Microsoft Edge এর Collections ফিচার পাচ্ছে নতুন আপডেট। নতুন আপডেটের পর Microsoft Edge এর Collections ফিচারে ওয়েবসাইট এড করা এখন আরও সহজ হবে।
ব্রাউজার যুদ্ধে জয়ী হতে মাঠে নেমেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের Edge ব্রাউজার, ক্রোমিয়ামে নেয়ার পর থেকে তারা এটিতে শ্রম দিয়ে যাচ্ছে। আশার কথা হচ্ছে তারা এখন পর্যন্ত যথেষ্ট সফল। সবার পরে ব্রাউজার বাজারে প্রবেশ করেও এখন ব্রাউজার যুদ্ধের অন্যতম প্রতিযোগী Microsoft Edge।
পর পর একাধিক আপডেট নিয়ে আসার পর এখন জানা গেছে তারা নিয়ে আসছে Collections ফিচারের আপডেট। আপডেটের সম্পর্কে বিস্তারিত জানা যাবে Tech Community ওয়েবসাইটে। এই মুহূর্তে সকল ইউজাররা আপডেটটি না পেলেও Canary এবং Dev ইউজাররা আজকেই পরীক্ষা করে দেখতে পারেন।
এর আগে Collections প্যানেলটি ব্যবহারের সময় ইউজাররা বিভিন্ন সমস্যা ফেস করতো, নতুন আপডেটের মাধ্যমে মাইক্রোসফট সেই সমস্যা গুলোর সমাধান করেছে। এর আগে মাইক্রোসফট History এবং Favorites প্যানেলেও পরিবর্তন এনেছিল। আগের সমস্যা সমাধানের পাশাপাশি এখন মাত্র দুই ক্লিকেই যেকোনো ওয়েবসাইটকে Collections যোগ করে ফেলতে পারবেন।
যখন আপনি কোন ওয়েবসাইট সেভ করতে আগ্রহী হবেন তখন Collections বোটমে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করলেই হবে। তবে পরিবর্তন গুলোর ফলে Collections এর আগের বৈশিষ্ট্য একই থাকবে, এখনো আপনি Word এবং Pinterest এ এক্সপোর্ট করতে পারবেন আপনার Collections গুলো।
তাছাড়া মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা করেছে Microsoft Edge পাওয়া যাবে বুকমার্ক এবং ট্যাব sync এর ব্যবস্থা। এই ফিচারের মাধ্যমে আপনি ল্যাপটপ, বা ফোন যেখানেই ব্রাউজারটি ওপেন করবেন, পূর্বের যেখানে রেখে গিয়েছিল সেই পেজ থেকে শুরু হবে।
ফিচার হিসেবে আপনি আরও পাবেন Sleeping Tabs ফিচার, যার মাধ্যমে পিসির রিসোর্স ব্যবহার কিছুটা কমানো সম্ভব হবে। Beta টেস্টিং এর Sleeping Tabs সিপিইউ ব্যবহার ৩৭ শতাংশ কমিয়েছিল।
জানা গেছে MacOS এ Microsoft Edge পাচ্ছে প্রোফাইল অদলবদল ফিচার। এর মাধ্যমে কোন ইউজার যখন ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করবে, তখন যদি নির্দিষ্ট কাজের ওয়েবসাইটে প্রবেশ করলে, এটি ওয়ার্কিং প্রোফাইলে শিফট হবার অপশন দেখাবে। একই সাথে Microsoft Edge এ এসেছে দারুণ কিছু আপডেট থিম।
বাজারের অন্য ব্রাউজার গুলো থেকে নিজেদের এগিয়ে রাখতে মাইক্রোসফট আর কি ফিচার নিয়ে আসে এটাই এখন দেখার অপেক্ষা।
-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।