা আপডেট করা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ।
আমরা প্রায়ই ব্রাউজার আপডেট গুলো এড়িয়ে যাই কারণ হয়তো তখন আমরা গুরুত্বপূর্ণ কিছু করতে থাকি। কিন্তু এখন আপনাকে বলে দেয়া দরকার, ক্রোম আপডেট কররা চেয়ে আর গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না, কারণ আপনি Google Chrome 88 ভার্সনে পাবেন Zero-day Vulnerability ফিক্স এর ব্যবস্থা।
ক্রোমের নতুন আপডেট ভার্সনটি হচ্ছে 88.0.4324.150৷ Chrome Releases Blog, এর ঘোষণা মতে এই আপডেট ডিজাইন করা হয়েছে সিরিয়াস Zero-day Vulnerability ফিক্স করার জন্য। গুগল জানিয়েছে তারা Zero-day Vulnerability সম্পর্কে অবগত আছে এবং ইউজারদের সেইফ করতেই এই আপডেট নিয়ে এসেছে।
আপনার ক্রোম ব্রাউজারটি আপডেট করতে, প্রথমে ক্রোম ওপেন করে Menu তে যান তারপর Help এ ক্লিক করুন, তারপর About Google Chrome সিলেক্ট করুন এবং সর্বশেষ Relaunch এ ক্লিক করুন। এবার আপনি ক্রোমের ল্যাটেস্ট ভার্সন এবং সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন।
ইন্টারনেট নিরাপদে ব্রাউজ করতে গুগল সম্প্রতি একাধিক ব্যবস্থা নিচ্ছে, কিছু দিন আগে গুগল তাদের ক্রোম ওয়েব স্টোর থেকে Great Suspender এক্সটেনশনটি রিমুভ করে দেয়৷
যারা ব্রাউজারের ট্যাব গুলো স্মার্ট ভাবে পরিচালনা করতে চাইতো তাদের সবারই পছন্দের একটি এক্সটেনশন ছিল Great Suspender। সম্প্রতি জানা গেছে গুগল এখন ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটি সরিয়ে নিয়েছে। গুগল জানিয়েছে এটি ম্যালওয়্যার ছড়াতে ব্যবহৃত হতে পারে।
-
টেকটিউনস টেকবুম - ০৮ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।