স্মার্টফোন বিজনেস ছেড়ে দিতে পারে LG কোম্পানি

সাম্প্রতিক বিভিন্ন ঘটনা থেকে ধারণা করা যাচ্ছে হয়তো LG স্মার্টফোন উৎপাদন ছেড়ে দেবে। LG ইতিমধ্যে বাজারে সেরা কয়েকটি ফোন নিয়েছে এসেছে তবে ফোন গুলোর কোয়ালিটি ঠিক থাকলেও, এটি সবসময় লাভজনক ছিল না।

LG ধারাবাহিকভাবে বছরের পর বছর একাধিক বেস্ট রিভিউ অ্যান্ড্রয়েড ফোন রিলিজ করেছে। তবে কেবলমাত্র ইতিবাচক রিভিউ এর মানে এই নয় যে কোম্পানি এটি থেকে প্রচুর লাভবান হয়েছে।

স্মার্টফোন বিজনেসে খুব বেশি লাভ না হওয়া বা একাধিক ঘটনার প্রেক্ষিতে, একাধিক প্রতিবেদন বলছে LG তাদের স্মার্টফোন বিজনেস নিয়ে আর আগাবে না।

The Elec নামে একটি কোরিয়ান প্রকাশনা এই ধরনের খবর প্রথম প্রকাশ করে। যদিও LG এর গ্লোবাল কর্পোরেট কমিউনিকেশনের প্রধান Ken Hong, এই ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

ঘটনা এখানেই শেষ হয় নি, কিছু দিন পর কোরিয়ান অন্যান্য প্রকাশনা গুলোও এমন সংবাদ প্রকাশ করা শুরু করে। সংবাদ গুলোতে বলা হয় কোম্পানিটি কর্মীদের জানিয়েছে তারা স্মার্টফোন ব্যবসায় ছেড়ে দিচ্ছে।  The Bell  এবং New Daily মতো প্রকাশনা গুলো তাদের প্রস্থানটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

The Korea Herald জানিয়েছে, LG কর্মীদের কাছে একটি মেমো প্রকাশ করেছে এবং এতে লিখা ছিল,

"স্মার্টফোন বিজনেস ক্রিয়াকলাপের দিকে যে কোন পরিবর্তনই হোক না কেন, কর্মসংস্থান বজায় থাকবে, তাই চিন্তার দরকার নেই। "

একই সাথে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী The Korea Herald কে জানিয়েছে, "যেহেতু মোবাইল ডিভাইসগুলির বিশ্বব্যাপী বাজার তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করছে, তাই LG এর এখন ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেয়া উচিৎ। কোম্পানি ইতিমধ্যে স্মার্টফোন ব্যবসায়ের বিক্রয় প্রত্যাহার এবং সকল সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করছে। "

LG, The Verge কে নিশ্চিত করেছে, "মেমোটি বৈধ ছিল তবে তার ভবিষ্যৎ সম্পর্কে এখনো তেমন কিছুই চূড়ান্ত হয়নি। সংস্থাটি ছেড়ে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা বড় খবর, কারণ আমরা উল্লেখযোগ্য কোন প্লেয়ারকে স্মার্টফোনের স্পেস ছাড়তে দেখি না"।

স্মার্টফোন বিশ্ব নিঃসন্দেহে LG কে মিস করবে যদি এটি তার স্মার্টফোন ব্যবসায় বিক্রি করে দেয়। যদিও সংস্থাটি সাম্প্রতিক বছরগুলিতে জনপ্রিয় ফোন রিলিজ করছে তবে LG Wing এর মত ফোন গুলোর জন্য কোম্পানিটি সব সময় নতুনত্বের ক্ষেত্রে শীর্ষস্থানীয় থাকবে।

-
টেকটিউনস টেকবুম - ০৪ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস