কম দামে ইউজাররা পাবে Disney+, Hulu, এবং ESPN+ বান্ডেল

জানা গেছে ইউজার এখন, Disney+, Hulu, এবং ESPN+, এই তিনটি সার্ভিস একটি বান্ডেলে কিনতে পারবে। আপনি চাইলে একসাথে এই তিনটি স্ট্রিমিং সার্ভিস কমে দামে পেতে পারেন।

আপনি Disney+, Hulu, এবং ESPN+ এ সাইন আপ করলে একসাথে তিনটি সার্ভিসই পাবেন, আপনাকে আলাদা আলাদা ভাবে সার্ভিস গুলো কিনতে হবে না। Disney, ২০২০ সালের ডিসেম্বরে এই বান্ডেলটির ঘোষণা করে, যেখানে পাওয়া যাবে এক মাসের জন্য, Disney+, এডফ্রি Hulu, এবং ESPN+।

প্রথম দিকে এই বান্ডেলটি শুধু মাত্র Hulu ইউজারদের জন্য ছিল কিন্তু পরবর্তীতে অফারটি বাড়ানো হয়। বর্তমানে এই বান্ডেলটি দিচ্ছে Disney এবং নাম দেয়া হয়েছে The Disney Bundle।

এই অফারটি পেতে প্রথমে আপনাকে Disney+ এ একাউন্ট খুলতে হবে, ইউজারনেম এবং পাসওয়ার্ড আপনি ESPN+ এ ব্যবহার করতে পারবেন, এবং Hulu একটিভ করার জন্য একটি কনফারমেশন ইমেইল পাবেন।

প্রতিমাসে এই বান্ডেলটি নিতে আপনার খরচ হবে ১৮.৯৯ ডলার। তবে যদি আগের বান্ডেল নিতে চান তাহলে খরচ হবে ১২.৯৯ টাকা সেক্ষেত্রে Hulu তে এড থাকবে। নতুন প্যাকেজে আপনার বেঁচে যাবে ৫.৯৯ ডলার।

আপনি যদি এই তিনটি সার্ভিস থেকে যেকোনো একটি ইতিমধ্যে কিনে থাকেন তাহলে বান্ডেলের জন্য একই ইমেইল ব্যবহার করতে পারেন। সব গুলো সার্ভিসে যুক্ত থাকলে আপনি সাপোর্টে কথা বলেও অফারটি নিতে পারেন।

লকডাউনে মানুষ বাসায় বসে যেন ভাল সময় কাটাতে পারে এজন্যই এই স্ট্রিমিং সার্ভিস গুলো ডিসেম্বরে অফারটি চালু করেছিল।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস