সম্প্রতি জানা গেছে iOS 14.5 এর মাধ্যমে আপনি মাস্ক পড়া অবস্থায়ও আপনার আইফোনের লক খুলতে পারবেন। অ্যাপল "Unlock with Apple Watch" নামে নতুন একটি ফিচার টেস্ট করছে যা iOS 14.5 এর মধ্যে আসবে।
জানা গেছে অ্যাপল কয়েক সপ্তাহ ধরে এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার মাধ্যমে, আপনি পাবলিক প্লেসে মাস্ক পড়া অবস্থায় থাকলেও আনলক করতে পারবেন আপনার আইফোন। এর আগে কয়েক বছর ধরেই অ্যাপল ইউজার চাচ্ছিল অ্যাপল এমন কোন ফিচার নিয়ে আসুক যার মাধ্যমে পরিধানযোগ্য ডিভাইসের মাধ্যমে আইফোন আনলক করা যাবে।
Face ID ঠিক ভাবে কাজ করার জন্য মুখমণ্ডলের নির্দিষ্ট কিছু এরিয়ার প্রয়োজন হয়, যা মাধ্যমে ডিভাইস বুঝতে পারে সঠিক ফেসটি ক্যামেরার সামনে এসেছে। আর যেহেতু মহামারীর জন্য বিশ্বব্যাপী মানুষ মাস্ক পড়ছে সুতরাং মাস্ক পড়া অবস্থায় নির্দিষ্ট এরিয়া ডিটেক্ট করা সম্ভব হচ্ছে না আইফোনের। আর এই জন্যই আইফোন বিকল্প কিছু নিয়ে আসার চেষ্টা করছে।
অ্যাপল তাদের Face ID সম্পর্কে বলেছে, "ফেস মাস্কের মতো কিছু যদি আপনার মুখ এবং নাক ডেকে রাখে তবে ফেস আইডি কাজ করে না। যদি আপনি একটি মুখোশ পরে থাকেন তবে আপনাকে সোয়াইপ করার পরে আপনার পাসকোডটি প্রবেশ করতে বলা হবে। "
বলা যায় এই সমস্যার সমাধান করতে পারে, Unlock with Apple Watch ফিচার।
নতুন এই ফিচারটি এনেভল করা হলে যখন Face ID ফেস ডিটেক্ট করতে ব্যর্থ হবে তখন হাতে থাকা Apple Watch কনফার্ম করবে যে প্রকৃত ইউজার ফোনের কাছে রয়েছে। একই সাথে Apple Watch এর মাধ্যমেই লক করতে পারবেন আপনার আইফোন।
এই ফিচারটি ইতিমধ্যে iOS 14.5 এবং watchOS 7.4 সফটওয়্যার আপডেটে কাজ করতে দেখা গেছে। আপডেট গুলো এখনো পাবলিক রিলিজ করা হয় নি তবে Beta ভার্সনে ইউজাররা এটি টেস্ট করতে পেরেছে।
ধারণা করা যায় অ্যাপল তদের Spring ইভেন্টে এই ফিচারটি উন্মুক্ত করতে পারে৷ গুজব শুনা যাচ্ছে সেই ইভেন্টে অ্যাপল তাদের পরবর্তী আইপ্যাড লঞ্চ করবে, নিয়ে আসবে কালারফুল Apple Watch।
এর আগে অ্যাপলের অন্যতম সিকিউরিটি মেথড ছিল FaceID যার মাধ্যমে দ্রুত ফোন আনলক হয়ে যেতো তবে মানুষ মাস্ক পড়ার কারণে এই মেথডটি অনেকটাই ব্যাহত হচ্ছে। কিছু কিছু সূত্র এমনটিও দাবী করে অ্যাপল তাদের Touch ID ফিরিয়ে আনতে পারে।
-
টেকটিউনস টেকবুম - ০৫ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।