ইউজাররা দেখতে পারবে PS4 এবং PS5 এর ২০২০ পরিসংখ্যান

PlayStation প্রকাশ করেছে ২০২০ সালের PS4 এবং PS5 এর পরিসংখ্যান। ২০২০ সালের পারসোনাল প্লেস্টেশন রাউন্ড-আপে Sony আপনার কনসোল এবং গেম ডেটার পুরো পরিসীমা প্রকাশ করেছে। বিগত বছরটি ছিল লোকদের গেম কনসোলে সময় ব্যয় করার উপযুক্ত বছর।

আপনি যদি PS4 বা PS5 এর মালিক হন এবং বিগত বছরে সেগুলি দিয়ে গেমস খেলেন, তবে আপনি এখনি দেখে নিতে পারেন কত সময় ব্যয় করেছেন গেম এর পেছনে এবং কনসোলের পেছনে।

আপনি যদি PS4 এর মালিক হয়ে থাকেন তাহলে, আপনি পাবেন PS5 এর চেয়ে আরও বেশি ডেটা। আপনি জানতে পারবেন পুরো বছর জুড়ে PS5 দিয়ে কোন গেম গুলো খেলেছেন, কতটা ট্রফি জিতেছেন এবং গেমপ্লে তে আপনার কত সময় ব্যয় হয়েছিল।

PS5 নতুন ডিভাইস হলেও আপনি জানতে পারবেন কোন কোন গেম খেলেছেন, কি কি ট্রফি অর্জন করেছেন, কত সময় ব্যয় হয়েছে, ইত্যাদি।

আপনিও যদি আপনার স্ট্যাটিসটিকস দেখতে চান তাহলে চলে যান PlayStation Wrap-Up পেজে৷ এজন্য অবশ্য আপনার একটি PlayStation Network একাউন্ট থাকতে হবে এবং আপনার বয়স অবশ্যই ১৮ এর বেশি হতে হবে।

আপনি স্ট্যাটিস্টিক্স দেখার সময় PS4 এর ক্ষেত্রে পাবেন একাধিক থিমের মাধ্যমে স্ট্যাটিস্টিক্স গুলো দেখার সুযোগ তবে PS5 এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।

আপনি ২০২০ সালে যখন অধিকাংশ মানুষ করোনা মহামারীর জন্য বাসায় ছিল, তখন কি পরিমাণ সময় ব্যয় করেছেন এটা দেখার এখনই উপযুক্ত সময়। দেখে নিন কোন গেম গুলো আপনাকে সবচেয়ে বেশি বিনোদন দিয়েছে কোন গেম গুলো সবচেয়ে বেশি রিওয়ার্ড দিয়েছে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন, কে জানে এমন বছর আর কখনো পান কিনা।

এখানে উল্লেখ্য, করোনা মহামারীতে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে গেমিং ইন্ডাস্ট্রির এবং স্ট্রিমিং প্লাটফর্ম গুলোর। লক-ডাউনে বাসায় আটকে থাকায় মানুষ একই সাথে যেমন লেগে ছিল সোশ্যাল মিডিয়া গুলোর সাথে, তেমনি সময় ব্যয় করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলোতে। নেটফ্লিক্সের মত স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলোতে এসেছে বড় বাজেটের একাধিক সিনেমা। মহামারীতে একই সাথে PlayStation এবং Xbox উভয় সার্ভিসেরও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। গেমিং সার্ভিস গুলোর ইউজার বেড়েছে কয়েক মিলিয়ন।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস