এখন Acrobat Web এর মাধ্যমে Text এবং Images এডিট করতে পারবেন। Text এবং Images এডিট করার সুবিধাটি আগে শুধু মাত্র Acrobat এর ডেক্সটপ ভার্সনের জন্যই এভেইলেবল ছিল, এখন আপনি ওয়েব ভার্সনেও পাচ্ছেন এই সুবিধা।
সময় এখন পরিবর্তিত হয়েছে ডিজিটাল মাল্টিমিডিয়া শিল্প ইউজারদের ধারণা থেকে আরও বেশি বড় হয়েছে। Adobe এর সর্বাধিক ব্যবহৃত এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত, পিডিএফ রিডার এবং এডিটর হচ্ছে Acrobat।
সাম্প্রতিক বছরগুলিতে, যারা তাদের কম্পিউটারে Acrobat ডাউনলোড করতে চায় না তাদের জন্য বিকল্প হিসাবে কাজ করেছে Acrobat Web। তবে Acrobat Web সংস্করণে কিছু ফিচার অনুপস্থিত ছিল, আর এইজন্যই Adobe এটি সংশোধন করার পদক্ষেপ হাতে নিয়েছে।
এখন Acrobat Web দিয়েই Text এবং Images এডিট করা সম্ভব। যারা PDF নিয়ে কাজ করতো তারা সবাই চাইতো Acrobat Web যেন ফিচারটি নিয়ে আসে, কিন্তু কবে নাগাত আসতে পারে এটি সম্পর্কে কোন ধারণা ছিল না। যাক শেষ পর্যন্ত আপডেট এসেছে।
Adobe এর Document Cloud ভিপি Todd Gerber, TechCrunch এ বলেছেন, "আমরা এটি আগেই করতে পারতাম, তবে দ্রুত এটি করলে মানসম্মত হতো না"।
স্পষ্টতই, বিভিন্ন ফন্টকে নিয়ে কাজ করা থেকে শুরু করে, একটি ফিচারকে অনলাইনে আনতে ডেভেলপারদের অনেক কিছু বিবেচনা করতে হয়। Adobe জানায় তারা এই ফিচারটি অনলাইনে আনতে বেশ চ্যালেঞ্জ এর সম্মুখীন হয়েছিল।
Acrobat Web এর আরও কত গুলো ফিচার হচ্ছে, Protecting PDF, Splitting PDF এবং Merging Multiple PDF। আপনি এখন থেকে Acrobat Web এর মাধ্যমে Word ফাইলকে PDF এ কনভার্ট করতে পারবেন। আপনার পছন্দের ফাইল গুলো পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে পারবেন, একটি ফাইলকে একাধিক ফাইলে ভাগ করতে পারবেন, একাধিক ফাইলকে এক ফাইলে মার্জ করতে পারবেন।
Adobe Acrobat এর এই আপডেটটি দীর্ঘদিন ধরেই আসার কথা ছিল, এখন এসেছে এটাই বড় কথা। আপনি এখন যেকোনো কাজে, হোক পারসোনাল বা অফিসিয়াল, সহজেই ব্যবহার করতে পারবেন Acrobat Web।
দীর্ঘ দিন ধরে কম্পিউটার তথা ফোনের ডকুমেন্ট গত কাজে অন্যতম একটি নাম হচ্ছে Adobe। ইউজারদের কাজকে আরও সহজ করতে Adobe এর এই পদক্ষেপ গুলো আসলেই প্রশংসার দাবী রাখে।
-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।