মাইক্রোসফটের সাথে চুক্তি কেন বাতিল করেছিল ByteDance

মাইক্রোসফট দুর্ঘটনাক্রমে টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপমান করার পরে, TikTok এর চুক্তিটি হাত ছাড়া হয়েছে।

মাইক্রোসফট, TikTok এর মার্কিন কার্যক্রম পরিচালনায় হেরে গেলো Oracle এর কাছে। ByteDance এবং Oracle হোয়াইট হাউসে একটি প্রস্তাব জমা দিয়েছে যাতে তারা Oracle কে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটির বিশ্বস্ত প্রযুক্তির অংশীদার উল্লেখ্য করেছে।

বহুল আলোচিত এই চুক্তির সাথে পরিচিত একটি সূত্র Reuters কে জানিয়েছে, চুক্তটি নিয়ে মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের সাথে কথা বলার সময় মাইক্রোসফট, ByteDance এর CEO এর মনে কষ্ট দিয়েছে। মাইক্রোসফট উল্লেখ করেছিল, TikTok এ যে সিকিউরিটি রিস্ক আছে এটা তারা ঠিক করে যদি তাদের সাথে ByteDance এর চুক্তি হয়। আর মাইক্রোসফট, TikTok এ সিকিউরিটি রিস্ক আছে বললে বিষয়টি আঘাত পায় ByteDance এর CEO Zhang Yiming।

সূত্র থেকে আরও জানা যায়, মাইক্রোসফটের উক্ত চুক্তিতে মাত্র ২০ বিলিয়ন ডলার অফার করেছিল যা ByteDance এর বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারে নি। এবং এই কারণ গুলোর জন্যই পুরোপুরি বিক্রয় না করে ByteDance, Oracle কে প্রযুক্তি পার্টনার হিসেবে বেছে নেয়।

ট্রাম্প প্রশাসন TikTok  কে একটি জাতীয় সুরক্ষা ঝুঁকির বিষয় হিসেবে ধরে ছিল কারণ এটি একটি চীনা মালিকানাধীন কোম্পানি ছিল।

মার্কিন যুক্তি দেখিয়েছে TikTok এর মাধ্যমে মার্কিন ব্যবহারকারীর ডেটা চীনা সরকারের হাতে চলে যাবে।

যদিও TikTok এই ধরনের দাবী কয়েকবার অস্বীকার করে বলেছে, এটি গুপ্তচরতার উদ্দেশ্যে ব্যবহারকারীর ডেটা কোনও সরকারের কাছে হস্তান্তর করবে না এবং এটি চাইলেও তা করতে পারছে না কারণ এর ডেটা মার্কিন সার্ভারে সংরক্ষিত।

ট্রাম্প আগস্টে, TikTok নিষেধাজ্ঞার উপর দুটি কার্য নির্বাহী আদেশও স্বাক্ষর করেছিল

নিষেধাজ্ঞা টেকাতে ByteDance মার্কিন কোম্পানির কাছে TikTok এর মালিকানা বিক্রয়ে সিদ্ধান্ত নিলে, সেখানে বড় বড় কোম্পানি আগ্রহ প্রকাশ করে। তাদের মধ্যে মাইক্রোসফট ছিল অন্যতম।

কিন্তু হটাৎ করেই মাইক্রোসফটের সাথে চুক্তিটি বাতিল করে ByteDance বাছাই করে নেয় Oracle কে।

মাইক্রোসফটের সাথে চুক্তি বাতিলের আরও কারণ থাকতে পারে তবে এখন পর্যন্ত ধারণা করা যায়, এর পেছনে প্রধান কারণ এই দুইটিই ছিল।

-
টেকটিউনস টেকবুম - ১৭ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস