মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা করেছে Microsoft Edge এর চমৎকার কিছু ফিচার। Microsoft Edge এর জন্য ২০২০ ছিল দুর্দান্ত একটি বছর ছিল কারণ এটি এ বছর ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজার হয়ে যুক্তরাষ্ট্র বাজারে ফায়ারফক্সকে ছাড়িয়ে যায়। ব্রাউজারটিকে হয়তো আর থামানো যাবে না, কারণ ইতিমধ্যে মাইক্রোসফট ঘোষণা করেছে ২০২১ সালের একাধিক আপডেট।
এর আগে, মাইক্রোসফট উইন্ডোজ ব্লগে ব্যবহারকারীদের জন্য কয়েকটি নিউজ প্রকাশ করেছিল। কিন্তু ২০২১ সালের শুরুতে ইউজারদের জানিয়ে দিয়েছে একাধিক আপডেটের কথা।
প্রথমত মাইক্রোসফট হোম পেজে যুক্ত করেছে আউটলুক ইমেইল। একই সাথে নতুন ট্যাব ওপেন করার সাথে সাথে ইউজাররা পাবে প্রয়োজনীয় টিপস৷
তাছাড়া মাইক্রোসফট ঘোষণা করেছে Microsoft Edge এ বুকমার্ক এবং ট্যাব sync এর ব্যবস্থা। এই ফিচারের মাধ্যমে আপনি ল্যাপটপ, বা ফোন যেখানেই ব্রাউজারটি ওপেন করবেন, পূর্বের যেখানে রেখে গিয়েছিল সেই পেজ থেকে শুরু হবে।
ফিচার হিসেবে আপনি আরও পাবেন Sleeping Tabs ফিচার, যার মাধ্যমে পিসির রিসোর্স ব্যবহার কিছুটা কমানো সম্ভব হবে। Beta টেস্টিং এর Sleeping Taps সিপিইউ ব্যবহার ৩৭ শতাংশ কমিয়েছিল।
জানা গেছে MacOS এ Microsoft Edge পাচ্ছে প্রোফাইল অদলবদল ফিচার। এর মাধ্যমে কোন ইউজার যখন ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করবে, তখন যদি নির্দিষ্ট কাজের ওয়েবসাইটে প্রবেশ করলে, এটি ওয়ার্কিং প্রোফাইলে শিফট হবার অপশন দেখাবে। একই সাথে Microsoft Edge এ এসেছে দারুণ কিছু আপডেট থিম।
সবচেয়ে দারুণ খবর হচ্ছে, অবশেষে Microsoft Edge পাচ্ছে তার নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার এবং জেনারেটর৷ যখন আপনার একটি নতুন, নিরাপদ পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আপনি Edge দিয়ে নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং অটোফিলে সেভ রাখতে পারবেন।
Microsoft Edge, ২০২১ সালের জানুয়ারিতে ক্রোমিয়ামকে গ্রহণ করার পর থেকে এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদন বলছে এটা Microsoft Edge এর বছর।
Microsoft Edge সাম্প্রতিক সময়ে ব্রাউজার যুদ্ধের একটি অন্যতম প্রধান প্রতিযোগী হয়ে উঠেছে। তবে এতদিন এই ব্রাউজারটির পরিকল্পনা বা পরবর্তী ফিচার গুলো কি হতে সেগুলো জানার কোন মাধ্যম ছিল না। তবে সম্প্রতি মাইক্রোসফট প্রকাশ করছে Microsoft Edge নিয়ে একটি পূর্ণ রোডম্যাপ।
Microsoft Edge এর নতুন রোডম্যাপটি "What's Next" শিরোনামে Microsoft Edge Insider এর ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনি যদি আগে মাইক্রোসফটের রোডম্যাপ সম্পর্কে পরিচিত থাকেন তাহলে এটি আপনার জন্য নতুন কিছু নয়।
মাইক্রোসফট তাদের পিসি ভার্সনেরই আপডেট এনে যাচ্ছে আর ফোন ভার্সনের কথা ভুলে গেছে এমনটি নয়, সম্প্রতি ফোন ভার্সনেও এসেছে একাধিক আপডেট। .
-
টেকটিউনস টেকবুম - ০৪ ফেব্রুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।