গত রবিবার রাতে TikTok এ একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় এক ব্যক্তি লাইভে এসে সুইসাইড করেছে।
TikTok একটি বিবৃতিতে জানিয়েছে, ভিডিওটি TikTok এ শেয়ার করার আগে ফেসবুক লাইভেও প্রকাশ করা হয়েছিল।
The Verge, এর তথ্য অনুযায়ী TikTok ভিডিও ক্লিপটি সরিয়ে ফেলার চেষ্টা করলেও তা বারবার ইউজারদের সামনে চলে আসছে। TikTok এর "For You" সেকশনে বারবার চোখে পড়ছে ভিডিওটি। এজন্য আলাদা করে সার্চও দিতে হচ্ছে না।
বিভিন্ন ইউজার এবং ক্রিয়েটর আলাদা ভিডিও তৈরি করে সবাইকে সতর্ক করছে যেন ভিডিওটি সামনে পড়লে সেটা সবাই এড়িয়ে যায়।
TikTok জানিয়েছে, ভিডিওটি তাদের প্ল্যাটফর্ম ডিটেক্ট করছে এবং ফ্ল্যাগ করে দিচ্ছে কিন্তু তারপরেও যারা ভিডিওটি বারবার আপলোড করছে তাদের ব্যান করা হচ্ছে।
এই একই ভিডিও একই সাথে ছড়িয়েছে ফেসবুক এবং টুইটারেও।
TikTok বর্তমানে ভিডিও পুরোপুরি সরাতে মোটামুটি সংগ্রাম করে যাচ্ছে। এর আগেও এ বছরের শুরুর দিকে আরেকটি এমন ঘটনা ঘটে, যেখানে ১৯ বছর বয়সী একজন ইউজার সরাসরি লাইভে এসে সুইসাইড করেছিল। সেই ভিডিওটি প্ল্যাটফর্ম ছিল প্রায় দেড় ঘণ্টার মত।
তবে সোশ্যাল প্লাটফর্ম গুলোর জন্য এই ধরনের গ্রাফিক ভায়োলেন্স ভিডিও ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। ফেসবুক এবং ইউটিউবও কয়েকবার এমন ভিডিওর জন্য বিতর্কিত হয়েছে।
এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদের ভিডিওটি পুরোপুরি সরাতে ফেসবুককে যথেষ্ট লড়াই করতে হয়েছিল।
-
টেকটিউনস টেকবুম - ৯ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।