সম্প্রতি Reed Hastings জানিয়েছে বেশির ভাগ Netflix কর্মী করোনা ভ্যাক্সিন না নেয়ার আগ পর্যন্ত তাদের কর্মস্থলে ফিরবে না।
কয়েকদিন আগে করোনা পরিস্থিতি নিয়ে The Wall Street Journal এর একটি সাক্ষাৎকারে অংশ নেন Netflix এর প্রতিষ্ঠাতা Reed Hastings। তিনি করোনায় তার কোম্পানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তিনি তার বক্তব্যে জানান, তিনি কাজে অফিসে ফিরে যেতে চান এবং রিমোট ওয়ার্কের কোন ইতিবাচক দিকে তিনি দেখছেন না। সাক্ষাৎকারে জিজ্ঞাস করা হয়, কর্মীরা বাড়িতে থেকে কাজ করায় তিনি এতে কোন উপকার দেখছেন কিনা। উত্তরে তিনি জানান, না আমি পজিটিভ কিছু দেখছি না। তিনি আরও জানান, "মানুষ জন আন্তর্জাতিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে মিলিত হতে পারছে না, এটা সম্পূর্ণ নেতিবাচক একটি বিষয়"।
সাক্ষাৎকারে তিনি জানান নেটফ্লিক্সের কর্মীদের রিমোট ওয়ার্কে স্থানান্তর করা বেশ কঠিন কাজ ছিল। তিনি তার সাক্ষাৎকারে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও অলোচনা করেছেন। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ কোম্পানি সপ্তাহে চার দিনের ওয়ার্কিং মডেল তৈরি করেছে, যেখানে চারদিন কর্মীরা অফিসে এসে কাজ করে।
Reed Hastings বলেন নেটফ্লিক্সের অধিকাংশ কর্মীরা ভ্যাক্সিন নেয়ার আগ পর্যন্ত অফিসে ফিরবে না।
Reed Hastings প্রথম কোন টেক কোম্পানির CEO, যিনি কর্মীদের অফিসে ফেরের কারণ হিসেবে ভ্যাক্সিনকে উল্লেখ্য করেছেন।
বর্তমানে বিশ্বজুড়ে ২০০ মিলিয়ন পরিবার Netflix ব্যবহার করছে। জানা গেছে এটি ইতিমধ্যে নিজস্ব সিরিজ, ডকুমেন্টারি, এবং সিনেমা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে।
অন্যান্য টেক কোম্পানি গুলো মার্চের দিকেই কর্মীদের রিমোট ওয়ার্কে নিয়ে যায়। ফেসবুক এবং গুগল জানিয়েছে তাদের কর্মীদের এ বছর আর অফিসে ফিরতে হবে না, অন্যদিকে টুইটার তার কর্মীদের বলেছে তারা চাইলে আজীবন বাড়িতে থেকে কাজ করতে পারে।
-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।