iOS14 এ আসছে অ্যাপল কার্ড ফ্যামিলি শেয়ারিং ফিচার

অ্যাপল কার্ড ফ্যামিলি শেয়ারিং ফিচার আসছে iOS 14 এ। নতুন এই ফিচারটি দেখা গিয়েছে iOS 14.5 এর প্রথম ডেভেলপার Beta ভার্সনে।

আপনার ক্রেডিট কার্ড আপনার বাচ্চাদের হাতে চলে গেলে ঝুঁকি থাকতে পারে। তাই অ্যাপল নিয়ে এসেছে এর সমাধান। 9to5Mac দ্বারা চিহ্নিত হয়েছে নতুন এক ফিচার। জানা গেছে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে আসবে, Apple Card Family ফিচার যাতে মাল্টিপল ইউজার একাউন্ট সাপোর্ট করবে।

নতুন এই ফিচারটির কোডনেম দেয়া হয়েছে Madison। এই ফিচারটি মাধ্যমে ইউজাররা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে Apple Card শেয়ার করতে পারবে। ইউজাররা তাদের পরিবারের সদস্যাদের অ্যাপল ব্র‍্যান্ডের কার্ড ব্যবহার করতে ইনভাইট করতে পারবে, একই সাথে কে কত খরচ করছে সেটিও দেখতে পারবে।

Apple Card Family ফিচারে ইউজাররা নির্দিষ্ট একজন কার্ড ইউজারের ব্যবহার লিমিট করে দিতে পারবে। যেমন বাবা-মা তাদের সন্তানদের খচর লিমিট করতে দিতে পারবে। সপ্তাহে কত খরচ করতে পারবে সেটি নির্ধারণ করা যাবে চমৎকার এই ফিচারের মাধ্যমে। অ্যাপল জানিয়েছে, "আপনার পরিবার, গ্রুপ, যোগ্য বন্ধুবান্ধবদের সাথে আপনার অ্যাপল কার্ড শেয়ার করুন। একসাথে ক্রেডিট তৈরি করুন, ব্যয় ট্র্যাক করুন এবং দৈনিক নগদ গ্রহণ করুন।

অ্যাপল তাদের iOS 14 তে নিয়ে আসছে এটি ছাড়াও একাধিক চমৎকার ফিচার৷ ফিচারের সাথে সাথে ডিভাইসকে আরও নিরাপদ করতে রিলিজ করবে সিকিউরিটি প্যাচ।

অ্যাপল ২০১৯ সালের আগস্টে Apple Card লঞ্চ করে, এর একবছর আগে বার্ষিক ইভেন্টে এটি প্রদর্শন করেছিল তারা। এটিই ছিল অ্যাপল ব্র‍্যান্ডের প্রথম কার্ড।

-
টেকটিউনস টেকবুম - ০৬ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস