ভুল তথ্য সনাক্তকরণে সতর্কতা লেবেল চালু করবে TikTok

সম্ভাব্য ভুল তথ্য সনাক্তকরণে সতর্কতা লেবেল চালু করবে TikTok। ইউজাররা কোন Flagged কন্টেন্ট শেয়ার করতে চাইলে এখন প্ল্যাটফর্মটি ওয়ার্নিং নোটিফিকেশন প্রদর্শন করবে।

TikTok এর নতুন সতর্কতা লেবেলের লক্ষ্য আপনাকে সম্ভাব্য বিভ্রান্তিকর কন্টেন্ট বা ভিডিও সনাক্তকরণে সহায়তা করা। প্ল্যাটফর্মে যেন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না পড়ে এজন্যই TikTok এই পদক্ষেপ নিয়েছে।

TikTok Newsroom এর একটি Post এ নতুন এই ফিচারটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়, তারা জানিয়েছে অমানবিক, বিভ্রান্তিকর, বা ভ্রান্ত কন্টেন্ট বিস্তার মোকাবেলায় সহায়তা করার দায়িত্ব নিয়েছে TikTok।

প্ল্যাটফর্মে জুড়ে থাকা কন্টেন্ট গুলোকে ফ্যাক্ট-চেক করতে, TikTok ইতিমধ্যে পার্টনারশিপ করেছে, PolitiFact, Lead Stories, এবং SciVerify এর সাথে। তবে TikTok স্বীকার করেছে সিস্টেমটি ত্রুটির বাইরে নয়, তাদেরও ভুল হতে পারে। প্ল্যাটফর্মটি নোট করেছে বর্তমানে, কোনও অপ্রয়োজনীয় কন্টেন্ট আপনার জন্য ফিড থেকে নিষিদ্ধ করা যেতে পারে এবং যা ইউজারদের Recommendations এ আসবে না।

ভুল তথ্য রোধ করার জন্য টিকটকের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে, সতর্কতা লেবেল দারুণ কাজ করবে। সেই সাথে সম্ভাব্য বিভ্রান্তিকর কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করা হলে এটি নোটিফিকেশন প্রদান করবে। TikTok আশা করে যে সতর্কতাগুলো ব্যবহারকারীদের এমন কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত রাখবে যা এখনও সঠিক বলে নিশ্চিত হয়নি।

এখন থেকে ইউজার যখন ফিডে স্ক্রোল করবে তখন কিছু কিছু ভিডিওতে লেবেল যুক্ত থাকতে পারে। লেবেল উল্লেখ থাকবে, "Caution: Video flagged for unverified content"।

যদি কোন ইউজার লেবেল যুক্ত কন্টেন্ট গুলো শেয়ার করতে চায় তাহলে, একটি নোটিফিকেশন ইউজারকে এই কন্টেন্ট সম্পর্কে সচেতন করবে। ইউজার Cancel অথবা Share anyway যেকোনো একটি অপশন বাছাই করতে পারে।

TikTok জানিয়েছে তারা শীগ্রই এই ফিচার প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছে, তবে প্রথম দিকে এই ফিচার পাবে যুক্তরাষ্ট্র এবং কানাডা। আপনার কোন কন্টেন্টকে যদি Flagged করা হয় তাহলে সেটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে প্ল্যাটফর্ম জুড়ে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে টুইটারও এমন ফিচার চালু করেছিল। যেখানে নির্দিষ্ট আর্টিকেল শেয়ারের আগে ইউজারকে সতর্ক বর্তা প্রদর্শন করানো হতো।

মূলধারার সোশ্যাল মিডিয়া যেমন, Twitter, Facebook, Instagram এর পর, ভুল তথ্য রোধে TikTok এর এমন পদক্ষেপ আসলেই ইউজারদের জন্য উপকারী হতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস