হার্ট রেট এবং শ্বাস প্রশ্বাসের হার পরিমাপ করবে Google Fit

সম্প্রতি জানা গেছে Pixel ফোন Google Fit এর সাথে পরিমাপ করতে পারবে মানুষের হার্ট রেট এবং শ্বাস প্রশ্বাসের হার। ক্যামেরা এবং Google Fit অ্যাপ ব্যবহার ইউজাররা পরিমাপ করতে পারবে স্বাস্থ্য বিষয়ক এই মেট্রিক্স গুলো।

গুগল শীঘ্রই নতুন পিক্সেল মালিকদের জন্য একটি অত্যন্ত দরকারি ফিচার রোল আউট করতে চলেছে। কোম্পানি The Keyword ব্লগে ঘোষণা করেছে, Google Fit অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের হৃদপিণ্ড এবং শ্বাস প্রশ্বাসের হার পরিমাপ করা যাবে।

তারমানে আপনার এই মেট্রিক্স গুলো পরিমাপ করতে আলাদা ফিটনেস ট্র‍্যাকার কিনতে হবে না, পকেটে থাকা ফোন দিয়েই পরিমাপ করা যাবে হার্ট রেট এবং শ্বাস প্রশ্বাসের হার।

ফোনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস পরিমাপ করতে, ফোনে ফ্রন্ট ক্যামেরা আপনার মাথা বরাবর রাখতে হবে। রাখার পর স্বাভাবিক শ্বাস নিতে হবে, অ্যাপটি তখন আপনার শ্বাস প্রশ্বাস প্যাটার্ন মনিটর করবে এবং উপযুক্ত রেজাল্ট দেবে।

হার্ট রেট পরিমাপ করতে আপনার আঙুল পেছনের ক্যামেরায় রাখতে হবে এবং অ্যাপটি পরিমাপ করা শুরু করবে। মজার ব্যাপার হল এজন্য আপনাকে ফ্ল্যাশ অন করতে হবে না। রিডিং হবার পর মেট্রিক্স গুলো আপনি Google Fit অ্যাপে সেভ করে রাখতে পারবেন।

গুগল স্বীকার করেছে, তবে এই অ্যাপ কখনোই ডাক্তারের সেবার বিকল্প নয়। গুগল জানায়,
"যদিও এই পরিমাপগুলি চিকিৎসা নির্ণয়ের জন্য বা চিকিৎসার শর্তগুলি মূল্যায়নের জন্য নয়, আমরা আশাকরি যে গুগল ফিট অ্যাপ্লিকেশনটি প্রতিদিনের সুস্থতা ট্র্যাক করতে এবং উন্নতি করতে কার্যকর হতে পারে"।

গুগল বলেছে তারা এই ফিচার গুলো ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছে। এবং এই অ্যাপ গুলো মোটামুটি সঠিক ফলাফল দেয়। গুগল একই সাথে এটিও বলেছে কখনো চিকিৎসকের বিকল্প হিসেবে এই অ্যাপ গুলো ব্যবহার করা যাবে না। নিয়মিত ফিটনেস চেক করতে এই অ্যাপ গুলো ব্যবহার করা যেতে পারে।

যাই হোক, গুগল ঘোষণা করেছে ফিচারটি আগামী মাসে তাদের Google Fit অ্যাপে আসতে যাচ্ছে। সুতরাং ইউজারদের আরও কিছু দিন ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যক্রমে, কোম্পানিটি আরও জানিয়েছে, কেবল পিক্সেল ফোনগুলিই সঠিক ভাবে এই ফিচারটি ব্যবহার করতে পারবে।

গুগল আরও জানিয়েছে পরবর্তীতে সকল অ্যান্ড্রয়েড ফোন গুলোর জন্য এই ফিচারটি এভেইলেবল করা হবে, তবে কবে নাগাত এটি করবে সে সম্পর্কে পরিষ্কার কোন তথ্য দেয় নি তারা।

-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস