Xbox One এর Accessories গুলো Series X এ কাজ করবে কিনা জানিয়েছে মাইক্রোসফট

সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে Xbox One এর Accessories গুলো Series X এ কাজ করবে কিনা।

মাইক্রোসফট Xbox ইউজার যারা ইতিমধ্যে Xbox One ব্যবহার করছে তাদের সবার মনে প্রশ্ন ছিল এর Accessories গুলো পরবর্তী প্রজন্মের কনসোল Series X এ সাপোর্ট করবে কিনা। যারা নতুন করে Series X নিতে চাচ্ছিল তারাও কিছুটা কনফিউশনে ভুগছিল নতুন কনসোল নিলে আগের Accessories গুলো অকেজো হয়ে যাবে কিনা।

মাইক্রোসফট একটি ব্লগ Post এর মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছে। মাইক্রোসফট জানায়, যদি কোন ইউজারের Xbox One এর SteelSeries Headset, এবং Thrustmaster Wheel  থাকে তাহলে এগুলো Series X এর সাথেও কাজ করবে।

মাইক্রোসফট আরও জানায় অফিসিয়ালি লাইসেন্স প্রাপ্ত কোন Xbox One, Accessories যা কনসোলে USB এর মাধ্যমে ব্যবহার করা হয়, হতে পারে সেটা তার যুক্ত বা তারহীন সেটি Series X এর মধ্যেও কাজ করবে। কোন হ্যাডসেট যা Xbox Wireless Controller এর 3.5mm পোর্ট দিয়ে কানেক্ট হয় সেটিও এর মধ্যে সাপোর্ট করবে।

জানা গেছে মাইক্রোসফট বিভিন্ন ডিভাইস গুলোর Compatibility আইডেন্টিফিকেশনের জন্য চালু করবে নতুন এক পদ্ধতি। বিভিন্ন প্রোডাক্ট গুলোতে যুক্ত করা হবে "Designed for Xbox" লেভেল।

এই লেভেলের মাধ্যমে প্রথমত জানা যাবে প্রোডাক্টটি Xbox Console এ কাজ করার জন্য অনুমোদিত কিনা, দ্বিতীয়ত ইউজাররা সহজেই জানতে পারবে এটি কোন Console গুলোতে সাপোর্ট করবে।

মাইক্রোসফট এর গেমিং মার্কেট বিশাল হওয়াতে, এটি মাইক্রোসফটের জন্য জরুরি ছিল যে কোন ডিভাইস গুলো কোন সিস্টেমে কাজ করবে তার একটি পরিষ্কার তথ্য দেয়া। আশা করা যায় "Designed for Xbox" সিলের মাধ্যমে মাইক্রোসফট এই তথ্য প্রদানে কাজটি কারতে পারবে একই সাথে ইউজারকেও বিভিন্ন ডিভাইসের Compatibility নিয়ে ভাবতে হবে না।

-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস