গ্রাহকদের এক্টিভিটি ট্রx200d্যাক করতে পারমিশন চাইবে ফেসবুক

সম্প্রতি জানা গেছে iOS গ্রাহকদের এক্টিভিটি ট্র‍্যাক করতে পারমিশন চাইবে ফেসবুক। ফেসবুক একটি নতুন Prompt চালু করছে যার মাধ্যমে iOS ব্যবহারকারীদের এক্টিভিটি ট্র‍্যাকিং অপশন চালু করতে উৎসাহ দেয়া হবে।

ফেসবুক তাদের নতুন একটি নোটিফিকেশনের মাধ্যমে আইফোন এবং আইপ্যাড ইউজারদের এক্টিভিটি ডাটা শেয়ার করার অনুরোধ জানাবে। ফেসবুকের মতে পারসোনালাইজড বিজ্ঞাপণ গুলোকে আরও কার্যকর করতেই তারা এই পারমিশনটি চাচ্ছে।

অ্যাপলের নতুন অ্যান্টি-ট্র্যাকিং নীতিগুলি সম্পর্কে ফেসবুক মোটেও খুশি নয়। অ্যাপল এর App Tracking Transparency ফিচারটি, ২০২১ সালের বসন্তে কার্যকর হতে চলেছে। যার মাধ্যমে কোন অ্যাপ যদি ইউজারের এক্টিভিটি ট্র‍্যাক করতে চায় তাহলে পারমিশন লাগবে।

আর ফেসবুক এই ফিচারটির জন্যই একটি নোটিফিকেশনর মাধ্যমে ইউজারদের নিশ্চিত করতে বলবে যে তারা যেন পারমিশন দেয়৷ ফেসবুক জানিয়েছে এড ব্যবস্থাকে আরও প্রাসঙ্গিক করতেই তাদের এই পারমিশনটি লাগবে।

ইউজাররা পারমিশন Allow বা Don't Allow, যাই করুক। অ্যাপলের প্রাইভেসি বিজ্ঞপ্তিটি দেখাবেই। ফেসবুক আশা করছে প্রাথমিক নোটিফিকেশনের মাধ্যমে ইউজাররা বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তাদের সিদ্ধান্ত নেবে।

ফেসবুক আর অ্যাপলের বর্তমান প্রতিযোগিতা সম্পর্কে হয়তো এখন সবাই জানে। কিছু আগেও অ্যাপলকে ফেসবুকের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেছে মার্ক জাকারবার্গ।

ফেসবুক কেবল এটিই বিশ্বাস করে না যে অ্যাপলের নীতি ছোট ব্যবসায়ের ক্ষতি হবে, সাথে সাথে এটিও বলছে এর ফলে পারসোনাল এড অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ফেসবুক বলেছে আপনি যদি পারমিশন প্রত্যাখ্যান করেন তাহলে আপনাকে দেখানো বিজ্ঞাপণ বেশিরভাগই কম প্রাসঙ্গিক হবে।

ফেসবুক তাদের ব্লগ Post এর মাধ্যমে জানিয়েছে, আপনি যখন এক্টিভিটি ট্র্যাকিং এনেভল করবেন তখন প্ল্যাটফর্মটি নতুন ধরনের ডেটা সংগ্রহ করবে না। প্ল্যাটফর্মটি বিশ্বাস করে যে এটি আপনার গোপনীয়তায় আক্রমণ না করে একটি উপযুক্ত বিজ্ঞাপণ অভিজ্ঞতা সরবরাহ করতে পারে।

যেহেতু বর্তমানে ইউজাররা তাদের প্রাইভেসির ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সচেতন সুতরাং অ্যাপলের এমন উদ্যোগ আসলেই ভাল। এখন ইউজাররা চায় না ব্যক্তিগত ডেটা কোন কোম্পানি ব্যবহার করুক। এর প্রমাণ আমরা কিছুদিন আগেও পেয়েছি, যখন WhatsApp বলেছিল ইউজারদের জন্য বাধ্যতামূলক ভাবে ফেসবুকের ডেটা শেয়ার করতে হবে, তখন মিলিয়নের বেশি ইউজার বয়কট করে WhatsApp কে।

এইদিকে খবর পাওয়া গেছে অ্যাপলের নতুন নীতি অনুযায়ী গুগলও তাদের iOS অ্যাপ গুলোতে পরিবর্তন নিয়ে আসছে।

-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস