রিলিজ হয়েছে Windows Feature Experience Pack এর আপডেট

সম্প্রতি মাইক্রোসফট রিলিজ করেছে Windows Feature Experience Pack এর আপডেট। Windows Insider Preview Beta চ্যানেলে সর্বশেষ সংস্করণটি এভেইলেবল হওয়ার সাথে সাথে Windows Feature Experience Pack টি থেকে ব্যবহারকারীরা কী আশা করতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছে মাইক্রোসফট

Windows Feature Experience Pack 120.2212.2020.0 এর মধ্যে মাইক্রোসফট নিয়ে এসেছে একাধিক ফিচার এবং উন্নত করেছে বিদ্যমান ফিচার গুলো। প্রথমে মাইক্রোসফট জানিয়েছে Screen Snipping টুলের কথা। যে Snipping টুলটি প্রথম Windows Feature Experience Pack এ যুক্ত করা হয়েছিল সেটিকে আরও উন্নত করা হয়েছে এর স্ট্যাবিলিটি আগের চেয়ে বাড়ানো হয়েছে। এখন এক সাথে একাধিক অ্যাপ রান হলেও কম সময়ের মধ্যে Snipping টুল তার কার্য সম্পাদন করতে পারবে। একই সাথে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে Snipping এর মাধ্যমে ডিরেক্ট কপি করার ফিচারটি আপাতত রিমুভ করেছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে প্রয়োজনে বাগ ফিক্স করে এই ফিচারটি পুনরায় যুক্ত করা হবে, একই সাথে যারা ফিডব্যাক দিয়েছিল তাদের ধন্যবাদ দিয়েছে।

এখানে উল্লেখ্য, Windows 10 কে আপ টু ডেট করার একটি পদ্ধতি হচ্ছে Windows Feature Experience Pack। এর মাধ্যমে উইন্ডোজে ছোট ছোট আপডেট নিয়ে আসা হয়৷ নতুন ফিচার এড করা হয় এবং পরবর্তীতে সমস্যা হলে সেগুলো সরিয়ে ফেলা হয়। উদাহরণ সরূপ প্রথম Windows Feature Experience Pack এ দুটি ফিচার নিয়ে আসা হয়েছিল। যার মধ্যে একটি ছিল বিল্ড-ইন একটি এডভান্সড স্ক্রিনশট টুল যেখানে স্ক্রিনশট নিয়ে নির্দিষ্ট ফোল্ডারে পেস্ট করা যেতো। আরেকটি ফিচার ছিল 2-in-1 টাচ ডিভাইসের জন্য Split Keyboard ইন্টারফেস। যেখানে স্ক্রিন Portrait  মুড করলে কিবোর্ড ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়।

এখনো Windows Feature Experience Pack ম্যানুয়ালি ইন্সটল দিতে হয়। তবে মাইক্রোসফট উইন্ডোজ এই ফিচার এক্সপেরিয়েন্স প্যাক প্রক্রিয়াটি রেগুলার উইন্ডোজ আপডেট প্রক্রিয়ায় স্থানান্তরিত করবে। তখন আপনি শুধু এনেভল করে দিলেই ফিচার গুলো পেয়ে যাবেন আলাদা ইন্সটলেশনে যেতে হবে না।

Windows Feature Experience Pack খুব বেশি ফিচার নিয়ে আসে না বা আপডেটের মাধ্যমে বিশাল কিছু আসে নি তবে ধারণা করা যাচ্ছে মাইক্রোসফট এই ফিচারটি ভবিষ্যৎ প্রয়োজনেই আস্তে আস্তে ব্যবহার করছে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস