মাইক্রোসফটের সাথে চুক্তিটি বাতিল করে দিয়েছে ByteDance

চীনা কোম্পানি ByteDance বাতিল করে দিয়েছে মাইক্রোসফটের TikTok কেনার চুক্তিটি।

মাইক্রোসফট গত রবিবার ঘোষণা দেয়, TikTok এর প্রধান কোম্পানি ByteDance, তাদের মধ্যকার আলোচিত বিড টি বাতিল করে দিয়েছে।

ByteDance জানিয়েছে তারা মার্কিন TikTok এর মালিকানার জন্য Oracle কে বাছাই করেছে। জানা গেছে Oracle এর ক্রয়ে ট্রাম্প এবং ByteDance এর বিনিয়োগকারীদের সমর্থন রয়েছে।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, ByteDance আমাদের জানিয়েছে তারা আমাদের কাছে TikTok এর মালিকানা বিক্রি করবে না, আমরা নিশ্চিত ছিলাম জাতীয় সুরক্ষা স্বার্থে আমাদের প্রস্তাবটি অবশ্যই ইউজারদের জন্য ভাল ছিল।

তবে এই বিষয়টি এখনো অনিশ্চিত কেন মাইক্রোসফটের চুক্তিটি রিজেক্ট করে দেয়া হয়েছে, এ ব্যাপারে ByteDance এর মুখপাত্র এখনো কোন কিছু বলতে চায় নি।

Oracle এর চুক্তিতে ভাল সম্মতি জানিয়েছে ট্রাম্প প্রশাসন এবং এর বিনিয়োগকারীরা। এর আগে থেকেও ট্রাম্পের সাথে ভাল সম্পর্ক ছিল Oracle এর।

এই ঘটনার সাথে যুক্ত একটি সোর্স জানিয়েছে, এর মধ্যে চুক্তিটি এখনো পাবলিক ভাবে প্রকাশ হয় নি, ByteDance, Oracle কে "Technology Partner" হিসাবে অভিহিত করছে।

The Wall Street Journal এবং The Washington Post নিশ্চিত করেছে TikTok এর যুক্তরাষ্ট্রের কার্যক্রমের জন্য Oracle কে বেছে নেয়া হয়েছে এবং Oracle কে TikTok এর বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসাবে অভিহিত করা হবে।

এখানে উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সিকিউরিটি ইস্যুতে, TikTok এর ব্যান ঠেকাতে ByteDance সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র মালিকানা কোন মার্কিন কোম্পানি কাছে বিক্রি করে দেবে। আর তখন থেকেই TikTok কিনতে আগ্রহ প্রকাশ করেছিল মাইক্রোসফট, সহ বেশ কয়েকটি টেক কোম্পানি।

-
টেকটিউনস টেকবুম -১৫ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস