TikTok এসেছে Pilots QampA ফিচার

TikTok এর Pilots Q&A ফিচার প্রশ্নোত্তরের সুযোগ দেবে ক্রিয়েটরদের। বর্তমানে, ১০, ০০০ টিরও বেশি ফলোয়ার রয়েছে এমন ক্রিয়েটররা পাচ্ছে এই Pilots Q&A এ ফিচারটি।

যেহেতু ক্রিয়েটররা সর্বদা ফলোয়ারদের সাথে সংযোগ স্থাপনের উপায় অনুসন্ধান করেন, TikTok সেই প্রক্রিয়াটি আরও সহজ করার আশাবাদী। প্ল্যাটফর্মটি একটি নতুন Q&A ফিচার পরীক্ষা করছে, যা ক্রিয়েটরদের ভক্তদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে সাহায্য করবে। এই ফিচারটি বর্তমানে কেবলমাত্র সিলেক্টেড কয়েকজন ক্রিয়েটরদের জন্য এভেইলেবল করা হয়েছে।

বর্তমানে, TikTok  ক্রিয়েটররা এখন ফ্যানদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে টিউমেন্ট সেকশন ব্যবহার করে, যা সব সময় সুবিধাজনক নয়। বলা যায় নতুন প্রশ্নোত্তর ফিচার জনপ্রিয় ক্রিয়েটরদের প্রশ্নের উত্তর দেয়া আরও সহজ করে দেবে।

সোশ্যাল মিডিয়া পরামর্শদাতা, Navarra প্রথমে Q&A ফিচারটি চিহ্নিত করেছেন এবং তার ফাইন্ডিং গুলো টুইটারে জানিয়েছেন। দেখা গেছে Q&A বোতামটি ব্যবহারকারীর প্রোফাইলে শো করবে। তাছাড়া ফলোয়াররা টিউমেন্ট না করে সরাসরি Q&A ফিচারে প্রশ্ন করারও অপশন পাবে।

 

বলা যার এটি ক্রিয়েটরদের জন্য প্রশ্ন পড়া এবং উত্তর দেওয়া আরও সহজ করে দিবে। কয়েক ডজন মন্তব্যে স্ক্রোল করার পরিবর্তে এবার একক তালিকায় প্রশ্নের সংকলন থাকবে। এক ক্রিয়েটরকে কত গুলো প্রশ্ন করা যাবে তার কোন লিমিট নেই, একই সাথে ক্রিয়েটররা সব প্রশ্নের উত্তর দিতেও বাধ্য নয়।

এখন পর্যন্ত, ১০, ০০০ বা ততোধিক ফলোয়ার রয়েছে এমন ক্রিয়েটররা এই ফিচারের এক্সেস পাচ্ছে। অ্যাপ সেটিংস থেকে ক্রিয়েটররা এটিকে পরীক্ষা করতে পারে। সবাই এই ফিচারটি এখনো না পেলেও আশা করা যায় কয়েক সপ্তাহের মধ্যে সবাই এটি পেয়ে যাবে।

বর্তমান সময়ে Q&A সোশ্যাল মিডিয়া গুলোর অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ইনফ্লুয়েন্সাররা এই ফিচারের মাধ্যমে তাদের ফ্যানদের আরও কাছে পৌছাতে পারছে। ইনস্টাগ্রাম স্টোরিতেও যুক্ত করা হয়েছে Q&A ব্যবস্থা।

বলা যায় প্রশ্ন-উত্তর নিয়ে TikTok এর এটি একটি স্মার্ট পদক্ষেপ। প্রশ্নোত্তর সকল প্ল্যাটফর্ম জুড়ে ক্রমবর্ধমান জনপ্রিয় হওয়ার সাথে সাথে TikTok এর এই সিদ্ধান্ত একদম যথার্থ।

বর্তমান সময়ে TikTok এর জনপ্রিয়তা সবার শীর্ষে, মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত এর ইউজার বেড়েছে কয়েকগুন৷ জনপ্রিয়তার পাশাপাশি TikTok এর নতুন নতুন ফিচার নিয়ে আসা বলা যায় ভাল একটি পদক্ষেপ।

-
টেকটিউনস টেকবুম - ০৪ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস