Realme, ২০ সেপ্টেম্বর লঞ্চ করতে যাচ্ছে তাদের Realme C17 স্মার্ট-ফোন। কোম্পানি একটি ইন্সটাগ্রাম Post এ জানিয়েছে ফোনটি প্রথমবারের মত বাংলাদেশে লঞ্চ করা হবে, প্রোমো ভিডিও তে দেখা গেছে ফোনটির থাকবে 90Hz Refresh Rate এর ডিসপ্লে। জানা যায় ফোন ভার্চুয়ালি লঞ্চ করা হবে ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টায়। চীনে গ্লোবাল লঞ্চ প্রোগ্রাম সরাসরি লাইভ করা হবে Realme এর Facebook এবং YouTube একাউন্ট থেকে।
Realme তাদের ইস্টাগ্রামে Post এ জানিয়েছে প্রথম বারের মত তারা তাদের মিড লেভেল প্রিমিয়াম Realme C17 ফোন বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে।
জানা গেছে ফোনটিতে থাকবে 90Hz Refresh Rate এবং 6.5-inch Hole-Punch ডিসপ্লে যা দেবে আলট্রা স্মুথ ডিসপ্লে অভিজ্ঞতা, স্ক্রিনের বডি Ratio 90% এবং এটি দেবে 600 nits Maximum Brightness। ফোনটিতে এতে দেয়া হয়েছে Qualcomm Snapdragon 460 SoC এবং একই সাথে আছে Adreno 610 GPU।
Realme C17 key specifications. #realme #realmeC17 pic.twitter.com/hHBvZD8lSW
— Mukul Sharma (@stufflistings) September 14, 2020
ক্যামেরা হিসাবে ফোনটিতে থাকবে Quad ক্যামেরা সেট আপ। এতে আছে একটি 13-Megapixel প্রাইমারি ক্যামেরা, একটি 8-megapixel Ultra-Wide ক্যামেরা সাথে 119-Degrees Field-of-view, একটি 2-Megapixel Macro ক্যামেরা, এবং Portrait photography এর জন্য একটি 2-Megapixel Black and White sensor।
জানা গেছে ফোনটি আসতে যাচ্ছে, Lake Green এবং Navy Blue কালারে।
তবে ফোনটির দাম, ব্যাটারি এবং ফিঙ্গার প্রিন্ট নিয়ে কোন তথ্য এখনো জানা যায় নি।
-
টেকটিউনস টেকবুম - ১৬ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 462 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।