Instagram এর ডিলিট হওয়া Photos, Videos ফিরিয়ে আনা যাবে

Instagram এর কোন Post মুছে ফেলে অনুতপ্ত হচ্ছেন? চিন্তা নেই আবার ফিরিয়ে আনতে পারবেন Post গুলো। Instagram এর Deleted ফিচারের মাধ্যমে আপনি চাইলে রিস্টোর হয়ে ফেলতে পারবেন মুছে ফেলা Post।

Instagram এর Deleted ফিচারটি ব্যবহার করে ইউজাররা ডিলিট হওয়া Post গুলো Review করতে পারবে এবং চাইলে Restore ও করতে পারবে। এই ফিচারটি বিশেষ করে সেই সমস্ত একাউন্ট গুলোর জন্য উপকারে আসবে, যেগুলো সম্প্রতি হ্যাকিং এর শিকার হয়েছিল। বেশির ভাগ ক্ষেত্রেই হ্যাকাররা ভিক্টিমদের Post গুলো মুছে দেয়।

আপনি যদি দুর্ঘটনাক্রমে কোন ইনস্টাগ্রাম Post মুছে ফেলেন বা হ্যাকারের শিকার হন, তাহলে হয়তো হারিয়ে যাওয়া কন্টেন্ট গুলো ফিরিয়ে আনতে চাইবেন। এই ইউজারদের এই সমস্যাটি মাথায় রেখেই ইনস্টাগ্রাম নতুন ফিচারটি প্রকাশ করেছে। ইনস্টাগ্রাম তাদের অফিসিয়াল ব্লগে এই ফিচারটি সম্পর্কে ইউজারদের অবহিত করেছেন।

ফিচারটির মাধ্যমে আপনি ডিলিট করা Photos, Videos, Reels, Stories, এবং IGTV ভিডিও Restore কর‍তে পারবেন। যেকোনো Post ডিলিট হবার সাথে সাথে এটি স্বয়ংক্রিয়ভাবে Recently Deleted ফোল্ডারে গিয়ে জমা হবে।

আর্কাইভ না হওয়া স্টোরি Recently Deleted ফোল্ডারে ২৪ ঘণ্টার জন্য জমা থাকবে। এছাড়া বাকি বাকি কন্টেন্ট গুলো থাকবে ৩০ দিন। ৩০ দিন পর কন্টেন্ট গুলো পারমানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে।

সম্প্রতি Instagram ক্রিয়েটর এবং ব্যবসায়কে মাথায় রেখে প্ল্যাটফর্মে নিয়ে এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ড। নতুন সিস্টেমে এবার ক্রিয়েটররা বৃদ্ধি করতে পারবে তাদের বিজনেস একই সাথে পারফরম্যান্সও ট্র‍্যাক করতে পারবে।

Instagram এর প্রফেশনাল ড্যাশবোর্ডটি ব্যবসায়িক টুলের একটি হাব হিসেবে কাজ করবে। এখন থেকে ইউজাররা জানতে পারবে তাদের একাউন্ট কেমন পারফরম্যান্স করছে, তারা এর মাধ্যমে এড সেটআপ করতে পারবে এবং তাদের কন্টেন্ট মনিটাইজও করতে পারবে। প্ল্যাটফর্মটি ইনস্টাগ্রাম বিজনেস ব্লগে প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে।

আপনিও যদি আপনার ডিলিট করা কন্টেন্ট গুলো দেখতে চান তাহলে, প্রথমে নিশ্চিত হোন আপনার কাছে Instagram এর ল্যাটেস্ট ভার্সনটি আছে কিনা। অ্যাপে প্রবেশ করুন তারপর, Settings > Account > Recently Deleted এ যান।

আপনি ফোল্ডারে প্রবেশ করার পর ডিলিট করা কন্টেন্ট গুলো দেখতে পাবেন এবং, চাইলে Restore বা Permanently Delete করতে পারবেন। তবে কোন Post ডিলিট করতে চাইলে ইনস্টাগ্রাম আপনার আইডেন্টেকটিউনস ভেরিফাই করতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস