অপ্রাসঙ্গিক তথ্য প্রচার রোধে টুইটার চালু করেছে Birdwatch ফিচার

প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো রোধ করতে টুইটার লঞ্চ করেছে Birdwatch নামে দুর্দান্ত এক ফিচার। Birdwatch ফিচারের মাধ্যমে ইউজাররা বিভ্রান্তিকর টুইট গুলোতে প্রাসঙ্গিক নোট লিখতে পারবে।

জানা গেছে টুইটার তার ইউজারদের বিভ্রান্তিমূলক টুইটগুলি মূল্যায়নের ক্ষমতা দিচ্ছে। Birdwatch নামে ফিচারটি অপ্রাসঙ্গিক তথ্য প্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

টুইটার তাদের ব্লগে একটি প্রতিবেদনের মাধ্যমে Birdwatch  এর পরিচয় করিয়ে দিয়েছে। টুইটার জানিয়েছে কমিউনিটিতে বিভ্রান্তিকর তথ্যের সমাধানে দেবে Birdwatch। নির্দিষ্ট তথ্য কেন বিভ্রান্তিকর সেটা ছোট করে নোট করার সুযোগ দেবে নতুন এই ফিচার।

নোটগুলো একটি টুইটের নীচে শো করবে, সব গুলো নোট চাইলে একজন ইউজার দেখতে পারবে। ইউজাররা আরও দেখতে পাবে টুইটার নির্দিষ্ট টুইটকে কি লেবেল যুক্ত করেছে।

টুইটার আশা করছে বৃহৎ জনগোষ্ঠী সঠিক তথ্য দিয়ে কমিউনিটিকে সাহায্য করবে। এর আগে বিভ্রান্তিকর বিষয়বস্তুতে লেবেল রাখার জন্য এই প্ল্যাটফর্মটি সমালোচনার মুখোমুখি হয়েছিল এবং এখন Birdwatch এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে।

https://twitter.com/TwitterSupport/status/1353766523664531459?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1353766523664531459%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.makeuseof.com%2Ftwitter-launches-birdwatch-community-approach-misinformation%2F

মহামারীর শুরুতে বিভ্রান্তিকর তথ্যের জন্য প্ল্যাটফর্মটি বেশ কয়েকবার সমালোচিত হয়েছিল এবং একাধিক একাউন্ট কে সাসপেন্ডও করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Birdwatch এর মাধ্যমে ইউজাররা একটি বিষয় সম্পর্কে গভীর ভাবে জানতে পারবে।

টুইটার তাদের এই Birdwatch ফিচারকে একটি কমিউনিটি ড্রাইভেন সিস্টেম বলে আখ্যায়িত করেছে এবং বলেছে, যেকোনো কমিউনিটি ড্রাইভেন সিস্টেম কার্যকর করা বেশ চ্যালেঞ্জিং কারণ সেখানেও মানিপুলেশ থাকতে পারে।

এই ফিচারটি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চালু করা হলেও সবাই পাচ্ছে না, নির্দিষ্ট কিছু একাউন্টকেই এই সুবিধা দেয়া হচ্ছে। যেসমস্ত একাউন্ট গুলোতে ভেরিফাইড ফোন নাম্বার এবং ইমেইল রয়েছে এবং সাম্প্রতিক সময়ে কোন ধরনের পলিসি অমান্য করে নি তাদেরকে এই সুবিধার আওতাভুক্ত করা হবে।

ধারণা করা হচ্ছে জনসাধারণের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হলে, এটি তর্ক এবং বিতর্কের শীর্ষে থাকবে। এমনকি টুইটারও সর্তক করেছে এটি অগোছালো হতে পারে। Reddit এবং Wikipedia মতো অন্যান্য সাইটগুলি ইউজার কন্টেন্টের উপর নির্ভর করলেও টুইটারের ইউজারবেস ভিন্নভাবে এটাকে ধাবিত করতে পারে।

২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে টুইটার প্ল্যাটফর্মটি ভুল তথ্যে প্রচার রোধে এবং বিভ্রান্তিকর তথ্য যেন না ছড়ায় সেজন্য সম্ভাব্য বিভ্রান্তিকর টুইটগুলিতে লেবেল স্থাপন করেছিল। এমনকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও প্ল্যাটফর্ম থেকে ব্যান করে।

-
টেকটিউনস টেকবুম - ০২ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস