ট্রেন্ডিং টপিকের ব্যাখ্যা জানতে টুইটারের নতুন ফিচার

টুইটার, ট্রেন্ডিং টপিক গুলোর এক্সপ্লেনেশন হিসাবে যুক্ত করেছে নতুন ফিচার।

সম্প্রতি টুইটার যুক্ত করেছে একটি নতুন ফিচার যার মাধ্যমে ইউজাররা চলমান ট্রেন্ডিং বিষয় গুলোর ব্যাখ্যা জানতে পারবে।

টুইটার তাদের একটি ব্লগ Post এ জানিয়েছে, অধিকাংশ ইউজাররা ট্রেন্ডিং টপিক গুলোর পেছনের গল্প বা কেন এটি ট্রেন্ডিং এ আছে এটি জানে না। আর সমস্যা সমাধানের জন্য টুইটার দারুণ ফিচার নিয়ে এসেছে।

এই ফিচারটির মাধ্যমে ইউজাররা কোন ধরনের খোঁজাখুঁজি ছাড়াই জানতে পারবে মূল ঘটনা।

টুইটার এখন ট্রেন্ডের সাথে নির্দিষ্ট টুইট গুলো পিন করে দেবে এতে করে যেকোনো ইউজার জানতে পারবে বিষয়টির সূত্রপাত কিভাবে হল।

টুইটার জানিয়েছে এলগরিদমের পাশাপাশি টুইট পিন করার কাজটি করবে তাদের Curation Team যাতে সর্বোচ্চ সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়। টুইটার এই বিষয়টিও নিশ্চিত করেছে যে প্রক্রিয়ায় কোন স্প্যাম টুইট পিন করা হবে না।

তবে সব ট্রেন্ডিং টপিকের উপর টুইট পিন করা হবে না কারণ এমন অনেক টপিক আছে যা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না।

টুইটার জানিয়েছে ভবিষ্যতে ট্রেন্ডিং বিষয় গুলোতে ছোট করে ডেসক্রিপশন যোগ করা হবে যা যুক্ত করবে টুইটারের Curation Team।

এখন পর্যন্ত এই ফিচারটি শুধু মাত্র টুইটারের মোবাইল অ্যাপে দেখা যাচ্ছে তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি ডেক্সটপ ভার্সনেও নিয়ে আসা হবে দারুণ এই ফিচারটি।

-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস