Sony এবং Xbox এর কন্ট্রোলার এখন থেকে অ্যাপল প্ল্যাটফর্ম গুলোতেও সাপোর্ট করবে। সম্প্রতি গেমিং কে আরও দুর্দান্ত করতে, iOS 14.5, iPadOS 14.5, tvOS 14.5 এড করেছে PS5 DualSense এবং Xbox Series X এর সাপোর্ট।
জানা গেছে অ্যাপল আসন্ন আপডেটগুলিতে আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভি জুড়ে কন্ট্রোলার গুলোর সাপোর্ট বাড়াবে। নির্দিষ্ট সফটওয়্যার আপডেটের পর অ্যাপলের বিটা পরীক্ষকগণ এবং ডেভেলপাররা, PS5 DualSense এবং Xbox Series X কনসোল গুলোর সাথে তাদের ডিভাইস Pair করতে পারবে।
এদিকে মাইক্রোসফট জানিয়েছে তাদের জনপ্রিয় Xbox Series X আসতে আরও কিছুদিন সময় লাগবে।
অ্যাপল সবেমাত্র তার নিবন্ধিত ডেভেলপারদের সাথে আসন্ন আপডেটটি পরীক্ষা করার কাজ শুরু করেছে যাতে তাড়াতাড়ি পাবলিক রিলিজ করা যায়। যখন iOS 14.5, এবং iPadOS 14.5 পাবলিকলি প্রকাশিত হবে, তখন গেমাররা কন্ট্রোলার গুলো ব্যবহার করতে পারবে।
আরও জানা গেছে কয়েক বছরের মধ্যে দেখা যাবে অ্যাপল ডিভাইসের জন্য স্পেশাল ভাবে তৈরি করা কন্ট্রোলার। যাকে এই মুহূর্তে MFi কন্ট্রোলার বলে ডাকা হচ্ছে। তবে MFi কন্ট্রোল গুলোতে একটা সীমাবদ্ধতা থাকবে, iOS ছাড়া অন্য কোন প্ল্যাটফর্মে এটি কাজ করবে না।
২০২১ সালে, অ্যাপলের আইওএস 13, আইপ্যাডএস 13, টিভিএস 13 এর সফটওয়্যার আপডেটের পর আইফোন, আইপ্যাড, আইপড টাচ, অ্যাপল টিভি এবং ম্যাক জুড়ে Playstation 4 এবং Xbox Wireless কন্ট্রোলারের সাপোর্ট এসেছিল। এই আপডেট গুলোর মাধ্যমে প্রথমবারের মত অ্যাপল ডিভাইসে থার্ডপার্টি কন্ট্রোলারের সাপোর্ট এসেছিল।
iOS 14 আসার পর কন্ট্রোলার বোটম কাস্টমাইজ করার আরও বৃহৎ সুবিধা দেয়া হয়। যাই হোক অ্যাপল তাদের একটি সাপোর্ট ডকুমেন্টে বর্তমানে সাপোর্ট করা ডিভাইস গুলোর লিস্ট দিয়েছে ডিভাইস গুলো হল,
iOS 14.5, Luna কেও সমর্থন করতে পারে। Luna হচ্ছে Amazon এর একটি কন্ট্রোলার যা তাদের নিজস্ব গেমিং সার্ভিস গুলোর জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপল যদিও এই বিষয়টি এখনো নিশ্চিত করে নি।
বলা যায় iOS 14.5 এবং আসছে আপডেট গুলো গেমারদের জন্য দারুণ হতে যাচ্ছে। যাই হোক, অ্যাপল ইউজাররা এখন অপেক্ষা করছে কবে আসবে তাদের প্রতীক্ষিত আপডেট এবং কবে গেমিং এ পাবে নতুন অভিজ্ঞতা।
-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।