এখন থেকে Google Calendar এ পাওয়া যাবে অফলাইন সাপোর্ট। জানা গেছে শেষ পর্যন্ত গুগল এটি করে দেখিয়েছে। এখন থেকে ইন্টারনেট ডাউন হলেও আপনি Google Calendar এর এক্সেস পাবেন।
কোন মিটিং শিডিউল করা হলে যখন ইন্টারনেট থাকে না তখন সেই মিটিং এ এক্সেস নেয়া অসম্ভব হয়ে পড়তো, এখন আর এই সমস্যা হবে না। গুগল তাদের ওয়েব ভিত্তিক ক্যালেন্ডারে নিয়ে এসেছে অফলাইন সাপোর্ট।
গুগল তাদের Google workspace আপডেট সাইটে এই পরিবর্তনটি ঘোষণা করেছে এবং যা বেশ কার্যকর বলে মনে হচ্ছে। এটি আপনাকে আগের চার সপ্তাহ এবং ভবিষ্যতের যেকোনো ইভেন্ট দেখতে পাবেন।
অফলাইন ফিচারটি কেবল তখনই কাজ করবে যখন আপনি গুগল ক্রোম ব্যবহার করবেন। অন্যান্য ব্রাউজার দিয়ে এই ফিচার ব্যবহার করা যাবে না। তাছাড়া ফিচারটি ডিফল্ট ভাবে ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে, আপনাকে এটি ম্যানুয়ালি চালু করে নিতে হবে।
ফিচারটি এনেভল করতে প্রথমে Settings এ যান এবং Offline সিলেক্ট করুন এরপর Turn on offline calendar এ টিক করে দিন।
গুগল তাদের অ্যাপ গুলোতে নিয়ে আসছে বিভিন্ন আপডেট, যেমন Google Chrome এ আসছে Read Later ফিচার। আপনার হাতে যদি পড়ার মত প্রচুর আর্টিকেল থাকে, কিন্তু সেগুলো পড়তে পর্যাপ্ত সময় না পান, তাহলে সেগুলো পরে পড়ার ব্যবস্থা করলে কেমন হবে? আসলেই দারুণ হবার কথা, আর গুগল ক্রোম এমন একটি আপডেট নিয়ে কাজ করছে, যাতে করে আপনি আর্টিকেল গুলো বুকমার্ক না করে পরবর্তীতে পড়তে পারবেন।
গুগল ক্রোমের নতুন "Read Later" আপডেটের খবর প্রথম প্রকাশ করে XDA Developers। Google Chrome এ এমন আপডেট আসতে যাচ্ছে যাতে করে ব্রাউজারে এড হবে দারুণ এই ফিচারটি।
বর্তমানে, গুগল ক্রোমের ক্যানারি বিল্ডে এই ফিচারটি ডিফল্ট ভাবে এনেভল হয়েছে। ক্যানারি বিল্ড আপডেটগুলি পেয়েছে যা আগের রাতে কোড করা হয়েছিল, সুতরাং এটি এখনো স্ট্যাবল নয়। তবে যারা আপডেটটি একবার দেখে নিতে চান তাদের জন্য এটি উপায় হতে পারে।
এই মুহূর্তে, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোমের ক্যানারি ভার্সন চালান তাহলে URL দীর্ঘসময় চেয়ে রাখুন দেখবেন নিচের দিকে Read Later অপশন শো করছে। এটি মূলত বুকমার্কের মতই কাজ করবে, আপনি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো সেভ করে রাখতে পারবেন।
-
টেকটিউনস টেকবুম - ০৪ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।